নবজাগরণ ও সংস্কার আন্দোলন; আজকের এই আর্টিকেলটিতে তোমরা পাবে কল্যাণী ইউনিভার্সিটি(Kalyani University) এর 3-year Degree Course এর দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ইতিহাস অর্থাৎ History CC বিষয়ের প্রথম অধ্যায় তথা নবজাগরণ ও সংস্কার আন্দোলন এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি যা তোমাদের আগামী সেমিস্টার পরিক্ষার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ; তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি –
নবজাগরণ ও সংস্কার আন্দোলন
নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ প্রতিটি প্রশ্নের মান-২
১. নবজাগরণ কি বা নবজাগরণ কাকে বলে?
উত্তরঃ অটোমান তুর্কিদের হাতে পূর্ব রোম সাম্রাজ্যের পতনের পর ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে যুক্তিবাদ ও মানবতাবাদের ভিত্তিতে ধর্ম, সমাজ, সাহিত্য শিল্প ইত্যাদি ক্ষেত্রে যে পরিবর্তনকামী আন্দোলন শুরু হয়েছিল এবং তার ফলে যে পরিবর্তন এসেছিল, তাকেই পঞ্চদশ শতকের নবজাগরণ বলা হয়।
২. নবজাগরণ আন্দোলনের কয়েকজন পথিকৃৎ এর নাম লেখ?
উত্তরঃ শিল্পে – রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি। সাহিত্যে – পেত্রাক বোকাচ্চিও, চসার, শেক্সপিয়ার এবং ধর্মে- মার্টিন লুথার, জনহাস প্রমূখ।
৩. ইউরোপের প্রথম ছাপাখানা কোন শহরে গড়ে উঠেছিল? ইউরোপে অন্যান্য শহরের নাম করো যেখানে ছাপাখানা গড়ে উঠেছিল?
উত্তরঃ ইউরোপের প্রথম ছাপাখানা গড়ে উঠেছিল মেইনজ শহরে। ইউরোপে ছাপাখানা গড়ে উঠেছিল এমন কতগুলি শহর হল- ভেনিস, রোম, প্যারিস, লিয় নরেমবার্গ, বেসল স্ট্রাসবার্গ প্রভৃতি।
৪. রেনেসাঁসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পন্ডিতের নাম লেখ? তার দুইজন শিষ্যের পরিচয় দাও।
উত্তরঃ রেনেসাঁসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পন্ডিত হলেন পোলিজিয়োনো। তার বিখ্যাত দুজন শিষ্য হলেন – লিনেকার ও গ্রসিন।
৫. লিওনার্দোর ছবিগুলির মধ্যে বিখ্যাত তিনটি ছবির নাম লেখ। এই ছবিগুলির বিষয়বস্তু কি?
উত্তরঃ লিওনার্দোর ছবিগুলির মধ্যে বিখ্যাত তিনটি ছবি হল – ভার্জিন অব দ্য রবস, লাস্ট সাপার এবং মোনালিসা। প্রথম চিত্রে তিনি জ্যামিতিক জ্ঞানের অসাধারণ পরিচয় রাখেন। দ্বিতীয় চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় চিত্রের মাধ্যমে মনস্তত্ত্ব বিশ্লেষণ করেছেন আর মোনালিসা ছবিটিতে রহস্য নারী সৌন্দর্যের একটি অজানা দিক এবং নারী মনের দুর্যেয় রহস্যকে প্রকাশ করতে চেষ্টা করেছেন। মোনালিসার রহস্যময় হাসি আজও পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত।
৬. রেনেসাঁস যুগের কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখ।
উত্তরঃ রেনেসাঁস যুগের দুজন চিত্রশিল্পী হলেন – বোকার্চিও লিওনার্দো দা ভিঞ্চি, এছাড়াও রাফায়েল এবং বতিচেল্লি।
৭. মার্টিন লুথার কে ছিলেন? তিনি কোন দেশের মানুষ ছিলেন?
