Menu

একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন ও উত্তর

একাদশ শ্রেণীর কর্তার ভূত,  বিশ্ব কবি রবীন্দ্রনাথ রচিত একটি উল্লেখযোগ্য গল্প, যেখানে দেখানো হয়েছে কিভাবে ইংরেজরা চলে গেলেও আমরা তাদের প্রচলিত ব্যবস্থার মধ্যে আটকে পরেছি এবং আমাদের ভয়ের কারনে আমরা দিনের পর দিন অত্যাচারিত ও শোষিত হয়ে চলেছি এই তথাকথিত কর্তার শাসনের দ্বারা। আজকের এই আর্টিকেলে আমরা কর্তার ভূত গল্পের কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর গুলি নিয়ে আলোচনা করেছি-

তবে প্রত্যেকবারের মতো এবারও তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যে আগে তোমরা WBCHSE board প্রদত্ত  পাঠ্য বইটি ভালো করে পরে নাও মানে পাঠ্য বইয়ে মানে একাদশ শ্রেণীর কর্তার ভূত এই গল্পটি ভালো করে একবার পড়ে নাও। যার ফলে নিম্নে আলোচ্য প্রশ্ন ও উত্তর গুলি তোমরা খুব সহজেই ধরতে পারবে এবং বুঝতেও কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ আরো একটা অনুরোধ পুরো আর্টিকেল টাকে ভালো করে পড়ো ও পারলে নিজেদের নোট বুকে তুলে নিও প্রশ্ন উত্তর গুলি।

তাহলে চলো দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ 

 

১) কর্তার ভুত গল্পে কার মৃত্যু হয়েছিল?

উঃ কর্তার ভুত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়েছিল।

২) আমদের কি দশা হবে – এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে?

উঃ এখানে আমরা বলতে দেশসুদ্ধ লোককে বোঝানো হয়েছে।

৩) কর্তার ভুত গল্প অনুসারে কার মৃত্যু নেই?

উঃ কর্তার ভুত গল্প অনুসারে ভূতের মৃত্যু নেই।

৪) কোনো ভাবনা নেই – তাহলে ভাবনা কী নিয়ে?

উঃ ভবিষ্যৎ নিয়ে ভাবনা, অতীতের কোনো ভাবনা নেই।

৫) যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় – তাদের দোষ কী?

উঃ যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তাদের স্বভাব দোষ।

৬) না যায় পালানো – কি থেকে পালানো যায় না?

উঃ ভূতের কানমলা থেকে কখনো পালানো যায় না।

৭) জগতের সবচেয়ে আদিম চলা কোনটি?

উঃ কর্তার ভূত গল্প অনুসারে জগতের সবচেয়ে আদিম চলা হল অদৃষ্টের চালে চলা।

৮) ঘাস ও গাছের চলার সঙ্গে কাদের চলার তুলনা করা হয়েছে?

উঃ ঘাস ও গাছের চলার সঙ্গে ইংরেজদের চলার তুলনা করা হয়েছে।

৯) ভুতুড়ে জেলখানার দারোগা কে?

উঃ ভুতুড়ে জেলখানার দারোগা নায়েব।

১০) মানুষ ঠাণ্ডা হয়- কি বেরিয়ে যায় তখন?

উঃ তেজ বেরিয়ে গেলে মানুষ ঠাণ্ডা হয়ে যায়।

একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন গুলি দেখা হয়ে গেলে আপনি আরো দেখতে পারেন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী এখান থেকে। 

 

১১) মানুষ ঠাণ্ডা হলে ভূতের রাজত্বে কি প্রতিষ্ঠিত হয়?

উঃ মানুষ ঠাণ্ডা হলে ভূতের রাজত্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।

১২) অস্থির হয়ে মানুষ কীসের খোঁজ করে?

উঃ অস্থির হয়ে মানুষ ওঝার খোঁজ করে।

১৩) ভূতের রাজত্বে মানুষের ভবিষ্যৎ বাঁধা ছিল কোথায়?

উঃ ভূতের রাজত্বে মানুষের ভবিষ্যৎ বাঁধা ছিল খোটায়।

১৪) খোকা ঘুমালো পাড়া জুড়োলো – এর পরের লাইনটি কি তা লেখ?

উঃ খোকা ঘুমালো পাড়া জুড়োলো – এর পরের লাইনটি হল বর্গি এল দেশে।

১৫) নইলে ——– মেলেনা – শূন্যস্থানে সঠিক শব্দ বসাও?

উঃ নইলে ছন্দ মেলেনা।

১৬) খিড়কির আনাচে কানাচে কারা ঘোরে?

উঃ খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদারা ঘোরে।

১৭) একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্প অনুসারে  সদরের রাস্তায় ঘাটে কারা ঘোরে?

উঃ সদরের রাস্তায় ঘাটে ভূতের পেয়াদারা ঘোরে।

১৮) বুলবুলি বলতে কর্তার ভূত গল্পে কাদের বোঝানো হয়েছে?

