Menu

পলিস বা নগররাষ্ট্র কী? গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি

পলিস বা নগররাষ্ট্র কী?;  আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের WBCHSE  একাদশ শ্রেণির ইতিহাস সিলেবাস এর অন্তর্গত একটি অধ্যায়  রাজনীতির বিবর্তন  থেকে নেওয়া  গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার উত্তর;  যেটি হল –

প্রশ্নঃ পলিস বা নগররাষ্ট্র কী? গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

উত্তরঃ  গ্রিক শব্দ polis  অর্থাৎ  স্ব-শাসিত  রাষ্ট্রের  বাংলা  অনূদিত রুপ  হল  নগর রাষ্ট্র।  সাধারণভাবে নগর এবং নগর কে ঘিরে গ্রাম অঞ্চল নিয়ে গঠিত এক একটি রাষ্ট্রীয় একক।  গ্রিসের ইতিহাসের ধ্রুপদী যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে এই রাষ্ট্রগুলি পরিণত রূপ লাভ করে।  এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে পলিস বা নগর রাষ্ট্র বলা হয়।

পলিস বা নগররাষ্ট্র কী? গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
পলিস বা নগররাষ্ট্র কী? গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

পলিশ বা নগর রাষ্ট্র গুলির বৈশিষ্ট্যঃ

গ্রিসের নগর রাষ্ট্র গুলির বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যাহার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য গুলো নিম্নে আলোচনা করা হল;

রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যাঃ

গ্রিক নগর রাষ্ট্র গুলির একটি প্রধান বৈশিষ্ট্য হল এগুলো আয়তনে ও লোক সংখ্যায় খুবই ক্ষুদ্র হত।  প্লেটোর রিপাবলিক গ্রন্থে বলেছেন যে একটি আদর্শ পলিশের লোকসংখ্যা হওয়া উচিত 5000 জন।  এছাড়াও অ্যারিস্টোটল বলেছেন যে 10 জন নাগরিক নিয়ে গঠিত পলিশ যেমন স্বয়ংসম্পূর্ণ হতে পারেনা,  তেমনি এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিশ সুদক্ষ শাসন পরিচালনা করতে পারবেনা।

রাজার অনুপস্থিতিঃ

অধিকাংশ পলিসেই রাজতন্ত্র ছিল না।  সেগুলি অভিজাত তান্ত্রিক,  গণতান্ত্রিক,  স্বৈরতান্ত্রিক বিভিন্ন ধরনের হত।  তবে স্পার্টার মতো দু-একটি রাষ্ট্র ছিল এর ব্যতিক্রম।  রাজার অস্তিত্ব থাকলেও সেখানে রাজা প্রত্যক্ষ শাসন পরিচালনার পরিবর্তে সেনাপতি ও পুরোহিত হিসেবে কাজ করতেন।

প্রশাসনে জনগণের অংশগ্রহণঃ  

গ্রিক পলিশ গুলিতে নাগরিকরা শাসন পরিচালনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত।  তবে নাগরিকের প্রশাসনের কাজে অংশ নিতে পারত,  বিদেশি ক্রীতদাস ও মহিলারা নয়।

নিজস্ব গ্রামঃ 

নগররাষ্ট্র ছোট বা বড় শহর হলেও বা নাগরিক সংখ্যা সীমিত হলেও প্রত্যেক নগর রাষ্ট্রেই শস্যের জন্য নিজস্ব গ্রামের ওপর নির্ভরশীল ছিল।  ঐতিহাসিক  জোনস এর কথায় –  অর্থনৈতিক দিক থেকে  পলিস বা নগরগুলি গ্রামের উপর নির্ভরশীল ছিল।

স্বাতন্ত্রঃ

গ্রীষ্মের প্রতিটি পলিস একে অপরের থেকে স্বতন্ত্র ছিল।  প্রতিটি  পলিসের  নিজস্ব সরকার,  সেনাবাহিনী প্রভৃতি থাকতো।  এমনকি পলিস গুলির  পৃথক মুদ্রা ব্যবস্থা এবং মানচিত্র ছিল বলেও ঐতিহাসিক মনে করেন।

সুরক্ষাঃ  

নগররাষ্ট্র গুলি ছিল  দুর্গ দ্বারা সুরক্ষিত  এবং নাগরিক জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য সুবিধাযুক্ত।  এখানে শহরগুলি ছোট হলেও এগুলি ছিল স্বাধীন ও সার্বভৌম রাজনৈতিক অস্তিত্ব যুক্ত।  ঐতিহাসিক ভিক্টর এরেনবার্গ  নগর রাষ্ট্রের ক্ষুদ্র  পরিধির দিকটা বিচার করে একে narrowness of space  বলে অভিহিত করেছেন।

অর্থনৈতিক বৈষম্যঃ  

প্রাচীন গ্রিসের  বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে  অর্থনৈতিক বৈষম্য ছিল প্রখর।  যেমন একদিকে করিন্থ  ও মিলেটাসের মানুষ শিল্প ও বাণিজ্যের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করতো।  অন্যদিকে স্পার্টা, এলিস ও আরকাডিয়ার মানুষ  কৃষি,  যুদ্ধ কর ও মন্দিরে রায়ের ওপর নির্ভরশীল ছিল।

 উপসংহারঃ

এছাড়াও নগর রাষ্ট্রগুলিতে দাস প্রথার মত নেতিবাচক দিকও ছিল।  নগররাষ্ট্র গুলিতে ঐক্যবোধ থাকলেও সামাজিক শ্রেণী বিন্যাস ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট রুপে।

 

Read More: রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর একাদশ শ্রেণী / এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর গুলি এখান থেকে পড়ুন।

 

বিঃদ্রঃ  আমাদের আজকের  আর্ট স্কুল ডট ইন  এর এই আর্টিকেলের  যা কিনা  পলিশ বা নগর রাষ্ট্র কি?  নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো;  উত্তরটি তৈরি করতে  আমাদের কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে।  যদিও যার জন্য আমাদের তরফ থেকে কোন প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে;  তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়।  আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!