উত্তরঃ ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান নায়ক ছিলেন মার্টিন লুথার তিনি জার্মানির লোক ছিলেন।
৮. ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন? তার মূল লক্ষ্য কি ছিল?
উত্তরঃ ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান নায়ক মার্টিন লুথার। তার মূল লক্ষ্য ছিল ধর্ম বিষয়ে তৎকালীন দুঃশীলতা ও ভ্রান্ত বিশ্বাস দূর করে তার পরিবর্তে ভগবান ও মানুষের মধ্যে সহজ সম্বন্ধ স্থাপন।
৯. বিজ্ঞানের নবজাগরণের চারজন পথিকৃত এর নাম লেখ।
উত্তরঃ বিজ্ঞানে নবজাগরণের চারজন পথিকৃৎ হলেন – রজারবেকন, ফ্রান্সিস বেকন, কোপার্নিকাস ও গ্যালিলিও।
১০. কোন শব্দ থেকে রেনেসাঁস শব্দটির উদ্ভব হয়েছিল? রেনেসাঁস কথাটির অর্থ কি?
উত্তরঃ ল্যাটিন শব্দ রিনাসসেরে শব্দটি থেকে রেনেসাঁস শব্দটির উদ্ভব হয়েছিল। রেনেসাঁস কথাটির অর্থ হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
১১. রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কি?
উত্তরঃ রেনেসাঁস বা নবজাগরণের চিন্তাধারা থেকে উত্থিত হয়েছিল মানবতাবাদী চেতনা। এই মানবতাবাদী চেতনা ছিল বৃহত্তর মানবতাবাদী চেতনা। রেনেসাঁস যে Wisdom বা কালের কথা বলেছিল তার সঙ্গে যোগ হয়েছিল মানবতাবাদী চেতনা। যে মানবতাবাদ ছিল সাম্প্রদায়িক ও বিভেদ বিরোধী।
১২. রেনেসাঁস মানব বলতে কী বোঝো?
উত্তরঃ রেনেসাঁস চিন্তা ধারার মানুষকে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু বলা হয়েছিল। ঈশ্বরকে নয়। রেনেসাঁস মানব বলতে বোঝাত সেই মানুষকে যার – নীতিবোধ আছে, যার বুদ্ধি দীপ্তি আছে, ধর্মনিরপেক্ষ, প্রাচীন ঐতিহ্যের দ্বারা শিক্ষিত, মানবতাবাদী ও যুক্তিবাদী, প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ককে খুঁজছে, একমাত্র মানুষকেই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু বলে মানে।
১৩. লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
উত্তরঃ ইতালির ফ্লোরেন্সের লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে চিত্রকর এবং ভাস্কর, সঙ্গীতজ্ঞ এবং বৈজ্ঞানিক গনিতজ্ঞ ও দার্শনিক। যুগে যে বুদ্ধির বিকাশ বা উত্থান ঘটেছিল লিওনার্দো দা ছিলেন তার পথপ্রদর্শক।
১৪. লাস্ট জাজমেন্ট চিত্রটি কে অঙ্কন করেন? কোথায় এই চিত্রটি অংকন করা হয়েছিল?
উত্তরঃ লাস্ট জাজমেন্ট চিত্রটি অঙ্কন করেছিলেন মাইকেল এঞ্জেলো। তিনি স্টিস্টাইন চ্যাপেলের ছাদে এই চিত্রটি অঙ্কন করেছিলেন। এখানে তিনি যীশুকে অঙ্কন করেছিলেন এবং নির্মম বিচারক হিসেবে।
১৫. ম্যাকিয়াভেলি কে ছিলেন? তার লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ ম্যাকিয়াভেলি ছিলেন ইতালির ফ্লোরেন্সের একজন মানবতাবাদী পন্ডিত। তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। তার লেখা দুটি গ্রন্থ হল – দি প্রিন্স এবং ডিসকোর্সেস অন লিভি।
১৬. মুদ্রণ বিপ্লবে কালীর ব্যবহার কেমন ছিল?
