Menu

নিখিলের চরিত্র আলোচনা করো গল্পানুসারে

নিখিলের চরিত্র আলোচনা করো; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত “কে বাঁচায় কে বাঁচে” গল্পের পার্শ্ব চরিত্র নিখিল।

প্রশ্নঃ কে বাঁচায় কে বাঁচে গল্প অনুসরণে নিখিলের চরিত্র আলোচনা করো?

 

উত্তরঃ গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় এর কে বাঁচায় কে বাঁচে গল্পের ঘটনা যাকে কেন্দ্র করে অগ্রসর হয়েছে সে হল এই গল্পের প্রধান ও অন্যতম চরিত্র মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আদর্শ বাদী, ন্যায়নিষ্ট ভাবুক প্রকৃতির মানুষ। তার একমাত্র সুহৃদ তথা বন্ধু ছিল নিখিল যে কিনা আবার তার সহকর্মীও বটে। গল্পের সংক্ষিপ্ত পরিসরে গল্পকার চরিত্রটিকে নির্মাণ করেছেন তার স্বভাবসিদ্ধ দক্ষতায়।

নিখিল মৃত্যুঞ্জয়ের অফিসের সহকর্মী। মধ্যবিত্ত মানসিকতার অধিকারী, শিক্ষিত দায়িত্ব সচেতন মানুষ নিখিল। সে রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলস প্রকৃতির লোকও বটে। নিখিল মৃত্যুঞ্জয়ের সহকর্মী সে মৃত্যুঞ্জয়ের আদর্শ ও ধ্যান ধারণাকে সন্মান করে। অন্যান্য সহকর্মীদের থেকে মৃত্যুঞ্জয়কে একটু বেশিই ভালোবাসে সে।

বন্ধুর প্রতি তার সহমর্মিতা তাকে আরো বিশেষ করে তুলেছে। মৃত্যুঞ্জয়ের প্রতি তার মৃদু অবজ্ঞা থাকলেও সে যখন মানসিক ভাবে অস্থির হয়ে পরেছে তার পরিবার যখন বিপদে পরেছে তখন নিখিল মৃত্যুঞ্জয়ের ছায়া সঙ্গী হয়ে উঠেছে।

মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করেছে। তাকে সংসারাভিমুখ করতে চেয়েছে। মৃত্যুঞ্জয়ের মানসিক অস্থিরতায় নিখিল কাতর হয়ে পড়েছে। সাময়িক ভাবে সেও দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তার বাস্তব বুদ্ধি, তার দায়িত্ব কর্তব্য বোধ তাকে মৃত্যুঞ্জয়ের মতো অধীর করে তুলতে পারেনি। তাই মৃত্যুঞ্জয় যখন সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছে তখন নিখিল তার সংসারকে সাহায্য করতে আগ্রহী হয়ে উঠেছে এবং বার বার ছুটে গিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে তাদের সকলের খবর নিতে তারা কেমন আছে কি করছে ইত্যাদি জানার জন্য।

আর এভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের পাশাপাশি নিখিল চরিত্রতিও হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যাকে আমরা কেও এড়িয়ে যেতে পারিনা।

 

আরো পড়ুন শব্দার্থ পরিবর্তনের স্বরূপ আলোচনা করো

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিখিলের চরিত্র আলোচনা করো এর এই আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য, এভাবেই www.artsschool.in এর পাশে থেকে সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা নিখিলের চরিত্র আলোচনা করো এর মতো আরো উন্নত মানের Notes বা study material তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা সেগুলো পড়ে সমৃদ্ধ করে তুলতে পারো তোমাদের জ্ঞানের ভাণ্ডার।

 

বিঃদ্রঃ নিখিলের চরিত্র আলোচনা করো এর এই আর্টিকেল নিয়ে যদি তোমাদের কোনো অভিযোগ বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের মেল করো এই ঠিকানায় [email protected]  আমরা যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!