Madhyamik Geography Suggestion 2021 আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল আগামী WBBSE BOARD এর মাধ্যমিক পরিক্ষার জন্য সাজেশন যা তোমাদের ভালো করে দেখে নেওয়া দরকার।
যেহেতু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সিলেবাসের ৩০ থেকে ৩৫% বিষয় কমিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে বাদ দেওয়া বিষয়ের প্রস্ন গুলো বাদ দিয়েই এই Madhyamik Geography Suggestion 2021 টিকে অনুসরণ করতে হবে।
Madhyamik Geography Suggestion 2021
WBBSE Board Geography Examination
বিভাগ – ‘ক’
বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।
প্রতিটি প্রশ্নের মান ১ যার জন্য তোমাদের পর্ষদ নির্দেশিত ভূগোল পাঠ্য বইটি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, আর সবশেষে Test Paper Solve করলেই হয়ে যাবে। মাধ্যমিক ভূগোলের MCQ প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তার কারন থাকবে না। তাই Madhyamik Geography Suggestion 2021 এর এই অংশে কোণো প্রশ্ন দেওয়া হয়নি।
বিভাগ –‘খ’
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ এক্ষেত্রেও একই উপদেশ দেবো ভালো করে তোমাদের পাঠ্য ভূগোল বইটি পড়ো এবং Test Paper Solve করবে। কারন এতো SAQ থাকে যে তার মধ্যে থেকে বেছে দেওয়া যায় না তাই জন্য তোমাদের নিজেকেই একটু পরিশ্রম করতে হবে, পুরো পুরি নম্বর পেতে হলে। আজকের এই Madhyamik Geography Suggestion 2021 এ আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক, সংক্ষিপ্ত ব্যাক্ষামূলক ও ৫ মার্কের প্রশ্নগুলি যেগুলো তোমাদের মাধ্যমিক ২০২১ এর জন্য গুরুত্বপূর্ণ, তুলে ধরার চেষ্টা করেছি। যেগুলোকে তোমরা Madhyamik Geography Suggestion 2021 হিসাবেও ধরতে পারো।
বিভাগ – ‘গ’
Madhyamik Geography Suggestion 2021 এর এই অংশে আমরা তোমাদের কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তুলে ধরবো, যেগুলো তোমাদের অবশ্যই পরতে হবে আর যার উত্তর কিন্তু তোমাদের দুটি অথবা তিনটি বাক্যে লিখতে হবে। প্রশ্ন গুলি হল –
১) পর্যায়ন বলতে কী বোঝ? ২) অবরোহণ কাকে বলে? ৩) আরোহণ কাকে বলে? ৪) নগ্নীভবন কাকে বলে? ৫) জলবিভাজিকা কাকে বলে? ৬) নদী অববাহিকা বলতে কী বোঝ? ৭) জলচক্র কাকে বলে? ৮) অবঘর্ষ কাকে বলে? ৯) গিরিখাত কী? ১০) ক্যানিয়ন কাকে বলে? ১১) কাসকেড কাকে বলে? ১২) প্রপাত কূপ কী? ১৩) পলল শঙ্কু কী? ১৪) ক্রেভাস কী? ১৫) বার্গস্রুন্ড কী? ১৬) হিমরেখা কাকে বলে? ১৭) করি হ্রদ কাকে বলে? ১৮) ব্যঙের ছাতা ভূমিরূপ কাকে বলে? ১৯) গাসি কী? ২০) বাজাদা কী? ২১) প্লায়া কী? ২২) মরুকরণ কাকে বলে? ২৩) হোমোস্ফিয়ার কাকে বলে? ২৪) বায়ুর প্রধান উপাদানগুলি লেখ। ২৫) নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? ২৬) মেসোপজ কী? ২৭) মেরু অরোরা কী? ২৮) মৌক্তিক মেঘ কাকে বলে? ২৯) কার্যকরী সৌরকিরন কাকে বলে? ৩০) উষ্ণতা হ্রাসের হার কাকে বলে? ৩১) ফেরেলের সূত্রটি লেখ? ৩২) কোরিওলিস বল কাকে বলে? ৩৩) বাইসব্যালট সূত্রটি লেখ। ৩৪) সমোষ্ণ রেখা কাকে বলে? ৩৫) সমচাপ রেখা কাকে বলে?
