জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় এ. ও. হিউমের অবদান ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা ও ৫০টি MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উপযোগী।
✅ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা | ৫০টি MCQ প্রশ্ন
🔖 বিষয়: ইতিহাস | শ্রেণি: X–XII | বোর্ড: WBBSE/CBSE | উপযোগী: শিক্ষার্থীদের রিভিশনের জন্য
1. এ. ও. হিউম ছিলেন একজন –
ক) কবি
✔️ খ) আই.সি.এস অফিসার
গ) আইনজীবী
ঘ) সাংবাদিক
2. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় –
ক) 1880
✔️ খ) 1885
গ) 1890
ঘ) 1875
3. এ. ও. হিউম জন্মগ্রহণ করেন –
✔️ ক) ইংল্যান্ডে
খ) ভারতে
গ) আমেরিকায়
ঘ) ফ্রান্সে
4. হিউম কবে ICS থেকে অবসর নেন?
ক) 1875
✔️ খ) 1879
গ) 1881
ঘ) 1884
5. কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় –
ক) কলকাতা
✔️ খ) বোম্বে
গ) চেন্নাই
ঘ) দিল্লি
6. কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন –
ক) দাদাভাই নওরোজি
✔️ খ) উমেশচন্দ্র ব্যানার্জি
গ) গোপাল কৃষ্ণ গোখলে
ঘ) বি. আর. আম্বেদকর
7. কংগ্রেস প্রতিষ্ঠায় কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন?
ক) 50
✔️ খ) 72
গ) 100
ঘ) 60
8. কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের মূল উদ্দেশ্য ছিল –
ক) স্বাধীনতা লাভ
✔️ খ) শান্তিপূর্ণ দাবিদাওয়ার প্ল্যাটফর্ম তৈরি
গ) ধর্ম প্রচার
ঘ) জমি সংস্কার
9. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতীয় নেতাদের শ্রেণি ছিল –
ক) কৃষক
✔️ খ) শিক্ষিত মধ্যবিত্ত
গ) জমিদার
ঘ) শ্রমিক
10. কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে হিউম আশা করেছিলেন –
✔️ ক) ভবিষ্যৎ বিদ্রোহ রোধ হবে
খ) মুসলিম লীগ গঠিত হবে
গ) স্বদেশী আন্দোলন হবে
ঘ) বিদেশি পুঁজি আসবে
11. হিউম যে প্রদেশে কমিশনার ছিলেন –
ক) বাংলা
✔️ খ) উত্তর-পশ্চিম প্রদেশ
গ) মাদ্রাজ
ঘ) পাঞ্জাব
12. হিউম কোন পদে কংগ্রেসে যুক্ত ছিলেন?
✔️ ক) সাধারণ সম্পাদক
খ) সভাপতি
গ) কোষাধ্যক্ষ
ঘ) প্রস্তাবক
13. ভারতীয় জাতীয় কংগ্রেস কাকে প্রতিনিধিত্ব করত?
ক) কৃষক
✔️ খ) শিক্ষিত শ্রেণি
গ) সেনাবাহিনী
ঘ) ধর্মীয় সম্প্রদায়
14. কংগ্রেসের প্রথম কয়েকটি অধিবেশনের বৈশিষ্ট্য ছিল
✔️ ক) শান্তিপূর্ণ এবং আবেদনমূলক
খ) সশস্ত্র আন্দোলন
গ) ধর্মীয় প্রচার
ঘ) অর্থনৈতিক শোষণ
15. হিউম কংগ্রেস প্রতিষ্ঠার প্রস্তাব দেন –
ক) 1880
খ) 1883
✔️ গ) 1884
ঘ) 1886
16. নিচের মধ্যে কে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের সহকর্মী ছিলেন?
✔️ ক) দাদাভাই নওরোজি
খ) নেতাজি
গ) লাল বাহাদুর
ঘ) মোহাম্মদ আলি জিন্নাহ
17. কংগ্রেসের ভাষা ছিল –
✔️ ক) ইংরেজি
খ) হিন্দি
গ) উর্দু
ঘ) সংস্কৃত
18. হিউম কবে মারা যান?
ক) 1905
✔️ খ) 1912
গ) 1919
ঘ) 1931
19. জাতীয় কংগ্রেসের মূল আদর্শ ছিল –
ক) সহিংসতা
✔️ খ) সংবিধানিক উপায়ে দাবি আদায়
গ) বিদেশি শক্তিকে আমন্ত্রণ
ঘ) সম্রাটের নির্দেশ মানা
20. নিচের কোনটি কংগ্রেসের উদ্দেশ্য নয়?
