Menu

Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved

Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের বাংলা ৯৯ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

Table of Contents

বাংলা (প্রথম ভাষা)

Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো:                                                            ১৭×=১৭

১.১ “তারপর ধমক খায়।”- তপন কেন ধমক খায়? (ক) পড়াশোনা না করার জন্য (খ) ছোট মাসির কথা অমান্য করার জন্য (গ) লেখা গল্পটি না পড়ার জন্য (ঘ) গল্প লেখার জন্য।

উত্তরঃ (গ) লেখা গল্পটি না পড়ার জন্য

১.২ “নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল।” – নদেরচাঁদের আমোদ হওয়ার কারণ- (ক) একটি পুরানো চিঠি সে খুঁজে পেয়েছে (খ) নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে (গ) পাঁচদিন পর বৃষ্টি থেমেছে (ঘ) নদীকে দেখার জন্য সে অফিস থেকে ছুটি পেয়েছে।

উত্তরঃ (খ) নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে।

১.৩ “দুজন বন্ধু নোক আসার কথা ছিল।” – কোথা থেকে? (ক) ভামো থেকে (খ) মিক্মিলা থেকে (গ) ম্যানডাল থেকে। (ঘ) এনাঞ্জাং থেকে।

উত্তরঃ (ঘ) এনাঞ্জাং থেকে।

১.৪ “কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি!” – লঙ্কার কম্পনের কারণ হ’ল- (ক) বানর বাহিনীর পদচারণা (খ) রাক্ষস বাহিনীর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি (গ) রাবণের যুদ্ধসজ্জার আয়োজন (ঘ) মেঘনাদের ধনুকের টংকার।

উত্তরঃ (ঘ) মেঘনাদের ধনুকের টংকার।

১.৫ “তার পাশে রচিল উদ্যান।” কার পাশে – (ক) সমুদ্রের পাশে (খ) দিব্যপুরীর পাশে (গ) পর্বতের পাশে (ঘ) টঙ্গির পাশে।

উত্তরঃ (খ) দিব্যপুরীর পাশে।

১.৬ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হ’ল- (ক) ‘জলই পাষাণ হয়ে আছে’ (খ) ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ (গ) ‘ধূম লেগেছে হৃৎ কমলে’ (ঘ) ‘বহুল দেবতা, বহু স্বর’।

উত্তরঃ (ক) ‘জলই পাষাণ হয়ে আছে’।

১.৭ বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় প্রধান বাধা হ’ল- (ক) ইংরেজি জ্ঞানের অভাব (খ) পারিভাষিক শব্দের অভাব (গ) সঠিক অনুবাদকের অভাব (ঘ) বৈজ্ঞানিক জ্ঞানের অভাব।

উত্তরঃ (খ) পারিভাষিক শব্দের অভাব।

১.৮ ‘বাংলা-মুলুকে’ লিপি-কুশলীদের সম্মান করতেন- (ক) জ্ঞানী গুণীরা (খ) মোঘলরা (গ) রাজা-জমিদাররা (ঘ) ইংরেজরা।

উত্তরঃ মোঘলরা (গ) রাজা-জমিদাররা।

১.৯ ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম- (ক) স্টাইলাস (খ) স্টাইল (গ) ফাউন্টেন (ঘ) নলখাগড়া।

উত্তরঃ (ক) স্টাইলাস।

১.১০ দ্বিকর্মক ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হ’ল- (ক) গৌণ কর্ম (খ) মুখ্যকর্ম (গ) উদ্দেশ্য কর্ম (ঘ) বিধেয় কর্ম।

উত্তরঃ (খ) মুখ্যকর্ম।

১.১১ ‘জ্বলে গেল আগুনে’- রেখাঙ্কিত পদটি হলো- (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণকারক (ঘ) অপাদানকারক।

উত্তরঃ (গ) করণকারক।

১.১২ নিচের কোল্টি অনুসর্গ-প্রধান কারক নয়- (ক) অপাদানকারক (খ) করণকারক (গ) নিমিত্ত কারক (ঘ) কর্মকারক।

