Menu

কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের পরিচয়

কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী; আজকে আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় তোমাদের মানে একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো – প্রশ্নটির ব্যাখ্যামূলক উত্তর; তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনীর এই আর্টিকেলটি পুরোপুরি পড়ে নিও এবং যদি সম্ভব হয় তোমাদের নোটবুকে আর্টিকেলটি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে নোট করে নিও।

প্রশ্নঃ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো।

 

উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর  চৈতন্যচরিতামৃত  গ্রন্থখানি মধ্যযুগের নয় –  সমগ্র বাংলা সাহিত্যের জীবনী কাব্য।  চৈতন্য জীবনী গ্রন্থ টি প্রকৃতপক্ষে দার্শনিক তত্ত্ব প্রধান ভক্তিভাব –  সমন্বিত কাব্য।  কবি রূপ সনাতন,  রঘুনাথ ভট্ট,  দাস রঘুনাথ,  গোপাল  ভট্ট,  জীব গোস্বামী  এই ষট গোস্বামী বা ছয় গোস্বামীর  নির্দেশেই মহাপ্রভুর আবির্ভাব,  জীবনী ভক্তিভাব,  ও ভাবনার স্বরূপ ও তটস্থ বিচার,  ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন নিগৃঢ়  শাস্ত্র বাক্য উদ্ধার করে এবং পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যার দাঁড়া।  কৃষ্ণদাস কবিরাজের মহাগ্রন্থ খানির  প্রতিটি ছাত্র সমাজে পরম শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত।

চৈতন্যচরিতামৃত গ্রন্থের ভাগগুলি কি কি?

 

চৈতন্যচরিতামৃত গ্রন্থটি আদি মধ্য  ও অন্ত –  এই তিনটি লিলা খন্ডে  এবং 62 টি অধ্যায়ে বিভক্ত।   আদি খণ্ডে সতেরোটি পরিচ্ছেদ আছে,  এই অংশে প্রথমে বৈষ্ণব দর্শনের নানাদিক বিস্তৃতভাবে আলোচিত হবার পর সংক্ষেপে চৈতন্যের সন্ন্যাস গ্রহণের নানা কথা প্রকাশ পেয়েছে।  মধ্য খন্ডটি 25টি পরিচ্ছেদে বিন্যস্ত –  বৃন্দাবন ভ্রমণ ও সেখান থেকে নীলাচলে ফিরে আসা পর্যন্ত নানা ঘটনা ও চৈতন্য জীবন কাহিনী বর্ণিত হয়েছে এই অংশে।  জীবনের শেষ 17 – 18 বছরের ভাব লীলা স্থান পেয়েছে অন্ত খন্ডে।  এটি খুবই গুরুত্বপূর্ণ।

চৈতন্য চরিতামৃত কাব্যের চরিত্রঃ

 

প্রেম উন্মাদ চৈতন্যদেবের জীবনচর্চা কবি ভক্তিভরে বর্ণনা করেছেন।  অনন্ত অসীম শক্তির অধিকারী কৃষ্ণদাস ভক্তি সুবাসিত হৃদয় চৈতন্যলীলামৃত প্রকাশ করেছেন।  কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থ সম্পর্কে ডঃ  ক্ষেত্রগুপ্ত লিখেছেন –  কৃষ্ণদাস কবিরাজের বই  শুধু চরিত কাব্যই  নয়, বৈষ্ণব তথ্যকোষ বিশেষ।

 

N:B আমাদের আজকের এই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনীর অন্তর্গত  কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্যের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো প্রশ্নটির  উত্তর তৈরি করার জন্য আমাদের কিছু পাঠ্যবইয়ের সাহায্য নিতে হয়েছে,  তাই  এই আর্টিকেলটি বা প্রশ্নটির উত্তর নিয়ে  আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়।

আর হ্যাঁ এভাবেই আমাদের ব্লগ https://artsschool.in  এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিও যাতে ভবিষ্যতে আমরা  কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্য এর সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো –  এর মত আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি।  ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!