Menu

আন্তর্জাতিক সম্পর্কের ধারণা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আন্তর্জাতিক সম্পর্কের ধারণা; আজকের এই আর্টিকেলটিতে তোমরা পাবে কল্যাণী ইউনিভার্সিটি এর 3 year Degree Course এর দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান Political Science CC বিষয়ের প্রথম অধ্যায় তথা আন্তর্জাতিক সম্পর্কের ধারণা এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি যা তোমাদের আগামী সেমিস্টার পরিক্ষার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ; তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি –

আন্তর্জাতিক সম্পর্কের ধারণা

 সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর –  প্রতিটি প্রশ্নের মান ২

১.  আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?

Answer: আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ,  জোট গঠন,  আণবিক সন্ত্রাসসহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে।

২.  আন্তর্জাতিক সম্পর্কের বিস্তীর্ণ ক্ষেত্র কি

Answer: আন্তর্জাতিক সম্পর্কের বিস্তীর্ণ ক্ষেতের ভিত্তিতে বলা যায় – আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অন্যান্য বহু অরাষ্ট্রীয় সংস্থার বহু বিচিত্র সম্পর্কের ধারা প্রকৃতি ও গুরুত্ব এবং যে সকল উপাদান এই সম্পর্কের ধারা প্রভাবিত করে তাদের নিয়ে আলোচনা করে।

৩.  দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার নাম লেখ?

Answer: দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা হল – বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

৪.  স্ট্যানলি হপম্যান প্রদত্ত আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও।

Answer: স্ট্যানলি হফম্যান আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্রসমূহের সম্পর্ক বলে মেনে নিতে চাননি। তার মতে, আন্তর্জাতিক সমাজে রাষ্ট্র যে একমাত্র প্রভাব বিস্তারকারী হিসেবে কাজ করে তা নয়; রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, মতাদর্শ, স্বার্থ গোষ্ঠী স্বার্থ গোষ্ঠী প্রভৃতির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫.  পামার ও পারকিন্স প্রদত্ত আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও।

Answer: পামার ও পার্কিন্স আন্তর্জাতিক সম্পর্ক বলতে আন্তর্জাতিক সমাজে এক রাষ্ট্রে মানব গোষ্ঠীর সঙ্গে অন্য রাষ্ট্রের মানব গোষ্ঠীর সামগ্রিক সম্পর্কের কথা তুলে ধরেছেন।

৬.  আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখ।

Answer: আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে নারীবাদী লেখিকেরা আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের ক্ষেত্রে সমালোচনা করেন। তাদের মতে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নারীদের ভূমিকা গুরুত্ব পায়নি।

৭.  আন্তর্জাতিক রাজনীতি ও  অন্তর্দেশীয় রাজনীতির মধ্যে দুটি পার্থক্য লেখ।

Answer: আন্তর্জাতিক রাজনীতি ও অন্ত দেশীয় রাজনীতির মধ্যে দুটি পার্থক্য হল –

ক)  আন্তর্জাতিক রাজনীতির মুখ্য কর্মকর্তা হলো  জাতীয় রাষ্ট্র কিন্তু অন্তর্দেশীয় রাজনীতির মুখ্য কর্মকর্তাগণ হলো রাজনৈতিক গোষ্ঠী ও দল।

খ)  অন্তর দেশীয় রাজনীতিতে সরকারের প্রাধান্য আছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এখনো কোনো বিশ্বে সরকার প্রতিষ্ঠিত হয়নি।

৮.  বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত চারটি বিষয় উল্লেখ করো।

Answer: বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত চারটি বিষয় হলো –

ক)  আন্তর্জাতিক সমাজের ইতিহাস। খ)  আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা ও রাষ্ট্রের প্রভাব। গ)  জাতীয় শক্তি,  পররাষ্ট্রনীতি,  কূটনীতি,  প্রচার ব্যবস্থা,  জাতীয় নিরাপত্তা,  আন্তর্জাতিক নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ। ঘ)  আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা,  অর্থ ব্যবস্থা ও মুদ্রা ব্যবস্থা।

৯. গ্রেসন কার্ক  যে পাঁচটি বিষয়কে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন সেগুলো কি কি?

Answer: গ্রেসন কার্ক  যে পাঁচটি বিষয়কে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন সেগুলো হল –

ক) রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ও পরিচালনা। খ)  রাষ্ট্রীয় শক্তির প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ। গ)  বিশ্বের বৃহৎ শক্তিগুলোর আন্তর্জাতিক মর্যাদা ও পররাষ্ট্র নীতি। ঘ)  সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। ঙ) একটি স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা।

১০.  হেডলি বুল  আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কটি উপাদানের কথা উল্লেখ করেছেন ও কি কি?

