Menu

বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর – মাধ্যমিক ভূগোল।

বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর; আজকের আমাদের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর গুলি যা তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে; সুতরাং পুরো আর্টিকেলটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে পরে নিও।

মাধ্যমিক ভূগোল – প্রাকৃতিক ভূগোল – বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর।

বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তরঃ

 

১) এরোসেল কাকে বলে?

উত্তরঃ বায়ুর ভাসমান ধূলিকণা সাধারণত এরোসেল নামে পরিচিত।

২) বায়ুমণ্ডলের কোন স্তরকে সমমণ্ডল বলে?

উত্তরঃ বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার স্তরকে সমমণ্ডল বলা হয়ে থাকে।

৩) নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তরঃ নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা ১৬ থেকে ১৮ কিলোমিটার।

৪) ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?

উত্তরঃ ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে মাপা হয়।

৫) ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট কত?

উত্তরঃ ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধি / ৬.৪ ডিগ্রি হ্রাস।

৬) বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কী?

উত্তরঃ বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড।

৭) লা-নিনা শব্দের অর্থ কী?

উত্তরঃ লা নিনা শব্দের অর্থ ছোট্ট বালিকা।

৮) কোন জলবায়ু অঞ্চলে দৈনিক তাপমাত্রার প্রসর সর্বাধিক?

উত্তরঃ মরু জলবায়ু অঞ্চলে দৈনিক তাপমাত্রার প্রসর সর্বাধিক।

 

আরো পড়ুন মাধ্যমিক ইতিহাস; অষ্টম অধ্যায়ঃ উত্তর ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের প্রথম পর্ব- উত্তর ঔপনিবেশিক ভারত প্রশ্নোত্তর

 

৯) দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমন্ডলকে কী বলে?

উত্তরঃ দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমন্ডলকে উষ্ণমণ্ডল বলা হয়ে থাকে।

১০) প্রশান্ত মহাসাগরীয় পূর্ব উপকূলবর্তী অঞ্চলে খরা সৃস্থির জন্য দায়ী কে?

উত্তরঃ লা-নিনা প্রশান্ত মহাসাগরীয় পূর্ব উপকূলবর্তী অঞ্চলে খরা সৃস্থির জন্য দায়ী।

১১) বায়ুর চাপ মাপার একক কী?

উত্তরঃ বায়ুর চাপ মাপার একক হল মিলিবার।

১২) অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয়।

১৩) আল্পসের অনুবাত ঢালে প্রবাহিত বায়ুকে কী বলে?

উত্তরঃ আল্পসের অনুবাত ঢালে প্রবাহিত বায়ুকে ফন বলা হয়।

১৪) পর্বতের গা বেয়ে উপত্যকায় নেমে আসে যে বায়ু তার নাম কী?

উত্তরঃ পর্বতের গা বেয়ে উপত্যকায় নেমে আসা বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে।

১৫) Doctor’s Wind কোন বায়ুকে বলা হয়?

উত্তরঃ হারমাট্রান বায়ুকে বলা হয় Doctor’s Wind.

১৬) বায়ুর গতিবেগ মাপার এককের নাম কী?

উত্তরঃ বায়ুর গতিবেগ মাপার একক হল নট।

 

আরো পড়ুন ভারতের কৃষি-শিল্প সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – মাধ্যমিক ভূগোল (অর্থনৈতিক)

 

১৭) বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তরঃ বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম সাইক্লোন।

১৮) বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না কোন অঞ্চলে?

উত্তরঃ নিরক্ষীয় শান্ত বলয়ে বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না।

১৯) একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর নাম লেখো?

উত্তরঃ একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ু হল মৌসুমি বায়ু।

২০) কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টিপাত বলে?

উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিকে সীমান্ত বৃষ্টিপাত বলে।

২১) পর্বতের কোন ঢালে শৈলৎক্ষেপ বৃষ্টিপাত হয়?

উত্তরঃ পর্বতের প্রতিবাত ঢালে শৈলৎক্ষেপ বৃষ্টিপাত হয়।

২২) কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না?

উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না।

২৩) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ কী?

উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ জলপাই।

২৪) তুন্দ্রা অঞ্চলের বেশিরভাগ অধঃক্ষেপন কীরূপে হয়?

উত্তরঃ তুন্দ্রা অঞ্চলের বেশিরভাগ অধঃক্ষেপন তুষারপাত রূপে হয়।

২৫) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহকে বজায় রাখতে কে সাহায্য করে?

উত্তরঃ জেট বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহকে বজায় রাখতে সাহায্য করে।

 

আরো পড়ুন টীকা লেখোঃ বসু বিজ্ঞান মন্দির।

 

অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর গুলি পড়ার জন্য যা তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হবে, এভাবেই চিরদীন www.artsschool.in এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর এর মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি।

বিঃদ্রঃ বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু শিক্ষকের পরামর্শে এবং তার সঙ্গে কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নেওয়া হয়েছে, তাই বায়ুমণ্ডল অধ্যায়ের ছোটো প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!