Menu

সবুজ বিপ্লব বলতে কি বোঝ? মাধ্যমিক ভূগোল

Wbbse Board নির্দেশিত মাধ্যমিকের ভূগোলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারতের অর্থনৈতিক পরিবেশ। আর এই অধ্যায়ের একটি অংশ হল কৃষিকাজ। আর ভারতের কৃষিকাজ সন্মন্ধে পরতে হলে আমাদের যেই বিষয়টি অবশ্যই জানা দরকার সেটি হল সবুজ বিপ্লব এবং ভারতের কৃষিতে এর প্রভাব।

সবুজ বিপ্লব কি বা সবুজ বিপ্লব বলতে কি বোঝঃ

বিপ্লব বলতে আমরা বুঝি যে কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত পরিবর্তন। এককথায় যদি বলতে হয় তাহলে বলবো কৃষিতে উন্নত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যে আমূল পরিবর্তন ঘটে তাকেই সাধারণত সবুজ বিপ্লব বলা যেতে পারে। তবে আজকে আমারা ভারতীয় কৃষির ইতিহাসে সবুজ বিল্পব বলতে কি বোঝানো হয় বা কাকে বলা হয় সেই সন্মন্ধে জানবো

স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে ভারতে কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলগ ও ভারতীয় কৃষিবিজ্ঞানীদের সহায়তায় কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লব নামে পরিচিত। ভারতের সবুজ বিল্পব এর জনক নামে পরিচিত Dr.M.S. Swaminathan.

সবুজ বিপ্লবের সুত্রপাতঃ

উত্তর পূর্ব ভারতে গম উৎপাদনের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। এবং ধীরে ধীরে সমগ্র ভারতে এর প্রভাব বিস্তৃত হয়।

সবুজ বিপ্লব কাকে বলে ভারতীয় কৃষিতে এর প্রভাব আলোচনা করো।
সবুজ বিপ্লব কাকে বলে ভারতীয় কৃষিতে এর প্রভাব আলোচনা করো।

সবুজ বিপ্লব এর শর্তঃ

সবুজ বিপ্লব ঘটানোর জন্য তৎকালীন কৃষি বিজ্ঞানীরা চাষিদের কিছু অত্যাবশ্যক শর্ত পালনের নির্দেশ দিয়েছিলেন। যেগুলি হল – উচ্চফলনশীল বীজের ব্যবহার, উন্নত জলসেচের ব্যবস্থা করা, উন্নত মানের রাসায়নিক সার ও কীটনাশক এর ব্যবহার, সঠিক উপায়ে ভুমির সংস্কার করা, সরকারকে কৃষিতে ঋণ দিতে হবে যাতে কৃষকদের মূলধনের কোনো অভাব না হয় এবং সর্বোপরি কৃষি কৃষিকাঠামোর উন্নতি ইত্যাদি।

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব এর প্রভাবঃ

১৯৬০ এর দশকে উচ্চফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচ, ভূমিসংস্কার, ব্যাংকিং ব্যবস্থার প্রসার ইত্যাদির মধ্যে দিয়ে প্রথমে পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যে গম উৎপাদনকে দিয়ে সবুজ বিপ্লব এর সূচনা হয়। এবং পরবর্তীতে ধীরে ধীরে সমস্ত ফসলের ওপর এই সবুজ বিপ্লবের প্রভাব ছড়িয়ে পরতে থাকে। ফল স্বরূপ ১৯৬০ সালের পর থেকে বর্তমান পর্যন্ত সকল ফসলের উৎপাদন বেড়েছে ৪ থেকে ৬ গুন। তাই পাঞ্জাব ও হরিয়ানার গ্রামগুলি অত্যন্ত সমৃদ্ধ এবং দুই রাজ্যের অর্থনীতির ভিত বেশ মজবুত।

এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ দিক  রয়েছে এই সবুজ বিপ্লব এর। এর ফলে একদিকে যেমন খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পায় তেমনি কৃষকদের অবস্থারও উন্নতি ঘটে। কৃষিক্ষেত্রে পোকামাকড়ের উৎপাতও অনেক কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিদেশ থেকে খাদ্যশস্যের আমদানি বন্ধ হয় এবং দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভর হয়ে ওঠে।

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব এর  নেতিবাচক প্রভাবঃ

প্রত্যেক আলোর যেমন একটা অন্ধকার দিক থাকে তেমনি সবুজ বিপ্লবের কিন্তু একটা খারাপ প্রভাবও ভারতীয় কৃষিতে লক্ষ করা যায়। একদিক যেমন ফল ৪থেকে ৬ গুন বৃদ্ধি পেয়েছে তেমনি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের ক্ষতিকর প্রভাব আজকে বোঝা যাচ্ছে। এছাড়াও কৃষিক্ষেত্রে কীটনাশকসহ নানারকম ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে উদ্ভিদ বন্ধু অনেক কীট পতঙ্গ বা পাখি বিলুপ্ত হয়ে গেছে। অত্যধিক হারে সার ও কীটনাশকের ব্যবহারের ফলে দূষিত হয়েছে ভূগর্ভস্থ জল। উন্নত মানের নতুন নতুন বীজের ব্যবহারের ফলে অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদ জিন হারিয়ে গেছে যার প্রভাব দেখা গেছে সরাসরি ভারতীয় কৃষি ব্যবস্থার ওপর।

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক যা প্রভাবই থাকুক না কেন নেতিবাচক থেকে ইতিবাচক প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ, যা ভারতীয় কৃষকদের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসে। তায়  সবুজ বিপ্লব এর গুরুত্বকে আমারা কখনোই অস্বীকার করতে পারি না।

 

আরো পড়ুন শিল্প গড়ে ওঠার কারণ গুলি বিষদে আলোচনা করো

আরো পড়ুন প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ঠ ও বিশ্লেষণ ছোট প্রশ্নোত্তর

আরো পড়ুন ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট গুলি লেখ,মাধ্যমিক ভূগোল

আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম জিজ্ঞাসা বা অভিযোগ থেকে থাকে তবে অবশ্যই জানান আপনাদের কথা ইমেল এর মাধ্যমে। আমাদের ইমেল এর ঠিকানা [email protected] 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!