উত্তরঃ মুদ্রণ ব্যবস্থা আবিষ্কারের পর পঞ্চদশ শতাব্দীর ঘোরার দিকে ফ্লেমিস শিল্পীদের ব্যবহার করা তেল রং চালু হয়। মুদ্রণ শিল্পীরা চাইনিজ কালি ছাড়া ফ্লেমিশ তেলকালি ব্যবহার শুরু করে ছাপার জন্য।
১৭. গ্যালিলিওর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ দুটি কি ছিল?
উত্তরঃ গ্যালিলিও ১৬৩২ খ্রিস্টাব্দে তার শ্রেষ্ঠ গ্রন্থ, এ ডায়লগ অন দা টু প্রিন্সিপাল সিস্টেমস অফ দা ওয়ার্ল্ড প্রকাশ করেন। 1638 খ্রিস্টাব্দে প্রকাশ করেন ডায়লগস অন দা টু নিউ সায়েন্সেস নামক গ্রন্থটি।
১৮. দান্তের লেখা কতগুলি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ দান্তে ছিলেন ইতালির একজন বিখ্যাত সাহিত্যিক, কার লেখা কয়েকটি গ্রন্থ হল – ডিভাইন কমেডি, লা ভিটা নুয়োভা, কনভিডিও প্রভৃতি।
১৯. ইরাসমাস কে ছিলেন?
উত্তরঃ ডেসি ডেরিয়াস ইরাস মাস ছিলেন হল্যান্ড নিবাসী একজন গ্রিক ও ল্যাটিন সাহিত্যের পন্ডিত। রেনেসাস যুগে তিনি চার্চ ও পোপতন্ত্রের তীব্র সমালোচনা করেছিলেন। তার লিখিত দুটি বিখ্যাত গ্রন্থ হল- ইন প্রেজ অফ ফলি এবং মারিনা এনকোয়িয়াম।
২০. রেনেসাঁস যুগের দুজন জনপ্রিয় সংগীতজ্ঞের নাম লেখ।
উত্তরঃ এই যুগের দুজন জনপ্রিয় সঙ্গীতজ্ঞ হলেন – বার্গান্ডির দুসে – যিনি রাজসভা, চার্চ, বিবাহ সংগীত বিষয়ে খ্যাতি অর্জন করেন। আর ফ্রান্সের দেশ প্রেম – যিনি বিখ্যাত সংগীত অ্যাতে মারিয়ার জন্য খ্যাতি অর্জন করেন।
আরো পড়ুনঃ শিকল পরার গান সংক্ষেপ আলোচনা – কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা AECC সিলেবাস প্রথম সেমিস্টার।
২১ বিশ্ব নতুন চেতনায় জেগে উঠেছে, মনে হচ্ছে যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে – কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন?
উত্তরঃ রেনেসাঁসের সময়কার বিখ্যাত মানবতাবাদী ইরাসমাস বিশ্ব নতুন চেতনায় জেগে উঠেছে, মনে হচ্ছে যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে এই উক্তির প্রবক্তা।
২২. রেনেসাঁস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রেনেসাঁসের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস কে লিখেছিলেন?
উত্তরঃ রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক মিশেলে। রেনেসাঁসের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করেন সুইজারল্যান্ড এর জ্যাকব বুখার্ট। তার লেখাটি ১৮৬২ খ্রিস্টাব্দে দা সিভিলাইজেশন অফ দ্যা রেনেসাঁস ইন ইটালি শিরোনামে প্রকাশিত হয়েছিল।
২৩. কোপার্নিকাস কে ছিলেন? তিনি কি তত্ত্ব প্রচার করেন?