উত্তরঃ (ঘ) কর্মকারক।

১.১৩ ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে- (ক) সাদৃশ্য অর্থে (খ) সামীপ্য অর্থে (গ) পশ্চাৎ অর্থে (ঘ) বীঙ্গা অর্থে।

উত্তরঃ (খ) সামীপ্য অর্থে।

১.১৪ নিম্নলিখিত সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোন্টি উপমিত কর্মধারয়ের উদাহরণ?- (ক) লৌহকঠিন (খ) শোকসিন্ধু (গ) মুখচন্দ্র (ঘ) প্রাণিবিদ্যা।

উত্তরঃ (গ) মুখচন্দ্র।

১.১৫ সমাস সম্পর্কে নিচের কোন্ বক্তব্যটি সঠিক নয়- (ক) যে সব পদের দ্বারা সমাস গঠিত হয়, তাদের প্রত্যেকটি সমস্যমান পদ। (খ) সমাসে দুই বা ততোধিক পদের অর্থগত মিলন ঘটে (গ) সমস্যমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয়, তাকে ব্যাসবাক্য বলে (ঘ) কোন কোন্ সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায়।

উত্তরঃ (গ) সমস্যমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয়, তাকে ব্যাসবাক্য বলে।

১.১৬ ‘গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম’- বাক্যটিতে যা নেই, তা হ’ল- (ক) কর্তা (খ) আসত্তি (গ) যোগ্যতা (ঘ) আকাঙ্ক্ষা।

উত্তরঃ (ক) কর্তা।

১.১৭ ‘তাঁকে টিকিট কিনতে হয়নি’- বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হ’ল- (ক) তাঁর টিকিট কেনা হয়নি (খ) তিনি টিকিট কেনেননি (গ) তিনি বিনা টিকিটে চলেছেন (ঘ) তাঁর দ্বারা টিকিট ক্রীয় হয়নি।

উত্তরঃ (খ) তিনি টিকিট কেনেননি।

Read More: Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved For Madhyamik 2024

২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:                                         ১৯x=১১

. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:                                                                              ×=

২.১.১ “ইত্যবসরে এই ব্যাপার।”- ব্যাপারটি কী ছিল?

উত্তরঃ অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারি বর্মান আজ দেখতে  ফায়ার গিয়েছিল,  এর ফলে বাড়ি ফাঁকায় ছিল তখন অপূর্বর ঘরে চুরি হয়েছিল।

২.১.২ “সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।”- তার প্রায় কেঁদে ফেলার কারণ কী?

উত্তরঃ নদের চাঁদের দেশের বাড়িতে ক্ষীণশ্রোতা নদীটি এক বছর অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল বলে সে কেঁদেছিল।

২.১.৩ “ফতোয়া জারি করে দিল।”- কে, কী ফতোয়া জারি করেছিল?

উত্তরঃ ফতোয়াটি ছিল ঠিক ইসাবের মতো জামা না পেলে অমৃত স্কুল যাবে না।

২.১.৪ “চমকে ওঠে ভবতোষ।”- ভবতোষের চমকে ওঠার কারণ কী?

উত্তরঃ হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা  বুঝতে পারল যে হরিদায় আসল বিরাগী।

২.১.৫ “বুকের রক্ত ছলকে ওঠে তপনের।”- তপনের ‘বুকের রক্ত’ ছলকে উঠল কেন?

উত্তরঃ হঠাৎ একদিন তপনের মাসি ও মেসো তাদের বাড়িতে আসেন,  তাদের হাতে ছিল একটি সন্ধ্যা তারা পত্রিকা যা দেখে বুকের রক্ত ছলকে ওঠে তপনের।

Read More: Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved For madhyamik 2024

. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :                                                                 ×=

২.২.১ “রক্ত মুছি শুধু গানের গায়ে।”- কথাটির অর্থ কী?

উত্তরঃ কবিতার কথক গানের গায়ের রক্ত মুছেন।  রক্ত হল মনুষ্যত্বের অপচয়ের প্রতিক,  অপচয়কে রুখতে পারে মানুষের সৃষ্টিশীল কর্ম

২.২.২ “বিস্মিত হইল বালা।”- কে, কেন বিস্মিত হয়েছিল?

