Menu

প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ ছোট প্রশ্নোত্তর

প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ; আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় WBBSE BOARD এর মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর, যেখানে আমরা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তুলে ধরার চেষ্টা করেছি যা তোমাদের কাছে বিশেষভাবে কার্যকরী হবে।

তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণএর ছোট প্রশ্নোত্তর গুলি পড়ার আগে একটিবার ভালো করে তোমাদের পাঠ্যবইটি থেকে প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণঅধ্যায়টি ভালো করে পড়ে নিও যাতে প্রতিটি প্রশ্ন ও উত্তর খুব সহজেই বুঝে নিতে পারো।

প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ ছোট প্রশ্নোত্তর
প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ ছোট প্রশ্নোত্তর

তাহলে দেখে নেওয়া যাক প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরগুলিঃ 

 

) বিপ্লব কী?

উঃ দীর্ঘদিন ধরে প্রচলিত কোনো অবস্থার আমূল পরিবর্তনকে বলা হয় বিপ্লব।

) কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ?

উঃ কোল বিদ্রোহের দুজন নেতার নাম বুদ্ধভগত ও জোয়াভগত।

) ‘দিকু’- কারা?

উঃ সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা ‘দিকু’ বলে ডাকত। বিশেষত বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ী প্রমূখকে তারা দিকু বলত।

) উলগুলান শব্দের অর্থ কী?

উঃ উলগুলান শব্দের অর্থ – বিরাট তোলপাড়।

) বিরসা কবে মারা যান?

উঃ বিরসা ১৯০০ খ্রিষ্টাব্দে মারা যান।

) সন্ন্যাসী বিদ্রোহের সূচনা কোথায় হয়?

উঃ সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ঢাকায়।

) ওয়াহাবি কথার অর্থ কী?

উঃ ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ।

) ফরাজি কথাটির অর্থ কী?

উঃ ফরাজি কথাটির অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

) তারিকামহন্মদীয় কথার অর্থ কী?

উঃ তারিকা-ই-মহন্মদীয় কথার অর্থ মহম্মদ প্রদর্শিত পথ।

১০) দাদন কথার অর্থ কী?

উঃ দাদন কথার অর্থ অগ্রিম অর্থ।

আরো পড়ুন ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট গুলি লেখ,মাধ্যমিক ভূগোল

১১) দামিনকোহী কথাটির অর্থ কী?

উঃ দামিন-ই-কোহী কথাটির অর্থ পাহাড়ের প্রান্তদেশ।

১২) ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন?

উঃ ভিল বিদ্রোহের নেতা ছিলেন সেওয়ারাম।

১৩) তিতুমিরের প্রকৃত নাম কি ছিল?

উঃ তিতুমিরের প্রকৃত নাম মীর নিশার আলি।

১৪) সাঁওতাল বিদ্রোহ দমন হয় কবে?

উঃ সাঁওতাল বিদ্রোহ দমন হয় ১৮৫৬ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।

১৫) সাঁওতাল বিদ্রোহকেভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপকে বলেছেন?

উঃ সাঁওতাল বিদ্রোহকে ‘ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ’ বলেছেন সুপ্রকাশ রায়।

১৬) তিতুমিরের সেনাপতির নাম কী ছিল?

উঃ তিতুমিরের সেনাপতির নাম গোলাম মাসুম।

১৭) তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন?

উঃ তিতুমির উত্তর চব্বিশপরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন।

১৮) তিতুমিরের বিরুদ্ধে কে অভিযান চালান?

উঃ তিতুমিরের বিরুদ্ধে লর্ড বেন্টিঙ্ক অভিযান চালান।

১৯) পাইকান জমি কী?

উঃ চুয়াড় উপজাতিরা মেদিনীপুরের রানি শিরোমণির অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। এই কাজের পারিশ্রমিক হিসেবে তারা নিস্কর জমি ভোগ করত, যার নাম ছিল ‘পাইকান জমি’।

২০) ‘হুল’- কী?

উঃ সাঁওতালি ভাষায় বিদ্রোহকে হুল বলে।

আরো পড়ুন ইতিহাসের ধারা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, Madhyamik History

২১) দামিনকোহী কী?

উঃ চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে সাঁওতালরা তাদের নিজ বাসভূমি ত্যাগ করে রাজমহল পাহাড়ের পাদদেশে ভাগলপুর ও বীরভূম এলাকায় বসতি গড়ে তোলে। এই নতুন এলাকার তারা নাম দেয় দামিন-ই-কোহ যার অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ।

২২) সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দান করে কারা?

উঃ সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দান করে সিধু ও কানহু। তাছাড়াও এগিয়ে আসে চাঁদ ও ভৈরব নামে দুই ভাই, বীর সিং, কালো প্রামানিক, ডোমন মাঝি প্রমূখ।

২৩) উলগুলান কী?

উঃ ১৮৯৯-১৯০০ খ্রিষ্টাব্দে রাঁচিতে বিরসা মুন্ডার নেতৃত্বে এক আদিবাসী আন্দোলন শুরু হয় যা মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বা বিরাট বিশৃঙ্খলা নাম পরিচিত হয়।

২৪) পাগলপন্থী বা বাউল ধর্ম কী?

