Menu

Classification of Noun কাকে বলে ও কয়প্রকার?

Classification of Noun, Noun কাকে বলে কয়প্রকার ও কী কী? 

Noun কাকে বলে (Classification Of Noun)?

Noun কে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে, এগুলি হল-

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
  5. Abstract Noun
এবারে এই Classification of Noun এর article টিতে আমরা Noun এর এই পাঁচটি ভাগ নিয়ে আলোচনা করবো এবং এদের প্রত্যেকের সন্মন্ধে একে একে জানবো। তো চলো মূল বিষয়ে আলোকপাত করা যাক।

 

Proper Noun:– proper কথার অর্থ বিশেষ, অর্থাৎ যে সকল word দ্বারা বিশেষ কোন ব্যক্তি, বস্তু বা অন্য কিছুর নাম বোঝানো হয় তাকেই সাধারণত proper Noun বলা হয়ে থাকে। এবার তাহলে কয়েকটি উদাহরণ লক্ষ করা যাক , যেমন – Delhi, Rabindranath, Kolkata, The Ganga, The Himalaya, The Moon, The Sun ইত্যাদি।

 

Common Noun:- common মানেই আমরা বুঝতে পারছি সাধারণ, তাহলে যে সকল noun দ্বারা সাধারণ কোন কিছুর নাম বোঝানো হয়ে থাকে তাদেরকেই common noun বলা হয়ে থাকে। যেমন- Man, cat, Dog, rat, tree, Fish, ইত্যাদি।

part of speech কি ও কাকে বলে এটি কয়প্রকার ও কি কি জানতে হলে এই পোস্টটি দেখুন 

 

Collective Noun:- কোনো গোষ্ঠী বা দল বোঝাতে আমরা সাধারণত collective কথাটি ব্যবহার করে থাকি, এক্ষত্রেও তাই, অর্থাৎ যে সকল noun দ্বারা কোনো গোষ্ঠীর বা দলের নাম বোঝানো হয় তাকেই colletctive Noun বলা হয়ে থাকে। যেমন- Board, class, Family, group, staff, flock, herd, swarm, Bunch, collection, pack ইত্যাদি।

 

Material Noun:- material এর অর্থ বস্তু, অর্থাৎ যে সকল word দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে Material Noun বলা হয়। যেমন- iron, Oil, Milk, Gold, water, wood, Table, jug, plastic ইত্যাদি।

 

Abstract Noun:- যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে শুধুমাত্র সেই ব্যক্তি বা বস্তুতির কোনো দোষ বা গুন বোঝায় তাকেই আমরা abstract Noun বলে থাকি। যেমন – beauty, calmness, honesty, poverty, Confidence, Charity, Courage, Coldness, Fear, Evil, Hope ইত্যাদি।

Grammar Practise set For class 12 wbchse

 

আরেক ভাবে অর্থাৎ গোনার প্রক্রতি অনুযায়ী Noun কে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এগুলি হল Countable Noun ও Uncountable Noun.

 

Countable Noun: যা গোনা যায় তাকেই তো বলে countable অর্থাৎ যে সকল noun কে আমারা গুনতে পারি তাদেরকেই বলা হয় countable noun. যেমন – Dog, Cat, Animal, Man, Box, Bottle, Plate, Cup, Chair, Table, Mobile, Book ইত্যাদি।

 

Uncountable Noun: যাদের গোনা যায় না তাকে বলা হয় uncountable, তাহলে একইরকম ভাবে আমারা বলতে পারি যে সকল Noun কে গোনা যায় না তাদেরকেই uncountable Noun বলা হয়ে থাকে। যেমন- Music, Art, Happiness, News, Advice, Information, Furniture, Rice, Sugar, Butter, Water, Milk, Gold ইত্যাদি।

 

 

গ্রামার এর ওপর আরো এরকম  Notes পেতে ভিসিট করুন https://artsschool.in এর ওয়েবসাইটে, শুধু গ্রামার নয় তাছাড়া আর্টসের অন্যান্য বিষয়ের Notes গুলিও আমরা ধীরে ধীরে পোস্ট করছি।

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!