উত্তরঃ সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল।

২.২.৩ “বধূরা প্রদীপ তুলে ধর।”- কেন বধূরা প্রদীপ তুলে ধরবে?

উত্তরঃ কাল ভয়ংকর এর রূপে আসা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য।

২.২.৪ “তোমার ভাষাহীন ক্রন্দনে….।”- আফ্রিকার ক্রন্দনকে কবি ‘ভাষাহীন’ বলেছেন কেন?

উত্তরঃ আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে ভাষাহীন হয়ে পড়েছিল।

২.২.৫ “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।”- বক্তা কোন বিষয়কে ‘কলঙ্ক’ বলেছেন?

উত্তরঃ বক্তা হলেন মেঘনাথ,  পুত্র বেঁচে থাকতে থাকতে পিতা যদি যুদ্ধে যান তাহলে সেটা কলঙ্কের হবে।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved for Madhyamik 2024

. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :                                                               x=

২.৩.১ “এক সময় বলা হতো।”- কী বলা হতো?

উত্তরঃ  কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত।

২.৩.২ “বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।”- বক্তার এরূপ অবস্থার কারণ কী?

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটা দোকানে পেন কিনতে গিয়েছিলেন,  তখন দোকানদার জানতে চেয়েছিল কি কলম দোকানদারের এ কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন।

২.৩.৩ “এতে রচনা উৎকট হয়।”- রচনা উৎকট হয় কীসে?

উত্তরঃ ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায়।

২.৩.৪ ব্যঞ্জনা কী?

উত্তরঃ কোনো শব্দের বা বাক্যের আভিধানিক অর্থ বাদ দিয়ে গুড় অর্থ প্রকাশ করলে তাকে ব্যঞ্জনা বলে।

Read More: Madhyamik Bengali Test paper page 9 SaQ & Mcq Solved for Madhyamik 2024 Final Examination

. যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :                                                               × =

২.৪.১ শূন্য বিভক্তি কাকে বলে?

উত্তরঃ যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে কিন্তু নিজে অ-প্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে।

২.৪.২ সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও।

উত্তরঃ লেখক লেখে।

২.৪.৩ অকারকপদ বলতে কী বোঝ?

উত্তরঃ বাক্যে ক্রিয়া পদের সঙ্গে নাম পদের কোন সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে।

২.৪.৪ দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো।

উত্তরঃ দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়,  সংখ্যা বাচক বহুব্রীহিতে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায়।

২.৪.৫ পথে কুড়িয়ে পেলাম।- নিম্নরেখ পদটির কারক-বিভক্তি নির্ণয় করো।

উত্তরঃ অপাদান কারকে এ বিভক্তি।

২.৪.৬ উপপদ তৎপুরুষ সমাস-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ গৃহস্থ=  গৃহে থাকেন যিনি।

২.৪.৭ ‘হাতাহাতি’- ব্যতিহার বহুব্রীহি সমাস কেন?

উত্তরঃ ব্যাসবাক্য হাতে হাতে যুদ্ধ, কারণ এতে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে।

২.৪.৮ ‘হাত নাড়িয়ে বুলেট তাড়াই’- জটিল বাক্যে পরিবর্তন করো।

উত্তরঃ যাকে হাত নাড়িয়ে তারায় তা হলো বুলেট।

২.৪.৯ ‘ক্ষমা করো’- ভাববাচো রূপান্তর করো।

উত্তরঃ ক্ষমা করা হোক।

২.৪.১০ ‘তুমি অন্যায় থেকে বিরত থেকো’- অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করো।

উত্তরঃ অন্যায় থেকে বিরত থাকবে।

Read More:  Madhyamik Bengali Test paper page 64 SaQ & Mcq Solved for Madhyamik 2024

Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved copy
Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved copy

মাধ্যমিক টেস্ট পেপার সলভের (Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq )  এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!