Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে; তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক। সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল। আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ১৪৮ নম্বর পেজের ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।
ভূগোল
Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq
বিভাগ-‘ক’
বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১×১৪=১৪
১.১ গাঙ্গেয় ব-দ্বীপ যে প্রক্রিয়ার ফলে গঠিত তা হল- (ক) অবরোহন (খ) আরোহন (গ) পর্যায়ন (ঘ) আবহবিকার।
উত্তরঃ (খ) আরোহন।
১.২ পলল ব্যজনী সৃষ্টি হয় নদীর- (ক) উচ্চগতিতে (খ) মোহনাতে (গ) নিম্নগতিতে (ঘ) মধ্যগতিতে।
উত্তরঃ (ঘ) মধ্যগতিতে।
১.৩ বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, তা হল – (ক) বিকিরণ (খ) পরিবহণ (গ) পরিচলন (ঘ) তাপশোষণ।
উত্তরঃ (ক) বিকিরণ।
১.৪ ‘সীমান্তবৃষ্টি’ বলা হয়- (ক) ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিকে (খ) পরিচলন বৃষ্টিকে (গ) শৈলোৎক্ষেপ বৃষ্টিকে (ঘ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিকে।
উত্তরঃ (ঘ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিকে।
১.৫ একটি সাময়িক বায়ুর উদাহরণ হল- (ক) আয়ন বায়ু (খ) কালবৈশাখী (গ) মৌসুমীবায়ু (ঘ) লু।
উত্তরঃ (গ) মৌসুমীবায়ু।
১.৬ উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয়- (ক) হিমপ্রাচীর (খ) হিমরেখা (গ) হিমশৈল (ঘ) মগ্নচড়া।
উত্তরঃ (ক) হিমপ্রাচীর।
১.৭ কম্পিউটার, T.V প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়- (ক) Hazardous waste (খ) Toxic waste (গ) E. waste (ঘ) Radioactive waste
উত্তরঃ (গ) E. waste
১.৮ 1956 সালে রাজ্যপুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল- (ক) বর্ণ (খ) সংস্কৃতি (গ) খাদ্যাভাষ (ঘ) ভাষা।
উত্তরঃ (ঘ) ভাষা।
১.৯ আম্রবৃষ্টি দেখা যায়- (ক) পূর্ব ভারতে (খ) পশ্চিম ভারতে (গ) উত্তর ভারতে (ঘ) দক্ষিণ ভারতে।
উত্তরঃ (ঘ) দক্ষিণ ভারতে।
১.১০ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে- (ক) ভাঙ্গার (খ) ভাবর (গ) খাদার (ঘ) বেট।
উত্তরঃ (খ) ভাবর।
১.১১ ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কী?- (ক) সিরহান্দ খাল (খ) যমুনা খাল (গ) ইন্দিরা গান্ধী খাল (ঘ) দোয়াব খাল।
উত্তরঃ (গ) ইন্দিরা গান্ধী খাল।
১.১২ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয়- (ক) দিল্লিতে (খ) মুম্বাইতে (গ) বেঙ্গালুরুতে (ঘ) কলকাতাতে।
উত্তরঃ (ঘ) কলকাতাতে।
১.১৩ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল- (ক) প্লাস্টিক (খ) খনিজতেল (গ) লৌহ আকরিক (ঘ) ন্যাপথা।
উত্তরঃ (ঘ) ন্যাপথা।
১.১৪ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত- (ক) কলকাতায় (খ) দেরাদুনে (গ) দিল্লিতে (ঘ) হায়দ্রাবাদে।
উত্তরঃ (খ) দেরাদুনে।
Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved for Madhyamik 2024 WBBSE Board
বিভাগ-‘খ‘
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু‘ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ‘ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্ত দাও): ১×৬=৬
২.১.১ পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হল কাতারা।
উত্তরঃ শুদ্ধ।
২.১.২ দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৩ ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৪ পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৫ রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৬ তথ্যপ্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৭ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর।
উত্তরঃ অশুদ্ধ।
Read more: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE board
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.২.১ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে।
উত্তরঃ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়।
২.২.২ বায়ুমণ্ডলের স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ–পৃষ্ঠে ফিরে আসে।
উত্তরঃ বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।
২.২.৩ কৃষ্ণ ও শুক্ল পক্ষের তিথিতে মরা কোটাল হয়।
উত্তরঃ কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়।
২.২.৪ কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে।
উত্তরঃ কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলে।
২.২.৫ রাজস্থানের এ মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত।
উত্তরঃ রাজস্থানের যোধপুরে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত।
২.২.৬ পূর্ব ভারত, নেপাল ও ভূটানকে কলকাতা বন্দরের বলে।
উত্তরঃ পূর্ব ভারত, নেপাল ও ভূটানকে কলকাতা বন্দরের পশ্চাদভূমি বলে।
২.২.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল.
উত্তরঃ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল.আর্্যভট্ট।
Read more: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE board.
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.৩.১ ‘ক্ষয়সীমা‘ ধারনার প্রবর্তক কে?
উত্তরঃ ‘ক্ষয়সীমা’ ধারনার প্রবর্তক যে ডব্লিউ পাওয়েল।
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়?
উত্তরঃ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়।
২.৩.৩ ভূ–মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়?
উত্তরঃ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়।
২.৩.৪ কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কী বলা হয়?
উত্তরঃ কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে অবাত কম্পোস্টিং বলা হয়।
২.৩.৫ প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে?
উত্তরঃ প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা বাংলা দেশের সাথে রয়েছে।
২.৩.৬ বলউইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়?
উত্তরঃ বলউইভিল পোকার আক্রমণ কার্পাস চাষে দেখা যায়।
২.৩.৭ পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূ–বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যা কয়টি?
উত্তরঃ পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যা ২২২২ টি।
Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE Board
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ খামসিন | (১) আমেদাবাদ (২) |
২.৪.২ ম্যাঞ্চেস্টার | (২) পারাদ্বীপ (৪) |
২.৪.৩ মারুতি সুজুকি | (৩) সাহারা (১) |
২.৪.৪ ওড়িশা | (৪) গুরগাঁও (৩) |
*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হয়েছে।
Read More: Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE board
মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে। সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।