Menu

Class 11 English syllabus wbchse 2021

Class 11 English syllabus wbchse 2021

Class 11 English syllabus:  ছোট বেলা থেকেই আমরা সকলেই মানে যারা পড়াশুনা করি তারা প্রায়ই এক টি কথা কম বেশি সুনে থাকি, বিশেষ করে ক্লাস ১০ এ ওঠার পর অর্থাৎ মাধ্যমিক দেওয়ার বছর আমাদের প্রাইভেট মাস্টার দিদিমণি অথবা বারির বড়োরা বলে থাকেন যে, এ বছরটা ভালো করে পরে পরীক্ষা টা দে বা দেও তার পরের বছর মানে Class 11 এ ফাকি দিস। যদিও মনের মধ্যে একটি আলাদা উদ্যম আনার জন্য তারা এই কথাটি বলে থাকেন, তবে আমার মতে কথাটি সেই অর্থে কিন্তু ঠিক নয়, যদি বলো কেন তাহলে শোন-

একটা উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা বলা যায়। মনে করো তুমি কোনো বহুতল বাড়ির সিরি দিয়ে উপরে উটছো, তখন কিন্তু তোমাকে দেখে দেখে একটা একটা সিরি পার করে উপরে উঠতে হয়ে আর যদি একটি সিরি পেড়িয়ে আরেকটাতে উঠতে যাও সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। এখানেও ঠিক তায় তোমাকে Class 11 এও ভালো করে পরতে হবে আর তা না হলে ১২ ক্লাসে গিয়ে মূখ থুবড়ে পড়বে।

আর এর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল আমি যেই শ্রেণীতে পড়ছি তার Syllabus সম্পর্কে পুরোপুরি ধারনা লাভ করা। আজকে এই আর্টিকেলে আমরা সেই সন্মন্ধেই আলোচনা করব, এখান থেকে তোমরা Class 11 English syllabus এর ধারনা পেয়ে যাবে, যা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক।

Class 11 english এর বার্ষিক পরীক্ষার জন্য মোট ১০০ নম্বর বরাদ্দ থাকবে যার মধ্যে ৮০ নম্বর থাকবে লিখিত পরীক্ষার জন্য এবং ২০ নম্বর থাকবে প্রজেক্ট এর। তাহলে এবার লিখিত পরীক্ষার নম্বর বিভাজনটা দেখা যাক-
Class 11 English syllabus
Class 11 English syllabus

Class 11 English Syllabus and Number pattern.

S.l.No Subject Sanctioned Number.
1 Prose বা গল্প 20 Marks.
2 Verse/poem বা কবিতা 20 Marks
3 Rapid Reader সহায়ক ইংরেজি বই। 10 Marks.
4 Textual Grammar 10 Marks.
5 Paragraph/Story Writing Anyone 10 Marks.
6 Newspaper Advertisement 05 marks.
7 Commercial Leaflet 05 Marks.

 

এবারে দেখে নেওয়া যাক Class 11 english টেক্সট বই থেকে আমদের কোন কোন গল্প কবিতা ও নাটক পরতে হবে –

 

S.L.No Subject Which included
1 Prose 1.       Leela’s friend – R.K Narayan

2.       Karma – Khushwant Sing

3.       Jimmy valentine – O Henry

4.       Nobel Lecture – Mother Teresa

5.       The place of art in Education – Nandalal Bose.

2 Verse/Poem 1.       Upon Westminster Bridge – William Wordsworth

2.       Meeting At Night – Robert Browning

3.       The Sick Rose – William Blake

4.       Brotherhood – Octavio Paz

5.       Daybreak – H.W Longfellow

3 Rapid Reader Macbeth, Othello, The Comedy of errors, As you Like It, Twelfth Night.
4 Grammar Textual Grammar (Voice Change, narration Change, Joining Of sentences, Transformation of sentences, splitting of sentences, appropriate articles, and preposition, etc).
5 Writing Paragraph/ story writing within the words limit of 150 to 200.
6 ESP Newspaper Advertisement of all types and commercial leaflets of the opening of a training center/ showroom/intuitions of launching tour program, Discount, Sale, etc.

 

সবার শেষ Class 11 English এর ২০ নম্বর এর কথায় আসা যাক, যেটা দেওয়া হবে প্রজেক্টের মাধ্যমে আর যেটি থাকে সম্পূর্ণ স্কুল শিক্ষকদের হাতে, তবে তাদেরকেও নির্দেশ দেওয়া আছে কোন কোন বিষয়ে তারা ছাত্র ছাত্রী দের প্রজেক্ট দিতে পারবেন, সেরকম কয়েকটি বিষয় হল –

  1. Dramatizing a story from within the syllabus or outside the syllabus (in this case he or she will provide you the story which you have to convert).
  2. Writing an autobiography of an object or person or self they will direct you what to write.
  3. Developing a story with the given two or three sentences.

 

সব শেষে বলবো শুধু syllabus সন্মন্ধে ধারণা নিলেই হবে না যদি আমাদের ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে তাহলে প্রথম থেকেই লেগে পরতে হবে, বিষয় সন্মন্ধে স্পষ্ট ধারণা নিয়ে, সেইভাবে পরাটাও চালিয়ে যেতে হবে, আর আমরা যদি সেটা পারি তবে দেখবো যে ভালো রেজাল্ট করটা ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। শুধু দরকার একটু মনোযোগ আর নিয়মিত অধ্যায়ন।

আরো পড়ুন “The place of art in education” By Nandalal Bose Class XI Short question and answers part1

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

আর হ্যাঁ যদি জানার ইচ্ছা থাকে যে কি ভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় মানে ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পাওয়া যায় তবে Click Here.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!