Menu

বাংলা সাহিত্যে চৈতন্য দেব এর গুরুত্ব আলোচনা করো

বাংলা সাহিত্যে চৈতন্য দেব; আজকে আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় তোমাদের মানে একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত চৈতন্য জীবনী কাব্যের বাঙালির সমাজ এবং সাহিত্যে চৈতন্য দেবের আবির্ভাব এর গুরুত্ব আলোচনা করো প্রশ্নটির ব্যাখ্যামূলক উত্তর; তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে বাংলা সাহিত্যে চৈতন্য দেব  এর এই আর্টিকেলটি পুরোপুরি পড়ে নিও এবং যদি সম্ভব হয় তোমাদের নোটবুকে আর্টিকেলটি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে নোট করে নিও।

 

 চৈতন্য জীবনী কাব্য – একাদশ শ্রেণি – বাংলা সাহিত্যের ইতিহাস

 বাংলা সাহিত্যে চৈতন্য দেব

 

)বাঙালির সমাজ এবং সাহিত্যে চৈতন্য দেবের আবির্ভাব এর গুরুত্ব আলোচনা করো.

উত্তরঃ পঞ্চদশ শতাব্দীর শেষভাগে চৈতন্য দেবের আবির্ভাব (১৪৮৬-১৫৩৩) বাঙালির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আধুনিক ঐতিহাসিকগন সেই যুগকে রেনেসাঁস বলে উল্লেখ করেছেন। জাতি-ধর্ম-বর্ণ দ্বারা বিভাজিত ও অধঃপতিত সমাজকে তিনি একক ব্যক্তিত্বে উদ্ধার করেছিলেন। অস্পৃশ্যতা ও অন্ধ কুসংস্কার থেকে তিনি বাঙালি জাতিকে জীবনের মুক্তধারায় নিয়ে এসেছিলেন।

বাংলা সাহিত্যে চৈতন্য দেব এর গুরুত্ব
বাংলা সাহিত্যে চৈতন্য দেব এর গুরুত্ব

চৈতন্যদেব সব ধর্মের ঊর্ধ্বে স্থান দিয়ে ছিলেন মানবধর্ম কে।  তার কাছে ব্রাহ্মণ আর  চন্ডালের  কোন প্রভাব ছিলনা।  তাই চৈতন্য দেবের আবির্ভাব ও মহিমা এক সমাজ বিপ্লবের সঙ্গে তুলনীয়।  সামাজিক বৈষম্য ও অনাচারের বিরুদ্ধে তিনি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করেছিলেন।  তার আন্দোলনের অস্ত্র ছিল ভক্তি ও প্রেম।

বাংলা সাহিত্যে চৈতন্য দেব এর প্রভাবঃ

বাংলা সমাজের মত বাংলা সাহিত্যের মহাপ্রভু চৈতন্যদেবের প্রভাব অপরিসীম।  তার আবির্ভাব এর পূর্বে বৈষ্ণব পদাবলী ও মঙ্গলকাব্য ছিল বাংলা সাহিত্যের প্রধান শাখা।  তার আবির্ভাব এর পরে বাংলা সাহিত্যের সব শাখাতেই তার গভীর প্রভাব লক্ষ্য করা যায়।  তাই চৈতন্য পূর্ব চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে পার্থক্য সুস্পষ্ট।

চৈতন্যদেবের  জীবনের মধ্যে কবিরা একই সঙ্গে পরমাত্মা শ্রীকৃষ্ণ  এবং জিবাত্মা রাধিকার মূর্তি লক্ষ করেছেন।  তাকে কেন্দ্র করে রচিত হয়েছে গৌরচন্দ্রিকা পদাবলী।  চৈতন্যদেবের  সুস্পষ্ট প্রভাব রয়েছে চৈতন্য জীবনী সাহিত্য।  প্রকৃতপক্ষে বাংলা জীবনী সাহিত্যের সূচনা হয় তাকে কেন্দ্র করে।

বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ কবিদের দ্বারা রচিত চৈতন্য জীবনী কাব্য গুলির বাংলা সাহিত্যে মহামূল্যবান সম্পদ। এই গ্রন্থ গুলি একাধারে মহাপ্রভুর জীবনী ও তৎকালীন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবনের নির্ভরযোগ্য দলিল হয়ে উঠেছে,  শুধু তাই নয় চৈতন্য দেবের আবির্ভাব এর পরে বাংলা সাহিত্যের সকল শাখায় কমবেশি তার প্রভাব পড়েছে।  এমনকি অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে বাঙালি জীবন ও সাহিত্য সংস্কৃতিতে তার ব্যক্তিত্বের প্রভাব লক্ষ্য করা যায়।

 

আরো পড়ুনঃ প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর

 

N:B আমাদের আজকের এই বাংলা সাহিত্যে চৈতন্য দেব এর অন্তর্গত  বাঙালির সমাজ এবং সাহিত্যে চৈতন্য দেবের আবির্ভাব এর গুরুত্ব আলোচনা করো  প্রশ্নটির  উত্তর তৈরি করার জন্য আমাদের কিছু পাঠ্যবইয়ের সাহায্য নিতে হয়েছে,  তাই  এই আর্টিকেলটি বা প্রশ্নটির উত্তর নিয়ে  আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়।

আর হ্যাঁ  এভাবেই আমাদের ব্লগ https://artsschool.in  এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিও  যাতে ভবিষ্যতে আমরা  বাঙালির সমাজ এবং সাহিত্যে চৈতন্য দেবের আবির্ভাব এর গুরুত্ব আলোচনা করো –  এর মত আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি।  ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!