Madhyamik Bengali Test Paper page 09 Answer; সামনেই 2023 সালের মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের (WBBSE) সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের এই নিবেদন- Madhyamik Bengali Test Paper page 09 Answer যা তোমাদের আগামী Madhyamik 2023 পরীক্ষার জন্য বিশেষ সহযোগী হবে.
Madhyamik 2023-মাধ্যমিক ২০২৩
Madhyamik Bengali Test Paper page 09 Answer
১. সঠিক উত্তরটি নির্বাচন করো ১X১৭=১৭
১.১ পথের দাবী- যে শ্রেণীর রচনা – ক) সামাজিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) নীতিমূলক।
উত্তরঃ গ) রাজনৈতিক।
১.২ পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক – ক) মারাঠি খ) বাংলা গ) গুজরাটি ঘ) অসমীয়া।
উত্তরঃ গ) গুজরাটি।
১.৩ বিরাগীর ছদ্মবেশে হরিদার ঝোলার মধ্যে যে ধর্মগ্রন্থ ছিল সেটি হল – ক) গীতা খ) রামায়ণ গ) বাইবেল ঘ) মঙ্গলকাব্য।
উত্তরঃ ক) গীতা।
১.৪ খন্ড খন্ড কোরিয়া কাটিনু- ক) দাশরথিকে খ) বৈরী দলকে গ) শত্রু দলকে ঘ) লক্ষণ কে।
উত্তরঃ খ)বৈরী দলকে।
১.৫ অস্ত্রের বিরুদ্ধে গান- কবিতাটি যে কাব্যগ্রন্থের – ক) পাতার পোশাক খ) পাগলী তোমার সঙ্গে গ) ভালোটি বাসিবো ঘ) গরাদ গরাদ।
উত্তরঃ ক) পাতার পোশাক।
১.৬ তাহাতে বিচিত্র টঙ্গি- টঙ্গী শব্দের অর্থ – ক) মাচা খ) দোলনা গ) উঁচু বিলাস গৃহ ঘ) চালা ঘর।
উত্তরঃ গ) উঁচু বিলাস গৃহ
১.৭ কালি নেই কলম নেই বলে আমি……- ক) মুনসি খ) লেখক গ) পেয়াদা ঘ) বর্গী।
উত্তরঃ ক) মুনশি।
১.৮ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন- ক) অন্নদাশঙ্কর রায় খ) সত্যজিৎ রায় গ) লীলা রায় ঘ) তারাপদ রায়।
উত্তরঃ ক) অন্নদাশঙ্কর রায়।
১.৯ হিমালয় যেন পৃথিবীর মানদন্ড – কালিদাসের এই উক্তিটি উপযুক্ত হল- ক) কাব্যের খ) ভূগোলের গ) বিজ্ঞানের ঘ) দর্শনের।
উত্তরঃ ক) কাব্যের।
১.১০ অনুসর্গ হল একপ্রকার- ক) অব্যয় খ) বিভক্তি গ) সমাস ঘ) কারক।
উত্তরঃ ক) অব্যয়।
১.১১ বহুবচন নির্দেশক এর উদাহরণ হল – ক) ছেলেগুলো খ) ছেলেটা গ) ছেলেটি ঘ) ছেলে।
উত্তরঃ ক) ছেলেগুলো।
১.১২ দ্বন্দ্ব সমাসের ব্যুৎপত্তি হলো- ক) যুগ্ম খ) মিলন গ) সংঘাত ঘ) কলহ।
উত্তরঃ খ) মিলন
১.১৩ প্রাণ রুপ পাখি= প্রাণ পাখি- যে সমাসের উদাহরণ- ক) রূপক কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) উপমিত কর্মধারয় ঘ) সাধারণ কর্মধারয়।
উত্তরঃক) রূপক কর্মধারয়
১.১৪ ছাগল বাঘ খেয়েছে – বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে- ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসত্তি ঘ) আসক্তি।
উত্তরঃ খ) যোগ্যতা।
১.১৫ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হত ক্যালিওগ্রাফিস্ট – বাক্যটি হলো – ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য।
উত্তরঃ খ) জটিল বাক্য।
১.১৬ তার সূচনা হাতে লেখা পান্ডুলিপির পাতায় – চিহ্নিত পদটির কারক ও বিভক্তি হলো – ক) কর্তৃ কারকে য় বিভক্তি খ) অধিকরণে য় বিভক্তি গ) কর্মে য় বিভক্তি ঘ) করণে য় বিভক্তি।
উত্তরঃ খ) অধিকরণে ‘য়’ বিভক্তি।
১.১৭ কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল- ক) ঘন্টা বাজে খ) ছেলেরা দৌড়ায় গ) পাখিটি পেঁপে খায় ঘ) সে অংক কষে।
উত্তরঃ ক) ঘন্টা বাজে।
২. কমবেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ১৯X১=১৯
২.১ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও ৪X১=৪
২.১.১ ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে- কোন কথা ছড়িয়ে পড়ে?
উত্তরঃছোট মেসোর কারেকশনের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে।
২.১.২ মাস্টারমশাই একটুও রাগ করেননি – কোন ঘটনার জন্য রাগ করেননি?
উত্তরঃ হরিদা পুলিশ সেজে আটানা ঘুষ নেওয়ার কথা বলা হয়েছে যার জন্য মাস্টারমশাই একটুও রাগ করেননি।
২.১.৩ ইহা যে কত বড় ভ্রম – কোন ভ্রমেরকথা বলা হয়েছে?