৩৬) অধঃক্ষেপন কী? ৩৭) আপেক্ষিক আদ্রতা কাকে বলে? ৩৮) ধোঁয়াশা কী? ৩৯) মগ্নচড়া কাকে বলে? ৪০) সিজিগি কী? ৪১) বর্জ্য বলতে কী বোঝ? ৪২) বর্জ্য পুনঃব্যাবহার বলতে কী বোঝ? ৪৩) কম্পোস্টিং কী? ৪৪) জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝ? ৪৫) বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? ৪৬) 3R বা 4R বলতে কী বোঝ? ৪৭) দুন কী? ৪৮) তাল কাকে বলে? ৪৯) ধ্রিয়ান কী? ৫০) ভুর কী? ৫১) ভাবর কী? ৫২) মরুস্থলী কী? ৫৩) মৌসুমি বিস্ফোরণ কী? ৫৪) সামাজীক বনসৃজন কাকে বলে? ৫৫) সমোন্নতি রেখা চাষ কী? ৫৬) বহুমুখী নদী পরিকল্পনা কী? ৫৭) জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝ? ৫৮) রেটুনিং কী? ৫৯) ঝুমচাষ কাকে বলে? ৬০) শিকড় আলগা শিল্প কী? ৬১) অনুসারী শিল্প কী? ৬২) মহানগর কাকে বলে? ৬৩) জনঘনত্ব কাকে বলে? ৬৪) সোনালী চতুর্ভুজ কী? ৬৫) মিলিয়ন শীট কী? ৬৬) FCC কী? ৬৭) সেন্সর কী? ৬৮) পিক্সেল কী? ৬৯) PSLV কী?
বিভাগ – ‘ঘ’
Madhyamik Geography Suggestion 2021 এর এই অংশে আমরা ৩ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবো যা তোমাদের আগামী মাধ্যমিক ২০২১ এর জন্য বিশেষভাবে সহায়ক হবে। তাহলে আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক Madhyamik Geography Suggestion 2021 এর বিভাগ ‘ঘ’ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি –
১) অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ?
২) গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন?
৩) গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ।
৪) ডিমভর্তি ঝুড়ি বলতে কী বোঝ?
৫) হিমরেখার উচ্চতা বিভিন্ন স্থানে আলাদা হয় কেন?
৬) ইয়ার্দাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখ।
৭) পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য লেখ।
৮) মরু অঞ্চলে ওয়াদি কেন দেখা যায়?
৯) বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝ?
১০) জেট বায়ুর বৈশিষ্ট লেখ।
১১) ত্রিকোনীয় মডেল ব্যাখ্যা করো।
১২) এল নিনো / লা নিনার প্রভাব লেখ।
১৩) 4 O’clock Rain বলতে কী বোঝ?
১৪) ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টি হয় কেন?
১৫) নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট লেখ?
১৬) চীনদেশীয় জলবায়ুর বৈশিষ্ট লেখ।
১৭) সমুদ্র স্রোত ও তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ।
১৮) সমুদ্র স্রোত ও আয়ন বায়ুর সম্পর্ক লেখ।
১৯) জোয়ারভাটার সুফল / কুফল আলোচনা করো।
২০) জোয়ার ভাটার সময় পরিবর্তন ঘটে কেন?
২১) ডেকানট্রাপ কাকে বলে?
২২) ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব আলোচনা করো।
২৩) ভারতে খরা দেখা যায় কেন?
২৪) ভারতের জল সংরক্ষণের উপায়গুলি লেখো।
২৫) খাদার ও ভাঙ্গারের পার্থক্য লেখ।
২৬) ভারতের কৃষির সমস্যাগুলি লেখ।
২৭) সবুজ বিপ্লব বলতে কী বোঝ?
২৮) বিশুদ্ধ কাঁচামাল এর গুরুত্ব লেখ।
২৯) ভারতের পেট্রো রসায়ন শিল্পের সমস্যা গুলি লেখ।
৩০) দুর্গাপুরকে ভারতের রুঢ় বলে কেন?
৩১) ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি লেখ।
৩২) ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখ?
