সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণঃ আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল WBBSE Board এর অন্তর্গত মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধের ঠিক ১০০ বছর পর ১৮৫৭ মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ হয়। এই সময় সরা ভারত জুড়ে বিভিন্ন সভাসমিতি গড়ে উঠতে থাকে, যার জন্য অনেকেই ১৮৫৭ থেকে পরবর্তী সময়কে সভাসমিতির যুগ বলেও উল্লেখ করেছেন। একই সঙ্গে এই সময়েই শুরু হয় লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ।
তবে আজকের আর্টিকেলে আমরা সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর অধ্যায় নিয়ে বিষদ আলোচনা না করে এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে তোমাদের কাছে আবেদন সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরগুলি পড়ার আগে একটি বার তোমাদের পর্ষদ নির্দেশিত পাঠ্য বইটি থেকে একটি বার সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়টি ভালো করে পড়ে নিও, যাতে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর একটিও প্রশ্ন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়
সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
তাহলে দেখে নেওয়া যাক সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার উত্তর
১) সিপাহি বিদ্রোহ কবিতাটি কার লেখা?
উঃ সিপাহি বিদ্রোহ কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা।
২) সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উঃ সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
৩) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
৪) মহারানীর ঘোষণাপত্রের একটি সুপারিশ লেখো।
উঃ মহারানীর ঘোষণাপত্রের একটি সুপারিশ হল, ডালহৌসির স্বত্ববিলোপ নীতি পরিত্যক্ত করা।
৫) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ১৮৪১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৬) সিপাহি বিদ্রোহ কবে সংঘটিত হয়?
উঃ ১৮৫৭ খ্রিষ্টাব্দে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।
৭) ‘বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটির’ সভাপতি কে ছিলেন?
উঃ ‘বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটির’ সভাপতি ছিলেন জর্জ টমসন।
আরো পড়ুন শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ছোট প্রশ্নোত্তর
৮) জাতীয় পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ জাতীয় পত্রিকা নবগোপাল মিত্র প্রকাশ করেন।
৯) ইন্ডিয়ান লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৫ খ্রিষ্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।
১০) ভারতসভা কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ভারতসভা ১৮৭৬ খ্রিষ্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।
১১) ‘স্যারেন্ডার নট’ নামে কে পরিচিত ছিলেন?
উঃ ‘স্যারেন্ডার নট’ নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১২) গোরা উপন্যাসটির লেখক কে?
উঃ গোরা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩) বর্তমান ভারত গ্রন্থটির লেখক কে?
উঃ বর্তমান ভারত গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ।
১৪) হিন্দুমেলা কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ হিন্দুমেলা নবগোপাল মিত্র ১৮৬৭ খৃষ্টাব্দে প্রতিষ্ঠা করেন।
১৫) পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ পুনা সার্বজনিক সভাটি বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন।
আরো পড়ুন ফরাসি বিপ্লব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১৬) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন কে?
উঃ বিনায়ক দামোদর সাভারকর ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন।
১৭) ‘হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উঃ ‘হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ গ্রন্থটি রমেশচন্দ্র মজুমদারের লেখা।
১৮) সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনের দায়িত্ব কে গ্রহন করে?
উঃ সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনের দায়িত্ব ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া গ্রহন করেন।
১৯) ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি?
উঃ জমিদার সভা হল ভারতের প্রথম রাজনৈতিক সমিতি।
২০) ‘বন্দেমাতরম’ ধ্বনিটি কোন উপন্যাস থেকে নেওয়া?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে ‘বন্দেমাতরম’ ধ্বনিটি নেওয়া হয়েছে।
২১) কবে মহারানীর ঘোষণাপত্রটি ঘোষিত হয়েছিল?
উঃ ১৮৫৮ খ্রিস্টাব্দের ১লা নভেম্বরে মহারানীর ঘোষণাপত্রটি ঘোষিত হয়েছিল।
২২) জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উঃ জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
২৩) ‘ভারতমাতা’ ছবিটি কে এঁকেছিলেন?
উঃ ‘ভারতমাতা’ ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
২৪) কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলে অভিহিত করেছেন?
উঃ কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন।
২৫) মহাবিদ্রোহ দমনের পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
উঃ মহাবিদ্রোহ দমনের পর দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়।
আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021
২৬) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন?
উঃ বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।
২৭) কে মহাবিদ্রোহকে ‘রাজনৈতিক ধাপ্পা’ বলেছেন?
উঃ বিপিনচন্দ্র পাল মহাবিদ্রোহকে ‘রাজনৈতিক ধাপ্পা’ বলেছেন।
২৮) প্রথম কোথায় মহাবিদ্রোহের সূচনা ঘটে?
উঃ মিরাটের ক্যান্টনমেন্টে মহাবিদ্রোহের সূচনা ঘটে।
২৯) কোন কোন প্রেসিডেন্সিতে মহাবিদ্রোহের প্রভাব অনুভব করা যায়নি?
উঃ বাংলা, বোম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সিতে মহাবিদ্রোহের প্রভাব অনুভব করা যায়নি।
৩০) কালা আইন কী?
উঃ মাতৃভাষা সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ১৮৭৮) ও অস্ত্র আইন হল কালা আইন।
৩১) কবে রেগুলেশন অ্যাক্ট প্রবর্তিত হয়?
উঃ ১৮২৮ খ্রিষ্টাব্দে রেগুলেশন অ্যাক্ট প্রবর্তিত হয়।
আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী
৩২) জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
৩৩) কার আমলে ইলবার্ট বিল তৈরি হয়?
উঃ লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল তৈরি হয়।
৩৪) কার আমলে মাতৃ ভাষায় সংবাদপত্র আইন পাস হয়?
উঃ বড়োলাট লিটনের আমলে মাতৃ ভাষায় সংবাদপত্র আইন পাস হয়।
৩৫) ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারন কী ছিল?
উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারন ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন।
৩৬) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
উঃ মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ।
আরো পড়ুন আবহবিকার, ক্লাস নাইন, ছোট প্রশ্ন ও উত্তর
৩৭) ১৮৫৭ খ্রিষ্টাব্দে বিদ্রোহীরা কাকে ‘ভারত সম্রাট’ বলে ঘোষণা করে?
উঃ সিংহাসনচ্যুত মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ১৮৫৭ ১৮৫৭ খ্রিষ্টাব্দে বিদ্রোহীরা ‘ভারত সম্রাট’ বলে ঘোষণা করে।
৩৮) কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উঃ ‘ভারত শাসন আইন’ (১৮৫৮) এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
৩৯) হিন্দু মেলার অপর নাম কী?
উঃ হিন্দু মেলার অপর নাম চৈত্রমেলা।
৪০) কোন গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
উঃ আনন্দমঠ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত।
৪১) রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?
উঃ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম ‘উদ্বোধন’।
৪২) কোন সময়কে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে?
উঃ ঊনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে।
আরো পড়ুন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভুমিকা বা অবদান লেখ
অবশেষে আপ্নাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরের আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চিরকাল www.artsschool.in এর পাশে থেকে সর্বদা তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতেসংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরগুলির মতো আরো নোটস তোমাদের সামনে তুলে ধরতে পারি।
বিঃ দ্রঃ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। যদিও শিক্ষকদের পরামর্শ নেওয়া হয়ে গেছে কিন্তু প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া সম্ভব হয়নি। সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনো অভিযোগ বা জিজ্ঞাসা থাকে তবে ইমেল করুন আমাদের। আমাদের ইমেল এর ঠিকানা- [email protected]