ক) দাবি পেশ করা
✔️ খ) সেনা গঠন করা
গ) রাজস্ব সংস্কার দাবি করা
ঘ) প্রশাসনিক সংস্কার
21. হিউমের কংগ্রেস প্রতিষ্ঠা ভারতীয় ইতিহাসে –
✔️ ক) একটি মোড় পরিবর্তনকারী ঘটনা
খ) সাময়িক আন্দোলন
গ) একটি ধর্মীয় সংঘ
ঘ) রাজবংশ প্রতিষ্ঠা
22. জাতীয় কংগ্রেস কোন সভার মাধ্যমে গঠিত হয়?
ক) ব্রাহ্ম সভা
খ) ইন্ডিয়া হাউস
✔️ গ) বোম্বে সভা
ঘ) অল ইন্ডিয়া সভা
23. হিউম ছিলেন –
ক) সামন্তপ্রভু
✔️ খ) উদারপন্থী প্রশাসক
গ) বিপ্লবী
ঘ) ধর্মপ্রচারক
24. হিউম কংগ্রেস গঠনের মাধ্যমে ভারতীয়দের –
✔️ ক) একটি কণ্ঠস্বর দিতে চেয়েছিলেন
খ) বিভক্ত করতে চেয়েছিলেন
গ) চাকরি দিতে চেয়েছিলেন
ঘ) ইংরেজ বানাতে চেয়েছিলেন
25. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমদিকে ছিল –
ক) ধর্মনিরপেক্ষ
✔️ খ) মধ্যবিত্ত শ্রেণিকেন্দ্রিক
গ) নিম্নবিত্ত-নির্ভর
ঘ) কৃষক সংগঠন
২৬. হিউমের মতে কংগ্রেস গঠনের মাধ্যমে ব্রিটিশদের কী সুবিধা হবে?
ক) সেনাবাহিনী বাড়বে
খ) রাজস্ব বৃদ্ধি পাবে
✔️ গ) ভারতীয় ক্ষোভ শান্ত থাকবে
ঘ) ব্রিটিশ ব্যবসা ছড়াবে
২৭. কংগ্রেস প্রতিষ্ঠার জন্য হিউম যে চিঠি লেখেন তা কাদের উদ্দেশ্যে ছিল?
ক) শ্রমিকদের
খ) কৃষকদের
✔️ গ) শিক্ষিত যুবসমাজের
ঘ) জমিদারদের
২৮. কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারতীয়দের রাজনৈতিক সংগঠন কেমন ছিল?
✔️ ক) আঞ্চলিক এবং বিচ্ছিন্ন
খ) সংগঠিত ও প্রভাবশালী
গ) সরকারি অনুমোদিত
ঘ) সামরিক
২৯. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কার মনোভাবের প্রতিফলন?
ক) ধর্মীয় নেতাদের
✔️ খ) শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির
গ) ব্রিটিশদের
ঘ) কৃষকদের
৩০. হিউম কংগ্রেস গঠনের মাধ্যমে কী চেয়েছিলেন?
✔️ ক) ব্রিটিশ প্রশাসনের প্রতি ভারতীয় আস্থা তৈরি করতে
খ) ধর্মীয় ঐক্য গড়ে তুলতে
গ) শ্রমিক আন্দোলন গড়ে তুলতে
ঘ) সাম্রাজ্যবাদী সম্প্রসারণ
৩১. নিচের কোনটি কংগ্রেস গঠনের প্রভাব নয়?
ক) রাজনৈতিক সচেতনতা
খ) নেতৃত্ব গঠনে সহায়তা
✔️ গ) অবিলম্বে স্বাধীনতা অর্জন
ঘ) প্রশাসনের প্রতি দাবি উত্থাপন
৩২. হিউমের ঐতিহাসিক চিঠি কবে প্রকাশিত হয়েছিল?
✔️ ক) ১ মার্চ ১৮৮৩
খ) ১৫ আগস্ট ১৮৮৫
গ) ২৬ জানুয়ারি ১৮৮৪
ঘ) ১ জুলাই ১৮৮৬
৩৩. হিউম কংগ্রেসে কোন পদে ছিলেন?
ক) কোষাধ্যক্ষ
খ) সভাপতি
✔️ গ) সাধারণ সম্পাদক
ঘ) উপদেষ্টা
৩৪. হিউমের অবদান ভারতীয় ইতিহাসে কিভাবে চিহ্নিত?
ক) নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে
✔️ খ) উদার ও প্রগতিশীল
গ) রাজনৈতিক ব্যর্থতা
ঘ) সামরিক মনোভাব
৩৫. হিউম কংগ্রেস গঠনের মাধ্যমে ব্রিটিশ প্রশাসনের কোন দিকটি জোরদার করতে চেয়েছিলেন?