উঃ করিমশাহ নামে জনৈক ফকির গারো ও হাজং উপজাতির গোষ্ঠীর মধ্যে এক নতুন ধর্মমত প্রচার করেন যা  পাগলপন্থী বা বাউল ধর্ম নামে পরিচিত হয়।

২৫) বেএলাকা চাষ বলতে কী বোঝ?

উঃ নিজের মালিকাধীন জমির নীলচাষ নিজ আবাদি বা এলাকা চাষ এবং চাষির জমিতে নীলচাষ রায়তি, দাদনি বা বে-এলাকা চাষ নামে পরিচিত ছিল।

২৬) কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?

উঃ লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

২৭) ভারতে ঔপনিবেশিক অরন্য আইন পাশ হয়েছিল কবে?

উঃ ১৮৬৫ খ্রিষ্টাব্দে ভারতে ঔপনিবেশিক অরন্য আইন পাশ হয়েছিল।

২৮) কেমেদিনীপুরের লক্ষীবাঈনাম পরিচিত?

উঃ মেদিনীপুরের রানি শিরোমণি ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নাম পরিচিত।

২৯) কোল বিদ্রোহ কবে সংঘটিত হয়?

উঃ ১৮৩১-৩২ খ্রিষ্টাব্দে কোল বিদ্রোহ কবে সংঘটিত হয়।

৩০) সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?

উঃ ১৮৫৫ খ্রিষ্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।

আরো পড়ুন বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়

৩১) কবে মুন্ডা বিদ্রোহের সূচনার দিন ধার্য করা হয়?

উঃ ১৮৯৯ খৃষ্টাব্দের ২৪শে ডিসেম্বর মুন্ডা বিদ্রোহের সূচনার দিন ধার্য করা হয়।

৩২) বারাসাত বিদ্রহে কে নেতৃত্ব দেন?

উঃ বারাসাত বিদ্রহে নেতৃত্ব দেন তিতুমির।

৩৩) তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মৈনুদ্দিন।

৩৪) ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়ৎ উল্লাহ।

৩৫) পাগলপন্থী বিদ্রোহের মূল কারন কী ছিল?

উঃ পাগলপন্থী বিদ্রোহের মূল কারন ছিল গারোদের ওপর অর্থনৈতিক শোষণ ও অত্যাচার।

৩৬) তিতুমিরের অনুগামীরা নিজেদের কী নামে অভিহিত করতেন?

উঃ তিতুমিরের অনুগামীরা নিজেদের ‘হেদায়তী’ বলে অভিহিত করতেন।

৩৭) কেবিশে ডাকাতনামে পরিচিত ছিল?

উঃ নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিল।

৩৮) কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়?

উঃ ১৮৯৮ খ্রিষ্টাব্দে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়।

৩৯) কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়?

উঃ ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজ-উদদৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধে পলাশীর যুদ্ধ হয়।

৪০) চুয়াড় বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখ?

উঃ জগন্নাথ সিংহ, দুর্জন সিং, শিরোমণি প্রমূখ ছিলেন চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা।

আরো পড়ুন দশমশ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর মান ৩

৪১) কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়?

উঃ বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে বাঁকুড়া ও মেদিনীপুর জেলার দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়।

৪২) ‘খুঁৎকাঠিপ্রথা কী?

উঃ মুন্ডা সমাজে কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা ‘খুঁৎকাঠি’ প্রথা নামে পরিচিত।

৪৩) সন্ন্যাসী ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?

উঃ সন্ন্যাসী ফকির বিদ্রোহে নেতৃত্ব দেন ভবানী পাঠক,চিরাগ আলি, মজনু শাহ প্রমূখ।

৪৪) ফরাজি আন্দোলন কী?

উঃ ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে হাজি শরিয়ৎ উল্লাহের নেতৃত্বে উনিশ শতকে বাংলায় যে আন্দোলন গড়ে ওঠে তা ফরাজি আন্দোলন নামে পরিচিত।

৪৫) কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন?

উঃ নদীয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ১৮৫৯ খ্রিষ্টাব্দে চাষিদের ঐক্যবদ্ধ করে নীলচাষ বয়কটের মাধ্যমে নীল বিদ্রোহের সূচনা করেন।

আরো পড়ুন Madhyamik English Syllabus 2021

আরো পড়ুন “বায়ুমণ্ডল” মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ এর ছোট প্রশ্নোত্তরের আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই www.artsschool.in এর এই ব্লগের পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমারা প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ এর মতো প্রয়োজনীয় Notes বা প্রশ্নোত্তর গুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি।

প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ এর ছোট প্রশ্নোত্তরের আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনো রকম জিজ্ঞাসা বা অভিযোগ থেকে থাকে তবে আপাদের জানান ইমেল এর মাধ্যমে। আমাদের ইমেল এর ঠিকানা হল – [email protected] Thank You. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!