Menu

শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন

শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় wbchse এর একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান/Education এর প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আগামী পরিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি  –

শিক্ষাবিজ্ঞান / Education, Class XI

শিক্ষার ধারণা  লক্ষ (প্রথম অধ্যায়)

 

প্রশ্নঃ  শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করো?

 

শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধানঃ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল আমাদের পরিবেশের সাথে অভিযোজন করতে বা মানিয়ে চলতে সাহায্য করা। বিখ্যাত শিক্ষাবিদ Henry বলেছেন যে, শিক্ষাই আমাদেরকে এক উন্নত শ্রেণির অভিযোজন ক্ষমতা দিয়েছে যার সাহায্যে আমরা ভাবগত, বুদ্ধিগত এবং অনুভূতিগত পরিবেশের সাথে সুনিশ্চিত ভাবে সংগতি বিধান করে চলতে পারি। মানুষকে মূলত তিন ধরনের পরিবেশের সাথে অভিযোজন করতে হয়, যথা-

১. প্রাকৃতিক পরিবেশ।
২. সামাজিক পরিবেশ।
৩. মানসিক পরিবেশ।

 

তাহলে চলো এবারে আমরা এই সমস্ত পরিবেশ গুলি সম্পর্কে বিশদভাবে জেনে নিই-

 

 1. প্রাকৃতিক পরিবেশঃ

প্রাকৃতিক পরিবেশের সাথে সঠিকভাবে সংগতি বিধানের ওপরেই মানুষের অস্তিত্ব নির্ভর করে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে শিক্ষা। মানুষ তার জ্ঞান, বুদ্ধি ও দক্ষতার সাহায্যে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। একেই প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজন বলে।

2. সামাজিক পরিবেশঃ

মানুষ সামাজিক জীব। সমাজেই তার জন্ম, বৃদ্ধি ও বিকাশ। সার্থকভাবে বেঁচে থাকতে হলে ব্যক্তিকে পরিবর্তনশীল সমাজের সাথে মানিয়ে চলতে হয়। তাকে সমাজের বিভিন্ন রীতিনীতি, আচার-আচরন, চিন্তাভাবনা, অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের সাথে অভিযোজন করতে হয়। এই ক্ষেত্রেই সাহায্য করে শিক্ষা।

3. মানসিক পরিবেশঃ

শিক্ষার্থীকে নিজের মানসিক পরিবেশের সাথেও সংগতি বিধান করতে হয়। ব্যক্তি যদি তার মন জগৎ এর আশা আকাঙ্খা, পছন্দ অপছন্দ, কামনা বাসনা, বুদ্ধি আবেগ প্রভৃতির সাথে মানিয়ে চলতে পারে তাহলে সেই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর তা না পারলে সৃষ্টি হয় মানসিক জটিলতা এবং অন্তঃদ্বন্দ্ব। তাই মানসিক পরিবেশের সাথে সংগতি বিধানও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য।

বিভিন্ন শিক্ষা লব্ধ অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে মানুষ এইসব পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে এবং বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। তাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল পরিবেশের সাথে সংগতি বিধান বা অভিযোজন.

 

Read More সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ? / শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখ?

 

অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন প্রশ্নের উত্তরটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চীরদিন আর্টসস্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে আমরা ভবিষ্যতে এই  প্রশ্নের উত্তরটির মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা সেগুলো পরে তোমাদের একাদশ শ্রেণির পরিক্ষার জন্য তৈরি হতে পারো।

 

বিঃ দ্রঃ এই প্রশ্নের উত্তরটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক দের পরামর্শ নিয়ে এবং এর সাথে কিছু পাঠ্য বইয়ের ও সাহায্য নেওয়া হয়েছে। যদিও শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তাই শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন প্রশ্নের উত্তরটি নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের জানান ইমেল করে, [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!