ক) সেনাবাহিনী
✔️ খ) প্রশাসনিক জবাবদিহিতা
গ) রাজস্ব সংরক্ষণ
ঘ) ধর্মীয় সংহতি
৩৬. কংগ্রেসের প্রথম দশকের আন্দোলন ছিল –
✔️ ক) আবেদনমূলক ও নরমপন্থী
খ) সহিংস
গ) সামরিক
ঘ) ধর্মীয়
৩৭. কংগ্রেস গঠনের সময় রাজনৈতিক চেতনা সীমাবদ্ধ ছিল –
ক) কেবল কৃষকদের মধ্যে
✔️ খ) শিক্ষিত শহুরে শ্রেণির মধ্যে
গ) শ্রমিক শ্রেণির মধ্যে
ঘ) ইংরেজদের মধ্যে
৩৮. কংগ্রেস গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল –
ক) সামরিক বিপ্লব
✔️ খ) রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্র তৈরি
গ) ধর্ম প্রচার
ঘ) সম্পত্তি বিলি
৩৯. কংগ্রেসের নেতৃত্বে কে ছিলেন না?
ক) দাদাভাই নওরোজি
✔️ খ) সুভাষচন্দ্র বসু (প্রথম দশকে)
গ) বদরুদ্দিন তৈয়বজি
ঘ) উমেশচন্দ্র ব্যানার্জি
৪০. হিউমকে ব্রিটিশ প্রশাসনের ভিতরে কেমন দৃষ্টিতে দেখা হতো?
ক) প্রতিক্রিয়াশীল
✔️ খ) মধ্যপন্থী
গ) বিপ্লবী
ঘ) ব্যতিক্রমী
৪১. জাতীয় কংগ্রেস গঠনের ফলে ভারতের ইতিহাসে সূচনা হয় –
✔️ ক) সংগঠিত জাতীয়তাবাদের
খ) কৃষক আন্দোলনের
গ) ধর্মীয় সংঘর্ষের
ঘ) সংবাদপত্র সংস্কারের
৪২. হিউমের দৃষ্টিতে কংগ্রেস ছিল –
✔️ ক) একটি নিরাপদ প্রেসার গ্রুপ
খ) স্বাধীনতা সংগ্রামের কেন্দ্র
গ) ধর্মীয় মঞ্চ
ঘ) সামরিক জোট
৪৩. কংগ্রেসের মাধ্যমে ভারতীয়রা প্রথম –
✔️ ক) কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সংগঠিত হয়
খ) কৃষিকাজে উন্নয়ন ঘটায়
গ) ধর্মীয় দাঙ্গা করে
ঘ) জমিদারশ্রেণির বিরুদ্ধে বিদ্রোহ করে
৪৪. নিচের কোনটি হিউমের অবদান নয়?
✔️ ক) সিপাহী বিদ্রোহে নেতৃত্ব
খ) কংগ্রেস প্রতিষ্ঠা
গ) প্রশাসনিক সংস্কারে মত প্রকাশ
ঘ) রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা
৪৫. কংগ্রেস প্রথমদিকে যে দাবি তুলেছিল তা ছিল –
✔️ ক) প্রশাসনিক সংস্কার
খ) স্বাধীনতা ঘোষণা
গ) সামরিক শক্তি
ঘ) ধর্মীয় প্রচার
৪৬. হিউমের মত অনুযায়ী কংগ্রেস ব্রিটিশদের জন্য ছিল –
✔️ ক) ক্ষোভ নিরসনের উপায়
খ) বিপদজনক সংগঠন
গ) সামরিক চাপ
ঘ) অবাঞ্ছিত প্রতিষ্ঠান
৪৭. কংগ্রেসের প্রাথমিক সদস্যরা ছিলেন –
✔️ ক) শিক্ষিত, ইংরেজিভাষী মধ্যবিত্ত
খ) শ্রমিক ও কৃষক
গ) সামরিক বাহিনীর সদস্য
ঘ) ধর্মীয় নেতা
৪৮. কংগ্রেস গঠনের সময় ভারতের শাসক ছিলেন –
ক) লর্ড কার্জন
✔️ খ) লর্ড ডাফরিন
গ) লর্ড রিপন
ঘ) লর্ড ক্যানিং
৪৯. হিউম কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন?
ক) অক্সফোর্ড
✔️ খ) হেইলেবেরি কলেজ
গ) কেমব্রিজ
ঘ) লন্ডন স্কুল অফ ইকনমিক্স
৫০. হিউমের কংগ্রেস প্রতিষ্ঠায় কী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক?
ক) সামরিক নেতৃত্ব
খ) আর্থিক সহায়তা
✔️ গ) রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি
ঘ) ধর্মীয় আদর্শ প্রচার