Menu

রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর একাদশ শ্রেণী

রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর; আজকের আমাদের এই আর্টিকেলে আমরা তোমাদের সামনে একাদশ শ্রেণীর ইতিহাসের রাজনীতির বিবর্তন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর তুলে ধরার চেষ্টা করেছি যা তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে, তাই রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর গুলি তোমাদের ভালো করে দেখে নিতে হবে।

 

একাদশ শ্রেণীর ইতিহাস

রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর

 

রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তরঃ

 

১) পলিসগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান কটি অংশ ও কী কী?

উত্তরঃ পলিসগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান তিনটি অংশ, যেগুলি হল- সমিতি, পরিষদ ও ম্যাজিস্ট্রেট।

২) পলিসের দুটি বৈশিষ্ট্য লেখ?

উত্তরঃ পলিসের দুটি বৈশিষ্ট্য হল- ক)  পলিসের জনসংখ্যা খুবই কম হত এবং খ) গ্রিক পলিস ও নগর রাষ্ট্রগুলির আকার ও আয়তনে ক্ষুদ্র ছিল।

৩) অ্যাগোরা কী?

উত্তরঃ অধিকাংশ পলিসের জনসাধারণের জন্য একটি বাজার প্রতিষ্ঠিত হত যা অ্যাগোরা নামে পরিচিত।

৪) চোরা কী?

উত্তরঃ পলিসের নগর প্রাচীরের বাইরে অবস্থিত দরিদ্রদের বসতি অঞ্চল ও পশুচারণ ভূমি যুক্ত গ্রামীণ অঞ্চলকে চোরা বলা হত।

৫) অলিম্পিক খেলা প্রথম কবে কোথায় শুরু হয়েছিল?

উত্তরঃ অলিম্পিক খেলা প্রথম ৭৭৬ খ্রিষ্টপূর্বে গ্রিসে শুরু হয়েছিল।

৬) পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?

উত্তরঃ প্রাচীন গ্রিসে পরস্পর বিরোধী এথেন্সের নেতৃত্বাধীন জোট ও স্পার্টার নেতৃত্বাধীন পেলোপনেসীয় লিগের মধ্যে ৪৩১ খ্রিষ্টপূর্বাব্দে পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল।

৭) গ্রিক পলিসের পতনের দুটি কারন লেখ?

উত্তরঃ গ্রিক পলিসের পতনের দুটি কারন হল- ক) নৌ-শক্তির দুর্বলতা এবং খ) পলিসগুলির মধ্যে বাণিজ্যিক বিরোধ।

৮) কাশি ও কোশল মহাজনপদের রাজধানীর নাম কী?

উত্তরঃ কাশির রাজধানী ছিল বারানসী এবং কোশলের রাজধানী শ্রাবস্তি।

৯) জনপদ কী?

উত্তরঃ সংস্কৃত জন শব্দের অর্থ উপজাতি এবং পদ শব্দের অর্থ পা, অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হল জনপদ।

১০) মহাজনপদ বলতে কী বোঝায়?

উত্তরঃ খ্রিষ্টপূর্ব ষষ্ট শতক নাগাদ দুই বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে বৃহৎ আয়তন রাজ্যের উত্থান ঘটে, জনপদ অপেক্ষা বৃহৎ এই রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত।

১১) প্রাচীন ভারতে মহাজনপদ গুলির উত্থান কোথায় হয়েছিল?

উত্তরঃ ষোড়শ মহাজনপদের মধ্যে ১৫টি উত্তর ভারতে এবং একটি (অস্মক) দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল।

১২) কোন কোন প্রাচীন গ্রন্থ গুলি থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উত্তরঃ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থগুলি থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়।

১৩) সাম্রাজ্য কাকে বলে?

উত্তরঃ কোনো শক্তিশালী রাজতান্ত্রিক বা অভিজাত তান্ত্রিক শাসক গোষ্ঠীর অধিনস্ত সুবৃহৎ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা হয়।

১৪) মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল কবে?

উত্তরঃ ৩২৪ খ্রিষ্টপুর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল।

১৫) ম্যাসীডনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য বা মিল লেখ।

উত্তরঃ ম্যাসীডনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য বা মিল-

ক) মৌর্য ও ম্যাসীডনীয় সাম্রাজ্য দুটোই আয়তনের দিক থেকে সুবিশাল ছিল এবং খ) উভয়ের সাম্রাজ্যের প্রকৃতি ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক।

১৬) মৌর্য যুগের কয়েকটি বাণিজ্য কেন্দ্রের নাম লেখ?

উত্তরঃ মৌর্য যুগের কয়েকটি বাণিজ্য কেন্দ্রের নাম- তক্ষশীলা, চম্পা, পাটলিপুত্র এবং কোশাম্বি।

১৭) মেগাস্থিনিস কে ছিলেন? তিনি কবে ভারতে আসেন?

উত্তরঃ মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত বা পর্যটক। ৩০৪ খ্রিষ্টপূর্বাব্দে তিনি ভারতে আসেন।

১৮) ‘আমি এলাম, আমি দেখলাম, জয় করলাম’ – উক্তিটি কার?

