Menu

আবহবিকার, ক্লাস নাইন, ছোট প্রশ্ন ও উত্তর

আবহবিকার, আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয়। এখানে আমরা ক্লাস নাইনের আবহবিকার অধ্যায়ের ছোট প্রশ্ন ও তাদের উত্তর গুলি নিয়ে আলোচনা করবো, যেগুলি তোমাদের পড়ার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

 

১। ক্ষুদ্রকনা বিশরন কোথায় বেশি দেখা যায়?

উঃ ক্ষুদ্রকনা বিশরন মরু অঞ্চলে বেশি দেখা যায়।

২। জারন প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়?

উঃ জারন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন।

৩। শিলা খনিজের সঙ্গে জলযুক্ত হওয়ার প্রক্রিয়া কে কি বলে?

উঃ শিলা খনিজের সঙ্গে জলযুক্ত হওয়ার প্রক্রিয়া বলে হাইড্রেশন।

৪। কোন আবহবিকার এর  ফলে শিলায় মরচে পড়ে?

উঃ জারণের ফলে শিলায় মরচে পড়ে।

৫। শল্কোমোচন কোন ধরনের শিলায় বেশি লক্ষ করা যায়?

উঃ শল্কোমোচন গ্রানাইট জাতীয় শিলায় বেশি লক্ষ করা যায়।

৬। তুহিন খন্ডিকরন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়?

উঃ তুহিন খন্ডিকরন মেরু জলবায়ু অঞ্চলে দেখা যায়।

৭। কোন আবহবিকারের ফলে শিলার গাঠনিক পরিবর্তন ঘটে?

উঃ রাসায়নিক আবহবিকারের ফলে শিলার গাঠনিক পরিবর্তন ঘটে।

আবহবিকার
আবহবিকার

৮। আবহাওয়ার কোন দুটি উপাদান আবহবিকারে অধিক কার্যকারী?

উঃ উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আবহবিকার বেশি কার্যকরী হয়।

৯। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে?

উঃ মরু ও মরুপ্রায় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে।

১০। সমসত্ব শিলায় কী ধরনের আবহবিকার হয়?

উঃ সমসত্ব শিলায় শল্কমোচন লক্ষ করা যায়।

১১। চুনাপাথরগঠিত অঞ্চলে কী ধরনের আবহবিকার হয়?

উঃ চুনাপাথরগঠিত অঞ্চলে কার্বনেশন বেশি লক্ষ করা যায়।

১২। আবহবিকারের   ফলে চূর্ণবিচূর্ণ শিলায় আলগা পাতলা স্তরকে কী বলে?

উঃ আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ শিলায় আলগা পাতলা স্তরকে রেগোলিথ বলে।

১৩। গাছের ডাল পাতা ফুল ও ফল প্রভৃতি মাটিতে পড়ে পচে গিয়ে কী সৃষ্টি হয়?

উঃ গাছের ডাল পাতা ফুল ও ফল প্রভৃতি মাটিতে পড়ে পচে গিয়ে হিউমাস সৃষ্টি হয়।

 

*** আবহবিকার অধ্যায় ছারাও তোমরা যদি “গ্রহরুপে পৃথিবী” অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও তাদের উত্তর সন্মন্ধে জানতে বা পরতে চাও তাহলে এখানে Click করতে পারো। এই অধ্যায়ের মতো সুন্দরভাবে “গ্রহরুপে পৃথিবী” অধ্যায়ের প্রশ্ন ও উত্তর গুলি উপস্থাপন করা হয়েছে।

 

১৪। উষ্ণতার প্রভাবে দিনের বেলায় শিলায় কী ধরনের পরিবর্তন ঘটে?

উঃ উষ্ণতার প্রভাবে দিনের বেলায় শিলা আয়তনে বৃদ্ধি পায়।

১৫। কোন আবহবিকারের  ফলে শিলায় চৌকাকার বিচুর্নন ঘটে?

উঃ প্রস্তরচাঁয় খন্ডীকরন এর ফলে শিলায় চৌকাকার বিচুর্নন ঘটে।

১৬ শিলাস্তর পেঁয়াজের খোসার মত খুলে যায় কোন ধরনের আবহবিকারে?

উঃ শল্কমোচনে শিলাস্তর পেঁয়াজের খোসার মত খুলে যায়।

১৭। আবহবিকার শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উঃ আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট।

১৮। থর মরুভূমিকে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকারী?

উঃ থর মরুভূমিকে ক্ষুদ্রকনা বিশরন প্রক্রিয়া অধিক কার্যকারী।

১৯। যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে?

উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে হিউমিফিকেশন বলে।

২০। কোন আবহবিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে?

উঃ রাসায়নিক আবহবিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে।

 

*** আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আবহবিকার অধ্যায়ের  গুরুত্বপূর্ণ ছোট প্রস্নগুলি ও তাদের উত্তর।  আমরা আমাদের এই https://artsschool.in ব্লগে নিয়মিত ভাবে এরকম আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্ন উত্তর তুলে ধরবো, তোমাদের যদি এগুলিকে গুরুত্বপূর্ণ মনে হয় তবে নিয়মিতভাবে visit করো আমদের এই ব্লগে এবং কমেন্টের মাধ্যমেও জানাতে পারো তোমাদের মতামত।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

বিঃ দ্রঃ এই আর্টিকেলের আবহবিকার, ক্লাস নাইনের পুরো প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বই বা নোট বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!