Menu

আঞ্চলিক শক্তির উত্থান অষ্টম শ্রেণীর ছোট প্রশ্ন ও উত্তর

আঞ্চলিক শক্তির উত্থান অষ্টম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আমরা এই আর্টিকেলে এই আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো যা তোমাদের কাছে বিশেষ গুরুত্ব রাখবে।

আঞ্চলিক শক্তির উত্থান গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর

 

১) মুর্শিদকুলি খান কত খ্রিষ্টাব্দে মারা যান?

উঃ মুর্শিদকুলি খান মারা যান ১৭২৭ খ্রিষ্টাব্দে।

২) আলিবর্দি খান কত খ্রিষ্টাব্দে মারা যান?

উঃ আলিবর্দি খান মারা যান ১৭৫৬ খ্রিষ্টাব্দে।

৩) বক্সারের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে ও কাদের মদ্ধে ঘটেছিল?

উঃ ১৭৬৪ খ্রিষ্টাব্দে মীরকাসিম এবং ইংরেজদের    সঙ্গে বক্সারের যুদ্ধ হয়েছিল।

৪) সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ সিপাহী বিদ্রোহ ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।

আঞ্চলিক শক্তির উত্থান
আঞ্চলিক শক্তির উত্থান

৫) সিরাজদ্দৌলার প্রধান সেনাপতির নাম কি ছিল?

উঃ সিরাজদ্দৌলার প্রধান সেনাপতির নাম মীরজাফর।

৬) কোলকাতার পূর্ব নাম কি ছিল?

উঃ কোলকাতার পূর্ব নাম কি ছিল আলিনগর(সিরাজদ্দৌলা নামকরণ করেন)

৭) কত খ্রিঃ দেওয়ানি লাভ ঘটে এবং কার কাছ থেকে ইংরেজরা এই দেওয়ানি লাভ করেন?

উঃ ১৭৬৫ খ্রিঃ, মুঘল সম্রাট দ্বিতীয় সাহ আলমের কাছ থেকে।

৮) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিঃ ঘটেছিল?

উঃ ১৭৭০ খ্রিঃ (১১৭৬ বঙ্গাব্দে)ছিয়াত্তরের মন্বন্তর  ঘটেছিল।

৯) স্বাধীন বাংলা রাজ্য কে প্রতিষ্ঠা করেন?

উঃ স্বাধীন বাংলা রাজ্য প্রতিষ্ঠা করেন মুর্শিদকুলি খান।

Some aspects of the French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক 

১০) আলিনগরের সন্ধি কাদের মধ্যে ঘটেছিল?

উঃ আলিনগরের সন্ধি সাক্ষরিত হয় সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে।

১১) ছিয়াত্তরের মনমন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন?

উঃ ছিয়াত্তরের মনমন্তরের সময় বাংলার নবাব  ছিলেন নজম-উদ-দ্দৌলা।

১২) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা মতান্তরে মীরকাশীম।

১৩) সিরাজের কোলকাতা আক্রমণের কালে ইংরেজ গভর্নর কে ছিলেন?

উঃ সিরাজের কোলকাতা আক্রমণের কালে ইংরেজ গভর্নর ছিলেন ড্রেক।

১৪) দেয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?

উঃ দেয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নজম-উদ-দ্দৌলা।

১৫) স্বাধীন অযোধ্যা রাজ্য কে প্রতিষ্ঠা করেন?

উঃ স্বাধীন অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন সাদাৎ খান।

 

আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী

 

১৬) অধীনতা মূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?

উঃ অধীনতা মূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি।

১৭) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

উঃ স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি।

১৮) কে প্রথম অধীনতা মূলক মিত্রতা নীতি গ্রহণ করে?

উঃ হায়দ্রাবাদের নিজামপ্রথম অধীনতা মূলক মিত্রতা নীতি গ্রহণ করে।

১৯) ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাকে বলে?

উঃ ১৭৬৭ খ্রিষ্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিঃ মধ্যে চারটি যুদ্ধ হয় ব্রিটিশ কোম্পানি ও মহীশুরের মধ্যে, যেগুলিকে ইঙ্গ-মহীশুর যুদ্ধ বলা হয়।

২০) মহীশুর রাজ্যের রাজধানীর নাম কী?

উঃ মহীশুর রাজ্যের রাজধানীর নাম শ্রীরঙ্গপত্তম।

২১) ভারতে অবস্তিত ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম লেখ?

উঃ ভারতে অবস্তিত ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম চন্দননগর ও পন্ডিচেরি।

২২) তৃতীয় কর্ণাটক যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়েছিল?

উঃ তৃতীয় কর্ণাটক যুদ্ধ ১৭৬০ খ্রিষ্টাব্দে হয়েছিল।

২৩) বেসিনের সন্ধি কত খ্রিষ্টাব্দে ও কাদের মধ্যে সাক্ষরিত হয়?

উঃ ১৮০২ খ্রিষ্টাব্দে কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে। এই সন্ধির মাধ্যমে বাজিরাওকে অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তিতে সাক্ষর করানো হয়।

২৪) জগৎ শেঠের প্রকৃত নাম কি?

উঃ জগৎ শেঠের প্রকৃত নাম  ফতেহ চাঁদ।

২৫) কাটোয়া মসজিদ কে প্রতিষ্ঠা করেন?

উঃ কাটোয়া মসজিদ মুর্শিদকুলিখান প্রতিষ্ঠা করেন।

২৬)লাহোরের চুক্তি কত খ্রিঃ সাক্ষরিত হয়?

উঃ লাহরের চুক্তি ১৮৪৬ খ্রিঃসাক্ষরিত হয়।

২৭)ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলিখান কে ছিলেন?

উঃ ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলিখান ছিলেন বাংলার দেওয়ান।

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

If you willing to read more and want to gain a lot of knowledge Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!