Menu

ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

ইতিহাসের ধারনা, ইতিহাস বিষয়টা একটা বিশাল আলোচ্য, ইতিহাস পরতে হলে আমাদের কয়েকটা বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। যেমন – ইতিহাস কি বা কাকে বলে, কেন আমরা ইতিহাস পড়বো? তাছাড়া কীভাবে এই ইতিহাসের তথ্য আমাদের সামনে উপস্থিত হল, কারাই বা এই ইতিহাস রচনা করলো এবং কিভাবে? ঐতিহাসিক কারা? এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে অষ্টম শ্রেণীর ইতিহাস বই এর প্রথম অধ্যায়ে যার নাম ইতিহাসের ধারনা।

আজকের এই আর্টিকেলে মূলত আমরা ইতিহাসের ধারনা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর গুলি নিয়ে আলোচনা করবো যা কিনা সকল অষ্টম শ্রেণীর ছাত্রদের কাছে বিশেষ উপযোগী হয়ে উঠবে। তারা যদি ভালো করে পাঠ্য বইটি পরে এবং তার পর এই প্রশ্ন উত্তর গুলি ভালো করে পরে নেয়, তবে ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে তাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন তো online এই পাঠ্য বই PDF আকারে download করা যায়। সেরকমই অষ্টম শ্রেণীর পাঠ্য বই download করতে   click here  

ইতিহাসের ধারনা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ

 

১) নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম লেখ?

উঃ নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম তিতুমীর।

২) পলাশীর যুদ্ধ কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিষ্টাব্দে ঘটেছিল।

৩) ভারতীয় ইতিহাসের রচয়িতা কাকে বলা হয়ে থাকে?

উঃ ভারতীয় ইতিহাসের রচয়িতা মিত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে।

৪) ভারতীয় ইতিহাসের আদিনাম কি ছিল?

উঃ ভারতীয় ইতিহাসের আদি নাম ছিল রাজাবলী(১৮০৮ খ্রিঃ)।

৫) জেমস মীল রচিত ইতিহাসের নাম কি?

উঃ History of British India (1817) ।

৬) জেমস মীলের লিখিত ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?

উঃ তিন ভাগে, হিন্দু যুগ, মুসলিম জুগ ও ব্রিটিশ যুগ।

৭) সাধারণত ইতিহাসের কয়টি যুগ ও কী কী?

সাধারণত ইতিহাসের তিনটি যুগ, এগুলি হল- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।

ইতিহাসের ধারনা
ইতিহাসের ধারনা

৮) ঔরঙ্গজেব কত খ্রিষ্টাব্দে মারা যান?

উঃ ঔরঙ্গজেব ১৭০৭ খ্রিষ্টাব্দে মারা যান।

৯) ইলতুৎমিসের কন্যার নাম কী ছিল?

উঃ ইলতুৎমিসের কন্যার নাম ছিল রাজিয়া।

১০) কলিঙ্গ যুদ্ধ কার সময় ঘটেছিল?

উঃ সম্রাট অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধ ঘটেছিল।

১১) ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছিল?

উঃ ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল।

১২) ইতিহাসের উপাদান প্রধানত কত প্রকার ও কী কী?

উঃ দুইপ্রকার যথা – সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদান।

১৩) ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে?

উঃ অক্টোভিয়াম হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা।

১৪) কোন কোন আন্দোলনগুলিকে ব্রিটিশ সরকার হাঙ্গামা বা উৎপাত বলে ধরেছেন?

উঃ বাংলা ও ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ বা আন্দোলনগুলিকে।

১৫) মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম লেখ?

উঃ মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতা হলেন বীরসা মুন্ডা।

 

এখানে তো আমরা ইতিহাসের ধারনা সম্পর্কে পরছি। এছাড়াও আরো পড়ুন  অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতি সম্পর্কে এখান click করার মাধ্যমে। 

 

১৬) সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত নেতাদের নাম লেখ?

উঃ সিধু ও কানহু বা কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতা।

১৭) জাতীয়তাবাদ কাকে বলে?

উঃ ইতিহাসের ধারনা অধ্যায়ে আমরা জাতীয়তাবাদের যে সংজ্ঞা পাই তা হল,  জাতীয়তাবাদ হল এমন এক মানুষিক অনুভূতি, যার মাধ্যমে কোনো জাতির ঐতিহ্য আসা-আকাঙ্খা, স্মৃতি প্রভৃতি প্রকাশ পায়। ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতির নিরিখে যখন একটি জনসমষ্টি নিজেদের সুখদুঃখ, মানঅপমান, অনুভব করে তখন জাতীয়তাবোধের সৃস্টি হয়। এই জাতিয়তাবোধের সঙ্গে দেশ প্রেম মিলিত হলে তাকে জাতীয়তাবাদ বলে।

১৮) সাম্রাজ্যবাদ কাকে বলে?

উঃ একটি দেশ যখন নিজের স্বার্থে অন্যদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাস করে তার উপর নিজের প্রভুত্ব স্থাপন করে, তখন তাকে সাম্রাজ্যবাদ বলে।

১৯) উপনিবেশবাদ বলতে কি বোঝ?

উঃ কোন দেশ যদি অন্য দেশের ভূখণ্ডকে নিজের অধিনস্ত করে তা হলে সেই অধিনস্ত এলাকাকে উপনিবেশ এবং এই উপনিবেশ বিস্তারের প্রক্রিয়াকে উপনিবেশবাদ বলে।

২০) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিষ্টাব্দে দেওয়ানি লাভ করে?

উঃ ১৭৬৫ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে।

২১) আধুনিক যুগের প্রধান প্রধান বৈশিষ্ঠ গুলি উল্লেখ করো?

উঃ যুক্তিবাদ, ধনতন্ত্রের বিকাশ, শিল্প বাণিজ্যের বিকাশ, সামন্ততন্ত্রের পতন, উদারনৈতিক গণতন্ত্র এবং সাম্যবাদী ভাবনা হলো আধুনিক যুগের প্রধান বৈশিষ্ঠ।

২২) উপনিবেশ শব্দটি কোথা থেকে এসেছে?

উঃ উপনিবেশ শব্দটি এসেছে ইংরেজি কলোনি শব্দ থেকে।

ইতিহাসের ধারনা সন্মন্ধে জানা হয়ে গেলে এখান থেকে পরুন পৃথিবীর অন্দরমহল এর ছোট প্রশ্ন ও উত্তর।

 

২৩) উপনিবেশবাদ শব্দটি কোথা থেকে এসেছে?

উঃ লাতিন শব্দ colonia  থেকে। এর অর্থ বিশাল সম্পত্তি বা এস্টেট।

২৪) ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি লেখ?

উঃ পারস্পরিক স্বার্থসংঘাত, জাতিগত বিদ্বেষ, আর্থিক শোষণ, ব্রিটিশদের দমনমূলক নীতি ও আইনসমূহ এবং বর্ণবৈষম্য।

 

তাহলে আজকে আমরা এই পুরো আর্টিকেলটিতে ইতিহাসের ধারনা যেটা কিনা অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, তার কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর দেখলাম, ভবিষ্যতেও আমরা এরকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের এই ব্লগে। তাই সকলকে অনুরোধ করবো নিয়মিত visit করো https://artsschool.in এর এইব্লগে।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!