৩৩) বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রদের ভুমিকা লেখ।
৩৪) ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব গুলি লেখ।
৩৫) বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতিগুলি আলোচনা করো।
৩৬) টোপো মানচিত্রের সুবিধাগুলি লেখো।
৩৭) জিও ষ্টেশনারী ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখ।
৩৮) উপগ্রহ চিত্রের সুবিধা / অসুবিধা গুলি আলোচনা করো।
৩৯) মানচিত্রের গুরুত্ব আলোচনা করো।
বিভাগ – ‘ঙ’
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ / Madhyamik Geography Suggestion 2021 এর এই অংশে আমরা ৫ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবো, যেগুলো Complete করলে তোমাদের Madhyamik Geography Suggestion 2021 নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এক্ষেত্রে তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে ১৫ টি বাক্যের মধ্যে। তাহলে দেখে নেওয়া যাক Madhyamik Geography Suggestion 2021 এর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন –
১) নদীর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো।
২) বায়ুর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ লেখ।
৩) বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বিষদে লেখ।
৪) উচ্চতা ও উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণিবিভাগ করে আলোচনা করো।
৫) কোনো স্থানের উষ্ণতার নিয়ন্ত্রক গুলি সম্পর্কে যা জানো লেখ।
৬) বিষ্ণ উষ্ণায়নের কারণগুলি ব্যাখ্যা করো।
৭) বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লেখ।
৮) সমুদ্র স্রোতের কারন/প্রভাব গুলি আলোচনা করো।
৯) জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি লেখ।
১০) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি সন্মন্ধে আলোচনা করো।
১১) ভারতের বিভিন্ন মৃত্তিকা অঞ্চল সম্পর্কে যা জানো লেখ।
১২) ধান/গম/চা/ইক্ষু/কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে যা জানো লেখ।
১৩) কার্পাস শিল্পের উন্নতির কারন ব্যাখ্যা করো।
১৪) তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারন গুলি ব্যাখ্যা করো।
১৫) জনজীবনে পরিবহণের গুরুত্ব আলোচনা করো।
Madhyamik Geography Suggestion 2021 এর এই অংশে আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর জন্য কিছু অঞ্চল নির্দেশ করে দিচ্ছি, যেগুলো Practise করলে মাধ্যমিক ২০২১ এ ভূগোল এর ম্যাপ পয়েন্টিং এর ১০ নম্বরের জন্য কোনো অসুবিধা হবে না –
পর্বতঃ আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, কারাকোরাম, জাস্কর, নাঙ্গা, পীরপাঞ্জাল, নীলগিরি, কার্ডামম, পূর্বঘাট, পশ্চিমঘাট প্রভৃতি।
মালভূমিঃ ছোটনাগপুর, দাক্ষিণাত্য, মেঘালয়, মহারাষ্ট্র।
শৃঙ্গঃ K2, নামচাবাওয়া, কাঞ্চনজঙ্ঘা, পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ, দোদাবেতা, আনাইমুদি, গুরুশিখর।
উপকূলঃ গুজরাট, কোঙ্কন, মালাবার, উত্তর সরকার, করমন্ডল।
নদনদী, হ্রদ ও অন্যান্যঃ গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপী, মহানদী, গোদাবরী, সম্বর, পুলিকট, কোলেরু, চিল্কা, উলার, লোকটাক, প্যাংগং, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, পক প্রনালী, ০ ডিগ্রী চ্যানেল, লাক্ষাদ্বীপ, DVC এর বিভিন্ন বাঁধ, হীরাকুদ, ভাকরা-নাঙ্গাল, নাগার্জুন সাগর।
জলবায়ুঃ বছরের দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, পশ্চিমী ঝঞ্জাযুক্ত অঞ্চল, বৃষ্টিচ্ছায় অঞ্চল, অধিক বৃষ্টি প্রবন অঞ্চল, বন্যা এবং খরা প্রবন অঞ্চল।
মৃত্তিকাঃ কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল।
স্বাভাবিক উদ্ভিদঃ চিরহরিৎ, মরু, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
কৃষিঃ চা, কফি, মিলেট, ইক্ষু, কার্পাস উৎপাদন অঞ্চল।
শিল্পঃ একটি লৌহ ইস্পাত (দুর্গাপুর, জামসেদপুর, ভিলাই, বার্নপুর, বিশাখাপত্তনম), একটি নির্মীয়মাণ লৌহ ইস্পাত কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং শিল্প, বৃহত্তম তৈল শোধনাগার, হলদিয়া তৈল শোধনাগার, ট্রম্বে শিল্প কেন্দ্র, তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, Hi-Tech City.
Click Here to Download the PDF Version Of Madhyamik Geography Suggestion 2021
Read More Madhyamik History Suggestion 2021 / মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১
বিঃ দ্রঃ Madhyamik Geography Suggestion 2021 এর এই পুরো আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক এবং কিছু বইয়ের সাহায্য নিয়ে। যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। তাই Madhyamik Geography Suggestion 2021 এর এই আর্টিকেলটি নিয়ে তোমাদের / আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।