মালভূমির গুরুত্ব (Importance of Plateaus); আজকের আমাদের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য বিশেষত WBBSE BOARD এর নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তুলে ধরেছি প্রাকৃতিক ভূগোলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রস্ন এবং তার উত্তর যা হল মালভূমির গুরুত্ব (Importance of Plateaus). চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয় যা হল মালভূমির গুরুত্ব।
মালভুমির গুরুত্ব জানার আগে আমাদের একটু মালভূমি সম্পর্কে জেনে নেওয়া দরকার, তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই মালভূমি কাকে বলে?
মালভূমিঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের বেশি উঁচু বহুদূর বিস্তৃত, উপরিভাগ মৃদু ঢেউখেলানো চারিদিক খাড়া ঢালযুক্ত ভূমিভাগকে মালভূমি বলা হয়। আর মালভূমির উপরিভাগ সমতল এবং চারিদিক খাড়া ঢাল যুক্ত হওয়ায় একে টেবিল ল্যান্ড ও বলা হয়ে থাকে।
মালভূমির গুরুত্ব (Importance of Plateaus) আলোচনা করো এবং বিষদে লেখ।
মানব জীবনে এবং পরিবেশের উপর মালভূমির একাধিক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেগুলি নিম্নে বিষদে আলোচনা করা হল-
১) নদীর উৎসঃ
মাঝারি উঁচু এবং সুবিস্তৃত উচ্চভূমির ওপর অধক্ষেপনের কারনে অনেক নদী সৃষ্টি হয়। মালভূমি থেকে সৃষ্ট বেশিরভাগ নদী অনিত্যবহ হয় কারণ এখানে বর্ষাকাল ছাড়া বছরের বেশিরভাগ সময় তেমন বৃষ্টি হয় না যার ফলে নদীগুলিতে সারাবছর জল থাকে না।
২) জলবিদ্যুৎ উৎপাদনঃ
ব্যাসল্ট শিলায় গঠিত মালভূমির ধাপের ওপর দিয়ে নদী প্রবাহের সময় জলের গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয় কারণ এখানকার নদীগুলির বেশিরভাগই খরস্রোতা হয়। আর ব্যাসল্ট শিলায় গঠিত হওয়ায় নদীতে পলির পরিমাণও কম থাকে।
৩) খনিজ ভাণ্ডারঃ
আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। পর্বতবেষ্টিত মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হওয়ায় এই মালভূমি জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার হিসাবে পরিচিত।
৪) বনজ সম্পদঃ
মালভূমিতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের কাঠ ও অন্যান্য বনজ সম্পদ পাওয়া যায়।
৫) নির্মাণকাজঃ
ভূমির উচ্চতা বেশি থাকায় মালভূমিতে ঘন অরণ্য সৃষ্টি হয়। ক্রান্তীয় মণ্ডলের দেশে লাভাগঠিত মালভূমি গুলিকে ডিনামাইটের সাহায্যে ফাটিয়ে সৃষ্ট স্টোন চিপস নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে।
৬) কৃষিকাজঃ
মালভূমির মাটি খনিজ সমৃদ্ধ হওয়ায় জলসেচের সাহায্যে গম ও বার্লির চাষ হয় এবং জলসেচহীন অঞ্চলে জোয়ার বাজরা ও রাগির চাষ করা হয়। সর্বোপরি ভারতের দাক্ষিণাত্যের মালভূমির কৃষ্ণ মৃত্তিকা যাকে রেগুর মাতিও বলা হয়ে থাকে তুলো চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী।
৭) বসতিঃ
ক্রান্তীয় মণ্ডলের উঁচু মালভূমি গুলিতে মনোরম জলবায়ুর জন্য জনসমাবেশ দেখা যায়। বিভিন্ন খনিজ উত্তোলনকে কেন্দ্র করে পরিবহন এবং বসতির উন্নয়ন দেখা যায়।
আরো পড়ুন পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ গুলি আলোচনা করো
অবশেষে আপানকে/ তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আর্টস স্কুল ডট ইনের এই মালভূমির গুরুত্ব (Importance of Plateaus) এর পুরো আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই আমাদের পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা এর মতো নবম শ্রেণীর ছাত্রদের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি।
বিঃদ্রঃ মালভূমির গুরুত্ব (Importance of Plateaus) এর এই নোটসটি তৈরি করতে আমাদের কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নিতে হয়েছে, তাই আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোণো সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেল এর ঠিকানা [email protected]