উত্তরঃ নবজাগরণের যুগের পোলিস বিজ্ঞানী ছিলেন কোপার্নিকাস। কোপার্নিকাস টলেমির তত্ত্বকে অস্বীকার করেন। তিনি বলেন যে, সূর্য রয়েছে পৃথিবীর কক্ষপথের কেন্দ্রে। তার বিখ্যাত গ্রন্থের নাম – on the revulation of celestial bodies.
২৪. ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কয়েকজন পুরোধার নাম লেখ।
উত্তরঃ ইউরোপে ক্যাথলিক ধর্মকে কুসংস্কার মুক্ত করার জন্য মার্টিন লুথার, জনহাস, জন ওয়াইক্লিপ এর নাম স্মরণীয়।
২৫. নবজাগরণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফলাফল লেখ?
উত্তরঃ মধ্যযুগের সামন্তদের প্রবল দাপট ছিল, ফলে কেন্দ্রীভূত রাজতন্ত্র গড়ে উঠতে পারেনি। সামন্তদের হাতে রাজনৈতিক ক্ষমতার বিভাজন ঘটায় স্বাধীন ও সার্বভৌম রাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। নবজাগরণের ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং সামন্ততান্ত্রিক উপাদান ও ব্যক্তি দুর্বল হতে থাকে। এই সুযোগে সার্বভৌম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইতিহাসবিদ লুকাসের মতে, রাজকীয় শক্তির কেন্দ্রীকরণ নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য।
২৬. ইউরোপে কোন ঘটনাকে নবজাগরণের সূচক বলা হয়?
উত্তরঃ ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কীদের আক্রমণে পূর্ব রোমে কনস্টান্টিনোপলের পতন ঘটে, এতে মধ্যযুগের অবসান ঘটে এবং মানব সভ্যতার ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। এই রূপান্তরকে নবজাগরণের সূচক বলে মনে করা হয়।
২৭. রাফায়েল কে ছিলেন?
উত্তরঃ ষোড়শ শতকের ইউরোপের বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি ছিলেন রাফায়েল। তার অঙ্কিত চিত্র গুলির মধ্যে ম্যাডোনা ও ভার্জিন ছিল উল্লেখযোগ্য।
২৮. রাফায়েলের শিল্পকর্মের পরিচয় দাও?
উত্তরঃ রাফায়েল এর শিল্পকর্ম ছিল – দ্য ম্যারেজ অফ দ্য ভার্জিন – যা মিলানের ব্রেরা গ্যালারিতে রয়েছে। পোর্ট্রেট অফ ক্যাস্টিগলিয়ন – যা প্যারিসের লুভর জাদুঘরে রয়েছে। ফ্রেসকো গ্যালিশিরা – যার রুমের ফারনেসিনাতে রয়েছে।
২৯. ইতালির কোন শহরকে রেনেসাঁসের পিঠস্থান বলা হয়? ইতালিতে নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তরঃ ইতালির ফ্লোরেন্স শহরকে রেনেসাঁসের পিঠস্থান বলা হয়। ইউরোপে প্রথম রেনেসাঁসের বিকাশ ঘটেছিল এই শহরে যাকে বলা হত দ্বিতীয় এথেন্স। ইতালিতে নবজাগরণের অগ্রদূত বলা হয় দান্তেকে।
৩০. গ্যালিলিও কে ছিলেন?
উত্তরঃ গ্যালিলিও ছিলেন নবজাগরণের অন্যতম পথিকৃ। তিনি ছিলেন ইতালির মানুষ তার একটি উল্লেখযোগ্য আবিষ্কার হল টেলিস্কোপ এবং দূরবীন যার সাহায্যে মহাবিশ্বের অনেক কিছুই আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়েছে সর্বোপরি তিনি ছিলেন একজন স্বাধীন চিন্তাকে আমি মানুষ যার জন্য শেষ জীবনে তাকে চরম দুঃখের সাথে কাটাতে হয়েছে।
৩১. সাহিত্যে নবজাগরণের অগ্রদূত কারা ছিলেন?
