Menu

নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী

বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ(Napoleonic empire and nationalism).

আজকের এই পোস্টটিতে আমরা বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ(Napoleonic empire and nationalism) অর্থাৎ class Nine এর ইতিহাস এর 2nd chapter এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর গুলি নিয়ে আলোচনা করবো, যেগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে চলো পুরো প্রশ্ন ও উত্তর গুলো দেখে নেওয়া যাক –

 

)  নেপোলিয়ন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ই অগাস্ট ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে নেপলিয়ান জন্মগ্রহণ করেন।

)  ফ্রান্সে ডাইরেক্টরি শাসনকালের সময়সীমা উল্লেখ করো।

উঃ ফ্রান্সে ডাইরেক্টরি শাসনকালের সময়সীমা হল ১৭৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৩)  কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়?

উঃ ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়।

৪)  কবে কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয়?

উঃ ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয়।

৫)  পিরামিডের যুদ্ধ ও নীলনদের যুদ্ধে কারা জয় লাভ করে?

উঃ পিরামিডের যুদ্ধে ফ্রান্স ও নীলনদের যুদ্ধে ইংল্যান্ড জয় লাভ করে।

৬) কে, কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান?

উঃ নেপোলিয়ন, ১৭৯৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান।

৭)  কে কবে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করে?

উঃ নেপোলিয়ান ১৮০০ খ্রিস্টাব্দে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করে।

৮)  কে কবে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

উঃ নেপোলিয়ান ১৮০৮ খ্রিস্টাব্দে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।

৯)  কবে কাদের মধ্যে ‘কনকর্ডাট’ বা ‘ধর্ম মীমাংসা’ চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৮০১ খ্রিস্টাব্দে ফরাসি শাসক নোপোলিয়ান ও পোপ সপ্তম পায়াস-এর মধ্যে ‘কনকর্ডাট’ বা ‘ধর্ম মীমাংসা’ চুক্তি সাক্ষরিত হয়।

১০)  কে ‘লিজিয়ন অব অনার’ পুরষ্কার প্রদানের ব্যবস্তা করেন?

উঃ নেপোলিয়ান বনাপার্ট ‘লিজিয়ন অব অনার’ পুরষ্কার প্রদানের ব্যবস্তা করেন?

 

নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ

১১)  ‘আমিই বিপ্লব’ আবার ‘আমিই বিপ্লবকে ধ্বংস করেছি’ এটি কার উক্তি?

উঃ ‘আমিই বিপ্লব’ আবার ‘আমিই বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তিটি নেপোলিয়ানের।

১২)  কবে কাদের নিয়ে ফ্রান্স-বিরোধী দিত্বীয় শক্তিজোট গড়ে ওঠে?

উঃ ১৭৯৯ খ্রিস্তাব্দে(১২ই মার্চ) ইংল্যান্ড, রাশিয়া, অষ্ট্রিয়া, নেপলস, পর্তুগাল ও তুরস্ককে নিয়ে ফ্রান্স-বিরোধী দিত্বীয় শক্তিজোট গড়ে ওঠে।

১৩)  নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন?

উঃ ম্যাসেনা ছিলেন নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি।

১৪)  কে কবে ‘কোড নেপোলিয়ান’ প্রবর্তন করেন?

উঃ ফরাসি সম্রাট নেপোলিয়ান ১৮০৪ খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ান’ প্রবর্তন করেন।

১৫)  কোন গ্রন্থকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়?

উঃ নেপোলিয়ানের আইনসংহিতাকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়।

১৬)  কাকে কেন ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়?

উঃ ফরাসি সম্রাট নেপোলিয়ানকে ‘কোড নেপোলিয়ান’ নামে আইনসংহিতা প্রণয়নের জন্য ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।

১৭) কবে কাদের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে?

উঃ ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড অষ্ট্রিয়া রাশিয়া ও সুইডেনের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে।

১৮)  ট্রাফালগালের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উঃ ট্রাফালগালের যুদ্ধ ১৮০৫ খ্রিস্টাব্দে (২১শে অক্টোবর) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল।

১৯)  নেপোলিয়ন ইউরোপের কোন দুটি দেশের পুনগঠনে সর্বাধিক ভূমিকা নেন?

উঃ জার্মানি ও ইতালি-এই দুটি দেশের পুনগঠনে নেপোলিয়ন সর্বাধিক ভূমিকা নেন।

২০)  কে কাদের ‘দোকানদারের জাত’ বলে বিদ্রুপ করতেন?

উঃ নেপোলিয়ন বোনাপার্ট ইংরেজদের ‘দোকানদারের জাত’ বলে বিদ্রুপ করতেন।

 

গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 পড়ার জন্য এখানে ক্লিক করুন।

 

২১)  কে কবে কার বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন?

উঃ ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন।

২২)  কে, কবে ও কার বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন?

উঃ ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন।

২৩)  টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে 

উঃ ১৮০৭ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রুশ জার প্রথম আলেজান্ডারের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়।

২৪)  বেলেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ হয়।

২৫)  কোন গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের বিবরণ পাওয়া যায়?

উঃ লিও টলস্টয় এর ‘ওয়ার অ্যান্ড পিস’ গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের বিবরণ পাওয়া যায়।

২৬)  রাশিয়া কোন ঘটনার পরিপেক্ষিতে ‘পোড়ামাটি নীতি’ গ্রহন করে?

উঃ রাশিয়া নেপোলিয়নের ফরাসি সেনাবাহিনীর আক্রমণের পরিপেক্ষিতে ‘পোড়ামাটি নীতি’ গ্রহন করে।

২৭)  আর্থার অয়েলেসলি কে ছিলেন?

উঃ আর্থার অয়েলেসলি ছিলেন একজন ব্রিটিশ সেনাপতি।

২৮)  নেপোলিয়ন কবে, কোন সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে জান?

উঃ নেপোলিয়ন ১৮১৪ খ্রিস্টাব্দে ফঁতেনব্লু-এর সন্ধির দ্বারাসিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে জান।

২৯)  ‘শতদিবসের রাজত্ব’ এর সময়কাল উল্লেখ করো?

উঃ ‘শতদিবসের রাজত্ব’ এর সময়কাল হল ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ মার্চ থেকে ২৯ জুন।

৩০)  কবে, কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে?

উঃ ১৮১৫ খ্রিস্টাব্দে (১৮ই জুন) ওয়াটারলু-এর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে।

 

তাহলে এই পুরো আর্টিকেল টিতে আমরা বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেখলাম, এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্ন ও উত্তর পড়ার জন্য রেগুলার ভিসিট করুন https://artsschool.in. ধন্যবাদ।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

বিঃ দ্রঃ এই আর্টিকেলের বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের  পুরো প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বই বা নোট বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!