উত্তরঃ যাত্রাকালে অপূর্বর কোন বিঘ্ন না ঘটার মনোভাবকে ভ্রম বলা হয়েছে।
২.১.৪ মা ওকে অনেক বুঝিয়ে ছিলো – কি বুঝিয়েছিলো?
উত্তরঃ ইসাবকে ক্ষেতে কাজ করতে হয়, তাই তার পুরনো জামাটা ছিড়ে গিয়েছে, যার জন্য তার একটি নতুন জামার দরকার।
২.১.৫ সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল – কি কারনে সে কেঁদেছিল?
উত্তরঃ নদের চাঁদ ছোটবেলার গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর অনাবৃষ্টির সময়ে প্রায় শুকিয়ে যেতে দেখে কেঁদে ফেলেছিল।
২.২ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও ৪X১=৪
২.২.১ আফ্রিকার ধুলি কিভাবে পঙ্কিল হয়ে উঠেছিল?
উত্তরঃ আফ্রিকাবাসীর সীমাহীন ক্রন্দনে এবং রক্তে আফ্রিকার ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল।
২.২.২ কন্যারে ফেলিল যথা – কোথায় ফেলা হয়েছিল?
উত্তরঃ কন্যাকে সমুদ্র রাজার রাজত্বে ফেলা হয়েছিল, যেখানে সমুদ্রতীরে রাজকন্যা পদ্মা রচনা করেছিল বিশেষউদ্যান।
২.২.৩ আসছে নবীন – নবীন আসছে কেন?
উত্তরঃ নবীন ভারতের বুক থেকে অত্যাচারীদের সমূলে নির্মূল করতে আসছে।
২.২.৪ আমাদের পথ নেই আর – পথ না থাকার কারণ কি?
উত্তরঃ আমাদের পথ নেই আর – কারণ তারা সমাজের উচু তলার মানুষদের দ্বারা পীরিত আবদ্ধ ও একটি নিম্ন তলে সীমাবদ্ধ।
২.২.৫ সব চূর্ণ হয়ে গেল – কি কি চূর্ণ হয়েছিল?
উত্তরঃ মিষ্টি বাড়ি, বারান্দা, জল তরঙ্গ, গোলাপ গাছ, চিমনি এবং শহরের সব চূর্ণ হয়ে গেল।
২.৩ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও ৩X১=৩
২.৩.১ সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু – কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে তৈলক্যনাথ এর ব্রোঞ্জের শলাকার আঘাতের কথা বলা হয়েছে।
২.৩.২ কুইল কি?
উত্তরঃ কুইল হল পালকের কলম।
২.৩.৩ এতে রচনা উৎকট হয়- কখন রচনা উৎকট হয়?
উত্তরঃ যখন লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবে ও যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করে তখন রচনা উৎকট হয়।
২.৩.৪ সম্পাদকের উচিত – কি করা উচিত?
উত্তরঃ সম্পাদকের উচিত অবিখ্যাত লোকের লেখা প্রকাশের আগে বিশিষ্ট লোক দিয়ে যাচাই করে নেওয়া।
২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও ৮X১=৮
২.৪.১ তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও?
উত্তরঃ যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন, এ, তে, এতে প্রভৃতি।
২.৪.২ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
উত্তরঃ সে বললে আমি লিখব – এখানে সে হলো নিরপেক্ষ কর্তা।
২.৪.৩ অকারক উদাহরণ দিয়ে বোঝাও।
উত্তরঃ যে পদের বাক্যের ক্রিয়ার সঙ্গে কোন সরাসরি সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলে। যেমন, ও! কি করুণ দৃশ্য।
২.৪.৪ বহুপথ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও।
উত্তরঃ আমি ও তুমি এবং সে – আমরা।
২.৪.৫ করণ বিপ্সার একটি উদাহরণ দাও।
উত্তরঃ চোখে চোখে কথা বলে – এখানে চোখে চোখে হলো করনে বিপ্সা।
২.৪.৬ অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও।
উত্তরঃ ছেলেটা স্কুল পালায় – এখানে স্কুল হলো অপাদান কারকে শূন্য বিভক্তি।
২.৪.৭ বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ গুলির নাম লেখ।
উত্তরঃ বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ গুলি হল – সরল, জটিল, যৌগিক ও মিশ্র।
২.৪.৮ সরল বাক্যের উদাহরণ দাও।
উত্তরঃ আমি ভাত খাই।
২.৪.৯ তোমার গল্প আমি ছাপিয়ে দেবো – কর্মবাচ্যে রূপান্তর করো।
উত্তরঃ তোমার গল্প আমার দ্বাড়া ছাপা হইবে।
২.৪.১০ ভাববাচ্যের উদাহরণ দাও।
উত্তরঃ আসা হোক! বসা হোক।
আমাদের আজকের Madhyamik Bengali Test Paper page 09 Answer গুলোকে PDF আকারে Download করতে নীচে ক্লিক করুন।

বিঃ দ্রঃ Madhyamik Bengali Test Paper page 09 Answer আগামী Madhyamik 2023 এর কথা মাথায় রেখে এই টেস্ট পেপার সলভ অপশনটি আমরা নিয়ে এসেছি যেখানে প্রতিদিন আলাদা আলাদা বিষয় এর এক একটি পেজ সলভ করে আমরা এই পেজে আপলোড করব যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে তাই আজকের Madhyamik Bengali Test Paper page 09 Answer গুলো ভালো করে দেখে তোমাদের খাতায় লিখে নাও এবং আমাদের এই আর্ট স্কুল ডট ইন ব্লগ ভিজিট করতে থাকো আরো নতুন নতুন প্রশ্ন উত্তর গুলি পাওয়ার জন্য।