Menu

ঊনবিংস শতকের ইউরোপ, Short Question & Answer

ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত; আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল WBBSE BOARD এর অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর।

তবে সবার আগে বলে রাখি ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর ছোট প্রশ্ন ও উত্তরের এই আর্টিকেলটি পড়ার আগে একটিবার যদি সম্ভব হয় তবে অবশ্যই করে তোমরা পর্ষদ নির্দেশিত পাঠ্যবইটি থেকে অধ্যায়টি একটু ভালো করে পড়ে নিও যাতে ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর একটিও প্রশ্ন ও উত্তর বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়।

ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত

তাহলে দেখে নেওয়া যাক নবম শ্রেণীর ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ

 

১ ফরাসি বিপ্লব-প্রসূত মুখ্য ভাবধারাগুলি কী?

উত্তরঃ ফরাসি বিপ্লব-প্রসূত আধুনিক ভাবধারাগুলি হল জাতীয়তাবাদ উদারতন্ত্র গণতন্ত্র গ্ন-সার্বভৌমত্ত প্রভৃতি।

২ ভিয়েনা সন্মেলনে ‘বিগ ফোর’ বা ‘চার প্রধান’ কারা ছিল?

উত্তরঃ ভিয়েনা সন্মেলনে ‘বিগ ফোর’ বা ‘চার প্রধান’ ছিল অষ্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ও ইংল্যান্ড।

৩ কোন কোন দেশের রাজারা ভিয়েনা সন্মেলনে উপস্তিত ছিলেন?

উত্তরঃ ভিয়েনা সন্মেলনে উপস্তিত ছিলেন অষ্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।

৪ ন্যায্য অধিকার নীতির তীব্র সমর্থক কারা ছিলেন?

উত্তরঃ ন্যায্য অধিকার নীতির তীব্র সমর্থক ছিলেন অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ এবং ফরাসি প্রতিনিধি তালিরঁ।

৫ ভিয়েনা সন্মেলনের ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ ভিয়েনা সন্মেলনের ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করত তাদের সেখানে পুনঃপ্রতিষ্ঠা করা।

৬ ভিয়েনা সন্মেলনের ক্ষতিপূরণ নীতির প্রধান উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ ভিয়েনা সন্মেলনের ক্ষতিপূরণ নীতির প্রধান উদ্দেশ্য ছিল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইংল্যান্ড রাশিয়া অষ্ট্রিয়া প্রাশিয়া প্রভৃতি দেশের ক্ষতিপূরণ করা।

৭ কে কবে ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন?

উত্তরঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ ১৮১৯ খ্রিস্টাব্দে জার্মানিতে ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন।

৮ কবে মেটারনিখ তন্ত্রের পতন ঘটে?

উত্তরঃ ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিখ তন্ত্রের পতন ঘটে।

৯ ভিলিল কে ছিলেন?

উত্তরঃ ফরাসি সম্রাট অষ্টাদশ লুই-এর প্রধানমন্ত্রী ছিলেন ভিলিল।

১০ কবে কার আমলে জুলাই বিপ্লব শুরু হয়?

উত্তরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট দশম চার্লসের আমলে জুলাই বিপ্লব শুরু হয়।

আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021

১১ কবে কার আমলে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়?

উত্তরঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট লুই ফিলিপের আমলে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়।

১২ কে কি উদ্দেশ্যে ‘ধর্মবিরোধী আইন’ (১৮২৭)পাশ করেন?

উত্তরঃ ফরাসি সম্রাট দশম চার্লস ফরাসি গির্জার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যে ‘ধর্মবিরোধী আইন’ (১৮২৭)পাশ করেন।

১৩ কে কার প্ররোচনায় জুলাই অর্ডিন্যাস জারি করেন?

উত্তরঃ ফরাসি সম্রাট দশম চার্লস প্রধানমন্ত্রী পলিগন্যাকের প্ররোচনায় জুলাই অর্ডিন্যাস জারি করেন।

১৪ জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো?

উত্তরঃ জুলাই বিপ্লবের কয়েকজন নেতা হলেন থিয়ার্স লাফিত লাফায়েত তালিরঁ প্রমুখ।

১৫ জুলাই রাজতন্ত্রের সময়কাল উল্লেখ করো?

উত্তরঃ জুলাই রাজতন্ত্রের সময়কাল ১৮৩০-১৮৪৮খ্রিঃ।

১৬ কোন কোন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়েছিল?

উত্তরঃ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ে জার্মানি ইটালি অষ্ট্রিয়া হাঙ্গেরি ডেনমার্ক নেদারল্যান্ডস প্রভৃতি দেশে।

১৭ কবে কোথায় জাতীয় কর্মশালা প্রতিস্টিত হয়?

উত্তরঃ ফেব্রুয়ারি বিপ্লবের(১৮৪৮খ্রি) পর ফ্রান্সে জাতীয় কর্মশালা প্রতিস্টিত হয়।

১৮ লুই কসুথ কে ছিলেন?