উত্তরঃ সাহিত্যের নবজাগরণের অগ্রদূত ছিলেন, দান্তে, পেত্রার্ক, বোকার্চিও স্পেন্সার এবং শেক্সপিয়ার।.
৩২. দুজন ইংরেজ মানবতাবাদী ও তাদের একটি করে সাহিত্যের নাম লেখ।
উত্তরঃ দুজন ইংরেজ মানবতাবাদী হলেন চসার ও স্পেনসার। এদের দুটি বই হল যথাক্রমে ক্যান্টারবেরি টেলস এবং দ্য ফেয়ারি কুইন।
৩৩. রেবেলায়েস কি জন্য বিখ্যাত?
উত্তরঃ ফ্রান্সের নবজাগরণের অন্যতম পুরোধা ছিলেন ফ্রাসোয়া রেবেলায়েস তার দুটি বিখ্যাত গ্রন্থ হল প্যান্টাগ্রুয়েল ও পারগানটুয়া। তিনি আজীবন কুসংস্কার এর বিরুদ্ধে যুক্তিবাদ প্রচার করে গেছেন।
৩৪. শিল্পকলার ক্ষেত্রে নবজাগরণের কয়েকজন ব্যক্তিত্বের নাম উল্লেখ কর?
উত্তরঃ শিল্প ক্ষেত্রে নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল এঞ্জেলো প্রমুখ।
৩৫. রেনেসাঁস যুগের দুজন চিত্রশিল্পীর নাম লেখ।
উত্তরঃ রেনেসাঁস যুগের দুজন চিত্রশিল্পী হলেন – লিওনার্দো দা ভিঞ্চি এবং রাফায়েল।
৩৬. মানবতাবাদ কি?
উত্তরঃ নবজাগরণের প্রস্ফুটিত ফুল হল মানবতাবাদ। ঐতিহ্যের ও ধ্রুপদী ভাবনার নিগরবব্ধতা ভেঙে মানুষের সুখ দুঃখ ও নিত্য জীবনের ঘটনাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার ভাবনা হল মানবতাবাদ এর ভিত্তি।
৩৭. নবজাগরণ যুগের দুজন বিখ্যাত ইতিহাসবিদদের নাম লেখ।
উত্তরঃ নবজাগরণ যুগের দুজন বিখ্যাত ইতিহাসবিদ হলেন- লিভি ও পলিবিয়াস।
৩৮. ইতালিতেই নবজাগরণের সূচনা হয়েছিল কেন?
উত্তরঃ ইতালির উদার রাজনৈতিক বাতাবরণ, তার নগর রাষ্ট্রগুলিতে স্বাধীনতার আবহাওয়া, সেখানকার বণিকদের দেশ-বিদেশ সঙ্গে যোগাযোগ, শিক্ষিত ব্যবসাহীজীবী শ্রেণীর প্রতিষ্ঠা, ধ্রুপদী মানবতাবাদী বিদ্যা চর্চার প্রতি আকর্ষণ ইতালিতে নবজাগরণের বাতাবরণ সৃষ্টি করেছিল। ভলতেয়ার, অ্যাডাম স্মিথ প্রমুখের মতে বাণিজ্য লক্ষ্মীর আশীর্বাদ এবং বৈষয়িক সাফল্যের হাত ধরেই ইতালিতে নবজাগরণের বিকাশ ঘটেছিল।
৩৯. রেনেসাঁস সঙ্গীতের প্রধান দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো।
উত্তরঃ রেনেসাঁস সংগীতের কিছু বৈশিষ্ট্য হলো – মোডের ওপর ভিত্তি করে সংগীত রচনা করা, চার বা ততোধিক অংশে রিচার টেক্সচার, বাদ্যযন্ত্রের জমিনের বিপরীতে স্ট্যান্ড এর মিশ্রণ, প্রবাহ ও অগ্রগতির সঙ্গে বৃহত্তর সম্প্রীতি।
আরো পড়ুনঃ বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন সম্পূর্ণ আলোচনা কল্যাণী ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার বাংলা সিলেবাস।
৪০. ডেকামেরন ও ডিভাইন কমিডির রচয়িতা কারা ছিলেন?
