Menu

Madhyamik Geography Suggestion 2023 for Last Minute Revision

Madhyamik Geography Suggestion 2023 for last Minute Revision; আজকে আমরা এই আর্টিকেলটিতে তোমাদের জন্য তুলে ধরেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আগামী মাধ্যমিক ২০২৩ এর ভূগোল বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বা সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি যেগুলি তোমরা ভালো করে যদি মুখস্ত করে নাও তাহলে আশা রাখা যায় এখান থেকে অনেক প্রশ্নই তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন হিসেবে পেয়ে যাবে।

Madhyamik Geography Suggestion 2023 for Last Minute Revision

WBBSE Madhyamik Examination 2023

বিভাগ ‘ক’ – বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ( নম্বর ১)

এই বিভাগের প্রশ্নগুলি করার জন্য তোমাকে অবশ্যই পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে তার সাথে সাথে যে কোন একটি টেস্ট পেপার যদি ভালো করে সলভ করো তাহলে এই বিভাগের প্রশ্ন উত্তর গুলো নিয়ে কোন সমস্যা থাকার কথা নয়।

বিভাগ ‘খ’ – অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ( প্রশ্ন মান ১)

এক্ষেত্রেও তোমাদের সেই একই উপদেশ দেব ভালো করে পাঠ্য বই পড়ো এবং তার সাথে টেস্ট পেপার সলভ কর।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (৬টি) (প্রস্নমান ২)

১। অবরোহণ ও আরোহণ কাকে বলে? 

২। ষষ্ঠ ঘাতের সূত্র কি? 

৩। ক্ষয়ীভবন কাকে বলে? 

৪। নগ্নীভবন কাকে বলে? 

৫। জলবিভাজিকা কাকে বলে? 

৬। ক্যানিয়ন কাকে বলে? 

৭। মিয়েন্ডার কাকে বলে? 

৮। প্রপাতকূপ কি? 

৯। স্বাভাবিক বাঁধ বা লেভি কি? 

১০। হিমরেখা কি? 

১১। ড্রামলিন কাকে বলে? 

১২। বার্গকত কাকে বলে? 

১৩। ক্রেভাস বলতে কি বোঝ? 

১৪। বার্খান কি? 

১৫। প্রিয়ান কাকে বলে? 

১৬। পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে? 

১৭। লোয়েস কি? 

১৮। অ্যালবেডো কাকে বলে? 

১৯। ল্যাপস রেট বা তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার বলতে কি বোঝ? 

২০। অশ্ব অক্ষাংশ কাকে বলে? 

২১। গর্জনশীল চল্লিশা কাকে বলে? 

২২। শিশিরাঙ্ক বলতে কি বোঝ? 

২৩। ধোঁয়াশা কাকে বলে? 

২৪। ফেরেলের সূত্র কাকে বলে? 

২৫। শৈবাল সাগর কাকে বলে? 

২৬। হিমপ্রাচীর কাকে বলে? 

২৭। চিনুক কি? 

২৮। E-বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে? 

২৯। স্ক্র্যাবার কি? 

৩০ জৈব বর্জ্য কাকে বলে? 

৩১। জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে? 

৩২। দুন উপত্যকা কাকে বলে? 

৩৩। খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝ? 

৩৪। তরাই বলতে কি বোঝ? 

৩৫। ফালি চাষ কাকে বলে? 

৩৬। পড়সল মৃত্তিকা কি? 

৩৭। আম্রবৃষ্টি কি? 

৩৮ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 

৩৯। লু ও আঁধি কাকে বলে? 

৪০। মৌসুমী বিস্ফোরণ কি? 

৪১। সামাজিক বনসৃজন কী? 

৪২। জায়িদ শস্য কাকে বলে? 

৪৩ ৷ রবিশস্য ও খারিফ শস্যের মধ্যে কি পার্থক্য? 

৪৪। পণ্যসূচক বলতে কি বোঝ? 

৪৫ শিকড় আলগা শিল্প বা Foot loose Industry কাকে বলে? 

৪৬। অনুসারী শিল্প কাকে বলে? 

৪৭। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? 

৪৮। জনঘনত্ব কাকে বলে? 

৪৯। জনবিস্ফোরণ কাকে বলে? 

৫০। কাম্য জনসংখ্যা কাকে বলে? 

৫১। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 

৫২। ই-মেল বলতে কি বোঝ? 

৫৩। সোনালী চতুর্ভূজ কি? 

৫৪। দূরসংবেদন (Remote Sensing) কি? 

৫৫। সেন্সর কি? 

৫৬। পিক্সেল কি? 

৫৭। FCC কি? 

৫৮। মিলিয়ন শিট কি? 

৫৯। বিভেদন কাকে বলে? 

৬০। বেঞ্চমার্ক কাকে বলে? 

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৪টি) (প্রতিটি প্রশ্নের মান ৩ )

১) অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো।  

২। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 

৩। নদীর ক্ষয়প্রক্রিয়া কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল 

৪। নদীর বহন প্রক্রিয়াগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। 

৫। সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। না কেন? 

৬। বার্খান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য নিরূপন করো। 

৭। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। 

৮। উপোস্ফিয়ার স্ক্যাটোস্ফিয়ারের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায়? 

৯। ওজনোস্পিয়ারের গুরুত্ব লেখো। 

১০। , বৈপরীত্য উত্তাপ কিভাবে ঘটে? 

১১। এল নিনো ও লা নিনা বলতে কী বোঝো? 

১২। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখ। 

১৩।  মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা কর। 

১৪।  ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ। 

১৫।  বজ্র প্রক্রিয়াকরণে 4R  বলতে কী বোঝো? 