উত্তরঃ লুই কসুথ ছিলেন ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা।

১৯ ঐক্যের দাবিতে ইটালির পুনর্জাগরন আন্দোলন কি নামে পরিচিত?

উত্তরঃ ঐক্যের দাবিতে ইটালির পুনর্জাগরন আন্দোলন রিসর্জিমেন্টো নামে পরিচিত।

২০ ইটালির ঐক্য আন্দোলনের উদ্দেশ্যে গড়ে ওঠা কয়েকটি গুপ্ত সমিতির নাম লেখো?

উত্তরঃ ইটালির ঐক্য আন্দোলনের উদ্দেশ্যে গড়ে ওঠা কয়েকটি গুপ্ত সমিতি ছিল লম্বার্ডির গুয়েলফি ও অ্যাডেলফি পিডমিন্টের ফেডারিটি ও কার্বোনারি।

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

২১ ইটালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন?

উত্তরঃ ইটালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডি।

২২ কে কবে কোথায় ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ জোসেফ ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

২৩ ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ইটালির কোথায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ইটালির ভেনিস রোম ও টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

২৪ ভিল্লাফ্রাঙ্কারের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ভিল্লাফ্রাঙ্কারের সন্ধি ১৮৫৯ খ্রিস্টাব্দে অষ্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়।

২৫ ফরাসি বিপ্লবের সময় জার্মানি কাদের অধীনে ছিল?

উত্তরঃ ফরাসি বিপ্লবের সময় জার্মানি অষ্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশীয় শাসকদের অধীনে ছিল।

২৬ প্লোমবিয়ের্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ প্লোমবিয়ের্সের চুক্তি ১৮৫৮ খ্রিষ্টাব্দে পিডমিন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।

২৭ ফ্রাঙ্কফার্ট পার্লামেন্ট কাকে জার্মানির রাজমুকুট গ্রহণের আবেদন জানায়?

উত্তরঃ ফ্রাঙ্কফার্ট পার্লামেন্ট প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে জার্মানির রাজমুকুট গ্রহণের আবেদন জানায়।

২৮ বিসমার্ক কবে কোথাকার প্রধানমন্ত্রী হন?

উত্তরঃ বিসমার্ক ১৮৬২ খ্রিষ্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন।

২৯ স্যাডোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ ১৮৬৬ খ্রিষ্টাব্দে প্রাশিয়া ও অষ্ট্রিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল।

৩০ সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ ১৮৭০ খ্রিষ্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল।

আরো পড়ুন দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর

৩১ কবে কাদের মধ্যে ফ্রাঙ্কফার্টের সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৮৭১ খ্রিষ্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ফ্রাঙ্কফার্টের সন্ধি স্বাক্ষরিত হয়।

৩২. কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা ‘কাইজার’ হন?

উত্তরঃ প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা ‘কাইজার’ হন।

৩৩. ‘বলকান’ অঞ্চলের অন্য নাম কি?

উত্তরঃ ‘বলকান’ অঞ্চলের অন্য নাম পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য।

৩৪. কোন দেশ ‘উস্নজল’ নীতি গ্রহন করেন?

উত্তরঃ রাশিয়া ‘উস্নজল’ নীতি গ্রহন করেন?

৩৫. আলেকজান্ডার ইপসিল্যাটি কে ছিলেন?

উত্তরঃ আলেকজান্ডার ইপসিল্যাটি ছিলেন গ্রিক জাতীয়তাবাদী নেতা।

৩৬. কবে কোন সন্ধির দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ ১৮২৯ খ্রিষ্টাব্দে অ্যয়াড্রিয়ানোপলের সন্ধির দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে।

৩৭. স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন?

উত্তরঃ স্বাধীন গ্রিসের প্রথম রাজা ছিলেন ব্যাভেরিয়া রাজবংশের প্রথম অটো।

৩৮. কবে কাদের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়?

উত্তরঃ ১৮৩৪-১৮৫৬ খ্রিষ্টাব্দে তুরস্ক ইংল্যান্ড ফ্রান্স ও পিডমিন্ট জোট বনাম রাশিয়ার মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়।

৩৯. কোন দুটি স্থান নিয়ে স্বাধীন রোমেনিয়া রাজ্যের প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া নিয়ে স্বাধীন রোমেনিয়া রাজ্যের প্রতিষ্ঠা হয়।

৪০. রাশিয়ার কে কবে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন?

উত্তরঃ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারি রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন।

আরো পড়ুন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভুমিকা বা অবদান লেখ

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

অবশেষে আপনাকে বা তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরের আর্টিকেলটি পুরো পড়ার জন্য।আর্টস স্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরের মতো আরো প্রয়োজনীয় Notes তোমাদের সামনে তুলে ধরতে পারি।

ঊনবিংস শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরের আর্টিকেলটি নিয়ে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে আমাদের জানান ইমেল এর মাধ্যমে। আমাদের এমেল এর ঠিকানা – [email protected] 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!