Answer: হেডলি বুল আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় তিনটি উপাদানের কথা উল্লেখ করেছেন, যেগুলি হল –

ক)  উদারবাদি ও আদর্শবাদী তত্ত্ব। খ)  বাস্তববাদী তত্ত্ব এবং গ)  সামাজিক বিজ্ঞানভিত্তিক তত্ত্ব।

আরো পড়ুনঃ বাংলা আর ইংরেজি প্রবন্ধের সম্পূর্ণ আলোচনা; কল্যানী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাস। 

১১. আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের আদর্শবাদী প্রবক্তাদের মধ্যে যেকোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ কর।

Answer: আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের আদর্শবাদী প্রবক্তাদের দুজন প্রবক্তা হলেন – রাষ্ট্রচিন্তাবিদ উড্রো উইলসন এবং নর্মান অ্যাঞ্জেল নিকোলাস।

১২.  আন্তর্জাতিক সম্পর্ককে একটি পৃথক শাস্ত্র হিসেবে গণ্য করতে চান এমন যেকোনো দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ।

Answer: আন্তর্জাতিক সম্পর্ককে একটি পৃথক শাস্ত্র হিসেবে গণ্য করতে চান এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন – রাষ্ট্রবিজ্ঞানী পামার ও পারকিন্স।

১৩.  ইন্টারন্যাশনাল পলিটিক্সকনফ্লিক্ট এন্ড হারমনি –  গ্রন্থ কার লেখা?

ইন্টারন্যাশনাল পলিটিক্স,  কনফ্লিক্ট এন্ড হারমনি  গ্রন্থটি লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কলে।

১৪.  ইন্টারন্যাশনাল রিলেশন ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড –  গ্রন্থটি কার লেখা?

Answer: ইন্টারন্যাশনাল রিলেশন ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কলে।

১৫.  পলিটিক্স এমং নেশনস –  গ্রন্থটি কার লেখা?

Answer: হ্যান্স জে মর্গেনেথু হলেন পলিটিক্স এবং নেশনস গ্রন্থটির লেখক।

১৬.  কে সর্বপ্রথম আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেন?

Answer: হ্যান্স জে মর্গেনেথু আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বাস্তববাদী তত্ত্বের মুখ্য প্রবক্তা। তিনি আমেরিকার ফ্রাঙ্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করেন। তিনি সর্বপ্রথম আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেন।

১৭.  আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী শাস্ত্র কোনটি?

Answer: প্রখ্যাত গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের রচনা দি হিস্ট্রি অফ দি পেলোপনেশিয় ওয়ার নামক গ্রন্থটি আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ মহলে ধ্রুপদী শাস্ত্র হিসেবে স্বীকৃত।

১৮.  আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্র –  এই মতের সমর্থক যেকোনো দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ কর।

Answer: থিয়োডোর কৌলম্বিস অধ্যাপক বার্টন এবং অধ্যাপক জোসেফ ফ্রাঙ্কল  প্রমূখ  হলেন আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্র –  এই মতের সমর্থক।

১৯.  কখন আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত ঘটে?

Answer: ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়া শান্তি চুক্তি স্বাক্ষরের পরে বলা যায় মধ্যযুগের অবসানে ভূখন্ডকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়।  এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত ঘটে।

২০.  থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স  এবং  দ্য টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস –  গ্রন্থ দুটি কাদের লেখা?

Answer: থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটি লেখেন কেনেথ এন ওয়ালেজ এবং দা টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি লেখেন ই এইচ কার।

আরো পড়ুনঃ কালাপাহাড় – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পুর্ন আলোচনা; Kalyani University Bengali Syllabus 1st Semester 

২১.  International relations:  the community in transition – গ্রন্থটি কার লেখা?

Answer: International Relations:  The community in transition – গ্রন্থটির লেখক পামার ও পার্কিনস। পারকিন্স স আমেরিকার রচেষ্টার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন এবং তিনি আমেরিকার ঐতিহাসিক সংস্থার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন।

২২.  আন্তর্জাতিক সম্পর্ক  শাস্ত্রের আচরণবাদী প্রবক্তাদের মধ্যে  যেকোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ কর।

Answer: আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের আচরণবাদী প্রবক্তাদের মধ্যে যেকোনো দুজন প্রবক্তা হলেন – রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন, মরটন কাপলান, গ্রাহামওয়ালাস, আর্থার বেন্টলে প্রমুখ।

২৩.  আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বহুত্ববাদী প্রবক্তাদের মধ্যে যেকোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ কর।

Answer: আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বহুত্ববাদী প্রবক্তার মধ্যে যেকোনো দুজন হলেন – রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই, রবার্ট কিয়হেন এবং ডেভিড মিত্রানী ।

২৪. জাতীয় স্বার্থ রক্ষার মূল উপায় গুলি কি কি?

Answer: জাতীয় স্বার্থ রক্ষার মূল উপায় গুলি হল – শক্তি, কূটনীতি, প্রচার কার্য পরিচালনা, জোট গঠন, অর্থনৈতিক সহযোগিতা।

২৫.  আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাদের মধ্যে যেকোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ কর।

Answer: আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাদের মধ্যে দুজন হলেন – হ্যান্স জে মর্গেন থু এবং কেনেথ টমসন ও রেম অ্যারো প্রমুখ।

আরো পড়ুনঃ শিক্ষার হেরফের গল্পের পুর্নাঙ্গ আলোচনা। কল্যানী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাস। 

বিঃ দ্রঃ আমাদের আজকের এই কল্যানী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চতুর্থ সেমিস্টারের CC রাষ্ট্রবিজ্ঞগতসিলেবাস এর অন্তর্গত প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের ধারণা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করতে আমাদের কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নিতে হয়েছে; যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, তাই আমাদের আজকের এই আর্টস স্কুল ডট ইন এর এই আর্টিকেলটি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের জানান আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যা দূরীকরণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!