উঃ একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পে বুলবুলি বলতে হানাদারি সাম্রাজ্যবাদীদের বোঝানো হয়েছে।

১৯) এখনো ঘানি অচল হয়নি – বক্তা কে?

উঃ এখনো ঘানি অচল হয়নি উদ্দিষ্ট উক্তিটির বক্তা হলেন ভূতের নায়েব।

২০) ভূতের অবস্থান কোথায়?

উঃ একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্প অনুসারে ভূতের অবস্থান আমাদের সকলের ভয়ের মধ্যে।

একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন গুলি দেখা হয়ে গেলে আপনি আরো দেখতে পারেন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021 এখান থেকে। 

 

২১) “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল”  নিশ্চিন্ত হওয়ার কারন কী?

উঃ দেশের লোকের নিশ্চিন্ত হওয়ার কারন হল, ভূতকে মানলে কোনো ভাবনাই থাকে না।

২২) “ ভূতকে মানলে কোনো ভাবনাই নেই” এমন মন্তবের কারন কী?

উঃ ভূতকে মানলে কোনো ভাবনাই থাকে না কারন, মানুষের সমস্ত ভাবনা ভবিষ্যতকে নিয়েই। তাছাড়া ভূতকে মানলে সমস্ত ভাবনা ভূতের মাথাতেই চাপে।

২৩) তারা খায় কানমলা – কারা ভূতের কানমলা খায়?

উঃ স্বভাব দোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারাই খায় ভূতের কানমলা।

২৪) অদৃষ্টের চালে চলা – বলতে লেখক কী বুঝিয়েছেন?

উঃ অদৃষ্টের চালে চলা বলতে লেখক চোখ বুজে চলা কে নির্দিষ্ট করতে চেয়েছেন।

২৫) তাতে অত্যন্ত আনন্দ পায় – কারা কখন আনন্দ পায়?

উঃ সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুদের মধ্যে ঘাসের মধ্যে গাছের মধ্যে চোখ বুজে অদৃষ্টের চালের আভাস প্রচলিত। তত্ত্বজ্ঞানীদের এই কথা শুনে ভুতগ্রস্থ দেশ অত্যন্ত আনন্দ পায়।

২৬) অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় – এই তেল কী কাজে ব্যাবহার করা হয়?

উঃ ভুতগ্রস্থ দেশ ছাড়া অন্য সব দেশের ঘানি থেকে বের হওয়া তেল ভবিষ্যতের রথ চাকাকে সচল করে রাখার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

২৭) খোকার ঘুম কার কাছে আরাম নিয়ে আসে?

উঃ একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্প অনুসারে  খোকার ঘুম খোকার নিজের কাছে, তার অভিভাবকের কাছে এবং পাড়ার সকলের কাছে আরাম নিয়ে আসে।

২৮) ভূতের রাজ্যের শান্তি কারা বিঘ্নিত করে?

উঃ ভূতের রাজ্যের শান্তি বিঘ্নিত করে পৃথিবীর অন্য সব ভুতে না পাওয়া দেশ থেকে আশা বর্গির দল।

২৯) কারও হুঁশ ছিল না – কারও কোন বিষয়ে কোনো হুঁশ ছিল না?

উঃ বহুকাল ধরে উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম দিক থেকে বুলবুলি অর্থাৎ আক্রমণকারী জাতিগুলি এসে ধান খেয়ে গেল অর্থাৎ সম্পদ লুঠ করে নিয়ে গেল, লেখকের মতে সে বিষয়ে কারো কোনো হুঁশ ছিল না।

৩০) প্রবুদ্ধিমিব সুপ্ত – বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন?

উঃ একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্প অনুসারে প্রবুদ্ধিমিব সুপ্ত এর অর্থ হল প্রকৃষ্ট জ্ঞানীর মতো নিদ্রিত। উপরিউক্ত উক্তির মধ্যে দিয়ে সমাজে তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণীর নিষ্ক্রিয়তাকে লেখক ব্যঙ্গ করেছেন।

একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন গুলি দেখা হয়ে গেলে আপনি আরো দেখতে পারেন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস এখান থেকে। 

 

তাহলে আজকের এই আর্টিকেলে আমরা একাদশ শ্রেণীর কর্তার ভূত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার উত্তর গুলি দেখলাম। আশাকরি এগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষ সহায়ক হবে। এছারাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারো আমরা যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর প্রতিদিন visit করো https://artsschool.in এরকম পোস্ট পাবার জন্য।

আজকে আমরা শুধু এখানে একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ৩০ টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম, তবে ভবিষ্যতে চেষ্টা করবো এই কর্তার ভূত গল্প থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন তুলে ধরার, তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে।

অবশেষে আপনাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

 

বিঃ দ্রঃ এই আর্টিকেলের একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের পুরো প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বই বা নোট বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!