১৬।  ভাগীরথী ও হুগলি নদীতে বর্জের প্রভাব আলোচনা কর। 

১৭।   বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখ। 

১৮।  বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? 

১৯। ভারতের কৃষিতে জল সেচের প্রয়োজনীয়তা উল্লেখ কর। 

২০। সেচ বাঁধ ও বহুমুখী বাঁধের মধ্যে পার্থক্য নিরূপণ কর। 

২১।  ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য গুলি লেখ। 

২২।  কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি লেখ। 

২৩।  মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর। 

২৪।  অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখ। 

২৫।  ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। 

২৬।  দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন? 

২৭।  আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? 

২৮।   ভারতে  পেট্রো কেমিক্যাল শিল্প বন্দর ভিত্তিক হয় কেন? 

২৯।  ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা কর। 

৩০।  রেলপথ কে ভারতের জীবনরেখা বলা হয় কেন? 

৩১। ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর। 

৩২।  ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ কর। 

৩৩।  দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা গুলি কি কি? 

৩৪।  জিও স্টেশনারি উপগ্রহ ও সানশিনকোনাস উপগ্রহের বৈশিষ্ট্য গুলি লেখ। 

রচনাধর্মী প্রশ্ন চারটি (প্রতিটি প্রশ্নের মান-৫)

১। নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 

২। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 

৩। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 

৪। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 

৫। উষ্ণতার তারতম্যের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। 

৬। বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 

৭। বায়ুমণ্ডলে তাপের তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। 

৮। সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 

৯। ভরা কোটাল ও মরা কোটাল ব্যাখ্যা করো। 

১০। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য করো। 

১১। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি তা আলোচনা করো। 

১২। ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 

১৩। ভারতের গম/চা/কফি/কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগলিক পরিবেশের বর্ণনা দাও। 

১৪। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি? 

১৫। ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি কি কি? 

১৬। ভারতে নগর গড়ে ওঠার কারণ ও নগরায়ণের সমস্যাগুলি লেখো।

ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত প্রতীক ও নাম গুলি চিহ্নিত করঃ 

পর্বত ও পর্বত শৃঙ্গঃ  শিবালিক,  আরাবল্লী,  সাতপুরা,  নীলগিরি,  গডইন অস্টিন  শৃঙ্গ।

মালভূমিঃ  লাদাখ,  মেঘালয়,  ডেকান ট্রাপ,  ছোটনাগপুর।

নদ নদীঃ  নর্মদা,  তাপী,  গোদাবরী,  কৃষ্ণা,  কাবেরী।

হ্রদঃ  সম্বর,  উলার,  চিলকা,  কোলেরু,  লোকটাক,  পুলিকট।

প্রণালী ও উপকূলঃ  করমন্ডল,  কঙ্কন,  ইন্দিরা পয়েন্ট,  কন্যাকুমারিকা,  পপ প্রণালী।

স্বাভাবিক উদ্ভিদঃ  চিরহরিৎ অরণ্য অঞ্চল,  মরু অঞ্চলের উদ্ভিদ,  ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল।

মৃত্তিকাঃ ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল,  মরু মৃত্তিকা অঞ্চল,  লবণাক্ত মৃত্তিকা অঞ্চল।

কৃষিঃ  গম উৎপাদক অঞ্চল,  কফি উৎপাদক অঞ্চল,  কার্পাস উৎপাদক অঞ্চল।

শিল্পঃ  উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র,  পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র,  উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার,  ভারতের ম্যানচেস্টার,  ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র,  ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র।

শহর ও বন্দরঃ  ভারতের প্রবেশদ্বার,  ভারতের ডেট্রয়েট,  ভারতের সিলিকন ভ্যালি, আরব সাগরের রানী,  ভারতের শুল্কমুক্ত বন্দর,  পূর্ব পশ্চিম ও দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর,  ভারতের প্রধান প্রশাসনিক শহর,  পূর্ব রেলপথের সদর দপ্তর,  পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র।

***এই বিভাগের প্রশ্নগুলির উত্তর করার জন্য তোমাদেরকে অবশ্যই টেস্ট পেপার ভালো করে বাড়িতে অধ্যায়ন করতেই হবে. 

Read More: Madhyamik Geography Test Paper page 56 Answer 2023

আমাদের আজকের এই Madhyamik Geography Suggestion 2023 for Last Minute Revision টিকে PDF আকারে Download করতে নীচে দেওয়া Download Button টিতে ক্লিক করুন

To Download The PDF Click Here
Madhyamik Geography Suggestion 2023 PDF File Download

Madhyamik Geography Test Paper page 56 Answer 2023

বিঃ দ্রঃ আমাদের আজকের এই Madhyamik Geography Suggestion 2023 for last Minute Revision টি তৈরি করতে আমাদের কিছু বইয়ের সাহায্য নিতে হয়েছে,  যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা বা সেভাবে অনুমতি নেওয়া হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই Madhyamik Geography Suggestion 2023 for last Minute Revision নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণের।

 

*** মনে রাখতে হবে সাজেশন(Madhyamik Geography Suggestion 2023 for last Minute Revision) হলো আন্দাজ ভিত্তিক এবং একটা স্পেসিফাই ভাবে পড়াশোনা করার জন্য।  তবে এখানে কিন্তু কখনোই ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া যায় না যার জন্য প্রথম থেকেই তোমাদের বলে আসছি যে সবার আগে পাঠ্য বইটিকে ভালো করে পড়ো এবং তারপর এইরকম কিছু সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোর আলোচনা দেখা যেতে পারে।  বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন।  ভালো করে পড়াশুনা করো এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলো জাতির মুখ উজ্জ্বল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!