উত্তরঃ ডেকামেরন এর রচয়িতা পেত্রার্ক এর সুযোগ্য শিষ্য বোকার্চিও। ডিভাইন কমিডির রচয়িতা কবি দান্তে। এই রচনাতে ইতালীয় ভাষায় কাব্য চর্চা কে নতুন গতি প্রদান করেন।
৪১. কাকে নবজাগরণের জনক বলা হয় এবং কেন?
উত্তরঃ জীবনমুখী সাহিত্যে তার অবদানের কথা স্মরণ করে পেত্রার্ককে নবজাগরণের জনক বলে অভিহিত করা হয়।
৪২. দি গ্রিল – গ্রন্থের রচয়িতা কে? ইনি কোথাকার বাসিন্দা?
উত্তরঃ প্রখ্যাত ইতালীয় রাষ্ট্রনীতিবিদ ছিলেন ম্যাকিয়াভেলি, দ্য গ্রিল নামক গ্রন্থে নতুন রাষ্ট্রদর্শন প্রচার করেন তিনি।
৪৩. নবজাগরণের শ্রেষ্ঠ ফরাসি সাহিত্যিক কে ছিলেন? তার সমালোচনামূলক গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ নবজাগরণের শ্রেষ্ঠ ফরাসি সাহিত্যিক হলেন রেবেলিয়ান। তার অন্যতম সমালোচনামূলক গ্রন্থ গারগাটুয়া যাতে তিনি পোপ তন্ত্রের সমালোচনা করেন।
৪৪. প্রেইজ অফ কলি – গ্রন্থের রচয়িতা কে? ? এই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল?
উত্তরঃ প্রেইজ অফ কলি গ্রন্থের রচয়িতা হলেন ডেম ডেবিয়ান ইরাসমাস। এই গ্রন্থে তিনি অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় চার্চের ভন্ডামি ও ধর্মের নামে অনাচারের সমালোচনা করেন।
৪৫. সার্ভেন্টিম কে ছিলেন? তিনি কি রচনা করেন?
উত্তরঃ পেনের সার্ভেন্ট টিম ছিলেন বিখ্যাত জীবনবাদী কবি। তিনি ডন কুইট জোট নামক উপন্যাসে মধ্যযুগীয় নাইটতন্ত্রের অন্তর্নিহিত ভন্ডামীর মুখোশ খুলে দেন।
৪৬. চসারের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখ। তিনি কোন সময়ের কবি ছিলেন?
উত্তরঃ চসারের লেখা বিখ্যাত গ্রন্থটি হল – দি ক্যান্টারবেরি টেলস, মধ্যযুগের অন্তিম লগ্নে ইংরেজ কবি চসার , তার রচনায় মধ্যযুগের ভ্রান্তি ও পাপচারকে জনসমক্ষে তুলে ধরেন।
৪৭. টমাস মুর কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থটি কি?
উত্তরঃ নবজাগরণের যুগে এক বিখ্যাত ইংরেজ সাহিত্যিক হলেন টমাস মুর, তার বিখ্যাত গ্রন্থটি হলো ইউটোপিয়া।
বিঃ দ্রঃ আমাদের আজকের এই নবজাগরণ ও সংস্কার আন্দোলন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করতে আমাদের কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নিতে হয়েছে; তাই আমাদের আর্টস স্কুল ডট ইন এর আজকের এই নবজাগরণ ও সংস্কার আন্দোলন এর আর্টিকেলটি নিয়ে যদি আপনাদের কারো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যা দূরীকরণের।
Thanks a lot sir, very helpful post
I am a honours student of 4th semester of Kalyani University and I have history ( pass) subject.
Thank u so much sir. This is a very helpful for 4th semester vu students.
Thank u so much sir. This is a very helpful for 4th semester vu students. I am a student of vu 4th semester history honours.