Menu

Class 11 History Syllabus & Number pattern for 2021

Class 11 History Syllabus & Number pattern; ইতিহাস একটা বিরাট বিষয় যার সাধারণত কোনো অন্ত খুজে পাওয়া খুবই কঠিন। আজকের এই আর্টিকেলে আমরা তায় wbchse board এর syllabus এর অন্তর্গত ইতিহাস বিষয়ের syllabus নিয়ে আলোচনা করবো। আর এও দেখবো কোন অধ্যায় থেকে আমাদের কতটা পরতে হবে এবং কোন কোন অধ্যায় থেকে কত করে নম্বর থাকবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরন।

এই আর্টিকেল টিকে আমি দুটি ভাবে ভাগ করে আলোচনা করবো। যার প্রথম ভাগটিতে থাকছে তোমাদের ১১ ক্লাসের ইতিহাসের বিষয়বস্তু এবং কোন অধ্যায় থেকে কতটা নম্বরের জন্য তোমাদের পরতে হবে।

দ্বিতীয় ভাগটি যদিও Class 11 History Syllabus & Number pattern এর সঙ্গে সম্পর্ক যুক্ত নয়, এখানে আমরা আলোচনা করবো কীভাবে তোমরা ১১ ক্লাসের ছাত্ররা ইতিহাস পরীক্ষায় ভালো ফল করতে পারবে, সে বিষয়ে বিষদ বিবরণ ও কিছু special tips.

Class 11 History Syllabus & Number pattern
Class 11 History Syllabus & Number pattern

তাহলে চলো দেখে নেওয়া যাক Class 11 History Syllabus & Number pattern এর প্রথম পার্ট অর্থাৎ ইতিহাসের কোন অধ্যায় থেকে আমাদের কত নম্বরের জন্য কোন কোন অধ্যায় পরতে হবে –

Class 11 History Syllabus & Number pattern.

S.L.No বিষয় MCQ

1 Mark

SAQ

1 Mark

DAQ

8 Mark

Total
1. ইতিহাস চেতনা

 

1*3=3 1*3=3 Nil 06
2. আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা

 

1*3=3 Nil 4+4

Or

8

11
3. রাজনৈতিক বিবর্তনঃ শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা

 

1*3=3 1*2=2 4+4

Or

4th chapter

3rd + 4th
4. রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র

 

1*3=3 1*3=3 4+4

Or

3rd Chapter

 

Total = 19
5. অর্থনীতির বিভিন্ন দিক

 

1*3=3 1*3=3 8 or 4+4 14
6. সমাজের ঘটনাপ্রবাহ

 

1*3=3 1*2=2 8 or 3+5 13
7. ধর্ম

 

1*3=3 Nil 8 11
8. দিগন্তের প্রসার

 

1*3=3 1*3=3 Nil 06
Total 24 16 40 80

 

ওপরের চার্ট থেকেই তোমাদের Class 11 History Syllabus & Number pattern এর একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে এটুকু তো আশা করতেই পারি। আমার  মনে হয় না যে Class 11 History Syllabus & Number pattern এর সন্মন্ধে তোমাদের কারো মনে আর কোনো সংশয় আছে। তাহলে এবার আসা যাক এই আর্টিকেলের  দ্বিতীয় পার্ট এ যেখানে আমি তোমাদের বলেছিলাম কিছু Tips দেবো।

কিভাবে বার্ষিক পরীক্ষায় ইতিহাসে ভালো ফল করা যায়ঃ

ইতিহাসে ভালো ফল করতে হলে তোমাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, সেগুলোই নীচে বিস্তারিত আলোচনা করা হল একে একে

১. সাবার প্রথমে বলবো ইতিহাসে ভালো নম্বর পেতে হলে, শুধু ইতিহাস নয় যে কোন বিষয়ের ভালো নম্বর পেতে হলে আমাদের নির্দিষ্ট পাঠ্যবইটি ভালো করে পরতে হবে। পারলে দুজন লেখকের বই তুলনা করে পরতে পারো বিস্তারিত জ্ঞানের জন্য, শুধু নম্বর পাওয়ার জন্য নয়।

২. তোমার পড়াশুনার উদ্দেশ্যটি শুধু যেন নম্বর পাওয়ার জন্য না হয় তাহলে  হয় তো ভালো নম্বর পেয়েও যাবে তবে আমার মতে সেভাবে পড়লে মনের ও জ্ঞানের সার্বিক বিকাশ হওয়া সম্ভব নয়।

৩. ইতিহাস কেন এখন Class 11 History Syllabus & Number pattern দুই ধরণের প্রশ্ন থাকে দুটি অংশে, একটি হল MCQ & SAQ এবং অন্যটি হল বড়ো প্রশ্ন যার মান হয় ৪+৪ অথবা ৮ এখানে বড়ো প্রশ্ন গুলির ভালো নম্বর পেতে তোমাকে অবশ্যই নোটস পরতে হবে কিন্তু ছোট প্রশ্নগুলির নম্বর পুরোপুরি পেতে হলে তোমাকে অবশ্যই পাঠ্য বইটি ভালো করে খুঁটিয়ে পরতে হবে।

৪. পরীক্ষায় অবশ্যই চেষ্টা করতে হবে বড়ো প্রশ্ন গুলির উত্তর To The Point লেখার মানে যা জানতে চাইবে বা লিখতে বলবে সেটাই লেখা অবান্তর কিছু লিখে যেন উত্তর টাকে বাড়ানোর চেষ্টা না করা হয়, অন্যদিকে একদম কমও যাতে না লেখা হয় সেদিকেও নজর দিতে হবে।

৫. যেই বিষয়টি তুমি পরছো চেষ্টা করো তার সাথে অন্য আরেকটা কিছুকে তুলনা করে পরতে। যার ফলে তোমার একতার সাথে সাথে আরেকটা বিষয়ও পড়া হবে। আর এভাবে পড়লে মনেও থাকে ভালো। যা তোমার পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।

আর হ্যাঁ সবশেষে একটা কথায় বলার তোমাকে নিজের পড়ার প্রতি dedicated হতে হবে এবং পড়াশুনায় নিজের ১০০ শতাংশ দিতে হবে আর তুমি যদি সেটা পারো তাহলে দেখবে ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেও আটকাতে পারবে না এবং তুমি নিশ্চিন্ত মনে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতের পথে।

অবশেষে আপনাকে বা তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই আর্টিকেলটি পড়ার জন্য। আশা করি এই পোস্ট থেকে তোমার কাজের উপযোগী তথ্য তুমি পেয়েছো। এভাবেই চিরকাল www.artsschool.in এর এই ব্লগের পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে Class 11 History Syllabus & Number pattern এর মতো আরো  informative article তোমাদের সামনে তুলে ধরতে পারি।

Class 11 History Syllabus & Number pattern এর এই আর্টিকেলটি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন বা আমার প্রতি উপদেশ থাকে তবে আমার জানান তোমাদের বা আপনাদের কথা ইমেল করুন এই ঠিকানায় – [email protected] Thank You.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!