নাগরিকত্ব অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর; আজকে আমাদের এই আর্টিকেলের তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের অন্তর্গত একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকত্ব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন-উত্তর তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ;
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
নাগরিকত্ব অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর
সঠিক বিকল্পটি নির্বাচন করে উত্তর লেখ: প্রতিটি প্রশ্নের মান-১
১) রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল নাগরিকদের বলা হয় –
ক) প্রজা খ) নাগরিক গ) বিদেশি ঘ) জনতা।
২) রাজনৈতিক অধিকার ভোগ করে যারা-
ক) মন্ত্রীরা খ) বিদেশীরা গ) নাগরিকরা ঘ) নাগরিক ও বিদেশী উভয়ই।
৩) ভোটদানের অধিকার একটি-
ক) রাজনৈতিক অধিকার খ) সামাজিক অধিকার গ) পৌর অধিকার ঘ) অর্থনৈতিক অধিকার।
৪) বিদেশিদের কি ধরনের অধিকার থাকে না?
ক) রাজনৈতিক অধিকার খ) সামাজিক অধিকার গ) পৌর অধিকার ঘ) অর্থনৈতিক অধিকার।
৫) নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক যে দেশে-
ক) ভারতে খ) ইংল্যান্ড গ) রাশিয়াতে ঘ) ফ্রান্সে।
৬) ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জনের বয়স হল-
ক)১৫ খ)১৮ গ)২০ ঘ)২২ বছর।
৭) অনুমোদন সিদ্ধ নাগরিক কোন দেশের রাষ্ট্রপতি হতে পারেন না-
ক) চীন খ) জাপান গ) অস্ট্রেলিয়া ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
৮) কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন, কিরূপ নাগরিক হলে?
ক) জন্মসূত্রে খ) চাকরি সূত্রে গ) বসবাসের সূত্রে ঘ) বৈবাহিক সূত্রে।
৯) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন-
ক) নাগরিক খ) বিদেশি গ) জাতীয় ঘ) রাষ্ট্রহীন।
১০) ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে –
ক)৫-১০ নম্বর ধারায় খ)৫-১১ নম্বর ধারায় গ)৬-১১ নম্বর ধারায় ঘ)৫-১২ নম্বর ধারায়।
১১) একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল-
ক) নাগরিক খ) বিদেশি গ) আংশিক বিদেশি ঘ) বন্ধুভাবাপন্ন বিদেশি।
১২) দ্বৈত নাগরিকতা প্রচলিত আছে –
ক) ভারতে খ) মার্কিন যুক্তরাষ্ট্রে গ) জাপানে ঘ) চীনে।
১৩) ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় –
ক)১৯৫৫ খ্রিস্টাব্দে খ)১৯৫৬খ্রিস্টাব্দে গ)১৯৬০ খ্রিস্টাব্দে ঘ)১৯৭৬ খ্রিস্টাব্দে।
১৪) বিদেশিদের কোনো ____________ অধিকার থাকে না –
ক) সামাজিক খ) ব্যক্তিগত গ) রাজনৈতিক ঘ) প্রাকৃতিক।
১৫) নাগরিকত্ব শব্দের উৎপত্তি প্রথম হয়েছিল –
ক) গ্রিসে খ) ভারতে গ) চীনে ঘ) ফ্রান্সে।
১৬) রাজনৈতিক অধিকার ভোগ করে না –
ক) মন্ত্রীরা খ) অধিবাসীরা গ) নাগরিকরা ঘ) বিদেশীরা।
১৭) ভারতের যে রূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে-
ক) এক নাগরিকত্ব খ) দি নাগরিকত্ব গ) রাজ্য নাগরিকত্ব ঘ) কেন্দ্রীয় নাগরিকত্ব।
১৮) কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন –
ক) মাদার টেরিজা খ) সালমান রুশদি গ) ভি এস নাইপাল ঘ) তাসলিমা নাসৃণ।
১৯) জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান নীতি রয়েছে-
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি।
২০) ভারতের প্রথম নাগরিক বলা হয়-
ক) রাষ্ট্রপতিকে খ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গ) উপরাষ্ট্রপতিকে ঘ) প্রধানমন্ত্রীকে।
২১) জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনকারীদের বলা হয়-
ক) স্বাভাবিক নাগরিক খ) অসম্পূর্ণ নাগরিক গ) বিদেশি নাগরিক ঘ) অনুমোদন সিদ্ধ নাগরিক।
উত্তরঃ ১। খ নাগরিক, ২। গ নাগরিকরা , ৩। ক রাজনৈতিক অধিকার, ৪। ক রাজনৈতিক অধিকার, ৫। ঘ ফ্রান্সে, ৬। খ ১৮ বছর, ৭। ঘ মার্কিন যুক্তরাষ্ট্র, ৮। ক জন্মসূত্রে, ৯। খ বিদেশি, ১০। খ ৫-১১ নম্বর ধারায়, ১১। ক নাগরিক, ১২। খ মার্কিন যুক্তরাষ্ট্রে, ১৩। ক ১৯৫৫ খ্রিস্টাব্দে, ১৪। গ রাজনৈতিক, ১৫। ক গ্রিসে , ১৬। ঘ বিদেশীরা, ১৭।ক এক নাগরিকত্ব, ১৮। ক মাদার টেরিজা, ১৯। ক দুটি , ২০। ক রাষ্ট্রপতিকে, ২১। ক স্বাভাবিক নাগরিক।
***আমাদের আজকের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর গুলি PDF আকারে Download করতে হলে নীচে ক্লিক করুন-

আরো পড়ুনঃ আইনের সংজ্ঞা দাও। আইনের উৎস গুলি সম্বন্ধে বিশদ আলোচনা করো।
Read More: স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো এবং স্বাধীনতার প্রকারভেদ সম্পর্কে বিষদে আলোচনা করো।
Read More: আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তর্জাতিক আইনকে কি আইন বলা যায়?
বিঃ দ্রঃ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর গুলি তৈরি করার জন্য আমাদের কিছু পাঠ্যবইয়ের সাহায্য নিতে হয়েছে, যার জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি বা অনুমতি নেওয়া হয়নি; তাই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণে। ধন্যবাদ।