উত্তরঃ ‘আমি এলাম, আমি দেখলাম, জয় করলাম’ – উক্তিটি রোমান সম্রাট জুলিয়াস সিজারের।

১৯) প্যাট্রিসিয়ান বলতে কাদের বোঝানো হয়?

উত্তরঃ প্রাচীন রোমের আদি বাসিন্দাদের বংশধর এবং ধনী ও সম্ভ্রান্ত পরিবারের ব্যাক্তিরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত।

২০) গুপ্তযুগের শেষ ভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ লেখ?

উত্তরঃ শিল্প বা বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগর জীবনের অবক্ষয় শুরু হয়।

২১) ‘অনুলোম’ ও ‘প্রতিলোম’ কাকে বলে?

উত্তরঃ উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর মধ্যে সংগঠিত বিবাহ রীতিকে অনুলোম বলে, অন্যদিকে উচ্চবর্ণের নারী ও নিম্নবর্ণের পুরুষের মধ্যে সংগঠিত বিবাহরীতিকে প্রতিলোম বলে।

২২) অগ্রহার ব্যাবস্থা বলতে কী বোঝায়?

উত্তরঃ গুপ্তযুগের শাসকগন পূর্ণ অর্জনের জন্য ব্রাহ্মণ,  পুরোহিত, মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন, যা অগ্রহার ব্যাবস্থা বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত ছিল।

২৩) জাস্টিনিয়ান কোড কী?

উত্তরঃ শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্য যুগের ইউরোপে সমাজ ও রাষ্ট্রের পুর্নগঠনে কতগুলি আইন কানুন গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছিল।

এই আইনগুলির ভিত্তিতে সম্রাট জাস্টিনিয়ান প্রায় চার হাজার আইন আইন সন্মলিত জাস্টিনিয়ান কোড নামে এক আইন বিধি রচনা করেন।

২৪) লিক ছবি দৌহিত্র কে গ্রহন করেছিলেন?

উত্তরঃ গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত ও লিক ছবি রাজকন্যা কুমার দেবীর বিবাহ জাত সন্তান সম্রাট সমুদ্রগুপ্ত লিক ছবি দোহিত্র উপাধি গ্রহন করেছিলেন।

২৫) গ্রহন ও পরীক্ষণ নীতি কী?

উত্তরঃ সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে ১২ জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করে ও পরাজিত রাজাদের রাজ্য ফিরিয়ে দেন তার এই নীতি গ্রহন পরীক্ষণনীতি নামে পরিচিত।

২৬) অ্যাম্পিথিয়েটার কী?

উত্তরঃ রোমান সাম্রাজ্য যে চারতলা বিশিষ্ট ক্রীরাক্ষেত্র পঞ্চাশ হাজার দর্শক বসে গ্যাডিয়েটরের যুদ্ধ, রথের দৌড় প্রভৃতি দেখতে দেখতে পারত এই ক্রীড়াক্ষেত্রকে অ্যাম্পিথিয়েটার বলে।

২৭) কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কী?

উত্তরঃ কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল।

২৮) কে কাকে ভারতের রক্ষাকারী বলেছে?

উত্তরঃ ঐতিহাসিক ড.রমেশচন্দ্র মজুমদার গুপ্ত সম্রাট স্কন্দ গুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন।

২৯) অটোমান কারা?

উত্তরঃ ১২৮৫ খ্রিষ্টাব্দে ওসমান তুর্কি থেকে কনস্ট্যান্টি পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করেন তার নাম অনুসারে তার বংশের লোকেরা অটোমান নামে পরিচিত। আরবি শব্দ উথমান শব্দ থেকে ওসমান শব্দটি এসেছে যার ইংরেজি সংস্করণ হল অটোমান।

৩০) মোগল আমলের কয়েকজন চিত্রকরের নাম লেখ?

উত্তরঃ মোগল আমলের কয়েকজন চিত্রকর হলেন- তারাচাদ, জগন্নাথ, ফারুক বেগ, সৈয়দ আলি, যশোবন্ত প্রমুখ।

৩১) হিন্দুস্থানের তোতাপাখি কাকে কেন বলা হয়?

উত্তরঃ তোতাপাখির যেমন মিষ্টি সুর তেমনি আমির খসরুর লেখনির ভাষাও মিষ্টি, তাই আমির খসরুকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়।

৩২) আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ তেবভিক ফিকরেট।

৩৩) কে তাজমহল নির্মাণ করেন এর প্রধান স্থপতি কে ছিলেন?

উত্তরঃ মুঘল সম্রাট শাহাজাহান তাজমহল নির্মাণ করেন, এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ইসাখা।

৩৪) পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কতসালে হয়েছিল?

উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ খ্রিস্টাব্দে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় ১৫৫৬ খ্রিস্টাব্দে।

 

আরো পড়ুন সহপাঠক্রমিক কার্যাবলির শিক্ষা মূলক গুরুত্ব আলোচনা করো।

 

অবশেষে আপনাকে বা তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর গুলি পুরোপুরি পড়ার জন্য, এভাবেই www.artsschool.in এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর গুলির মতো আরো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি।

 

বিঃ দ্রঃ রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে তার সাথে সাথে সাহায্য নেওয়া হয়েছে কিছু পাঠ্য বইয়েরও। তাই রাজনীতির বিবর্তন ছোট প্রশ্নোত্তর এর এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!