Madhyamik Geography Test paper page 193 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে; তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক। সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল। আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ১৯৩ নম্বর পেজের ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।
ভূগোল
Madhyamik Geography Test paper page 193 SaQ & Mcq
বিভাগ-‘ক‘
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১×১৪=১৪
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে- (ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনী আলোড়ন (ঘ) মহিভাবক আলোড়ন।
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া।
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে- (ক) নুনাটাক (খ) ক্রেভাস (গ) বার্গক্রন্ড (ঘ) সার্ক।
উত্তরঃ (খ) ক্রেভাস।
১.৩ মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ু মণ্ডলের যে স্তরে দেখা যায়- (ক) থার্মোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
উত্তরঃ (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
১.৪ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল- (ক) চিনুক (খ) বোরা (গ) ব্লিজার্ড (ঘ) মিস্ট্রাল।
উত্তরঃ (ক) চিনুক।
১.৫ জলীয় বাষ্পের জল কণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল- (ক) বাষ্পীভবন (খ) ঘনীভবন (গ) শিশিরাঙ্ক (ঘ) স্ফুটনাঙ্ক।
উত্তরঃ (খ) ঘনীভবন।
১.৬ উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে- (ক) হিমশৈল (খ) হিমপ্রাচীর (গ) হিমানী সম্প্রপাত (ঘ) হিমগুল্ম।
উত্তরঃ (খ) হিমপ্রাচীর।
১.৭ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল- (ক) কম্পোস্টিং (খ) স্ক্রাবার (গ) ভরাটকরণ (ঘ) কম্পাউন্ডিং।
উত্তরঃ (ক) কম্পোস্টিং।
১.৮ নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়- (ক) বিহার (খ) উত্তরপ্রদেশ (গ) অন্ধ্রপ্রদেশ (ঘ) মধ্যপ্রদেশ।
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ।
১.৯ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে- (ক) তেলেঙ্গানা (খ) উত্তরাখণ্ড (গ) ঝাড়খণ্ড (ঘ) জম্মু ও কাশ্মীর ভেঙ্গে।
উত্তরঃ (ঘ) জম্মু ও কাশ্মীর ভেঙ্গে।
১.১০ ভারতের যে নদীর মোহনায় কোনো বই নেই- (ক) নর্মদা (খ) কৃষ্ণা (গ) গোদাবরী (ঘ) কাবেরী।
উত্তরঃ (ক) নর্মদা।
১.১১ ‘মৌসুমী বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়- (ক) মেঘালয় (খ) কর্ণাটক (গ) কেরালা (ঘ) পশ্চিমবঙ্গে।
উত্তরঃ (গ) কেরালা।
১.১২ ভারতে মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপটি হল । (ক) ঝুমচাষ (খ) জলসেতু (গ) ফালিচাষ (ঘ) পশুচারণ।
উত্তরঃ (গ) ফালিচাষ।
১.১৩ বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল- (ক) লৌহ ইস্পাত শিল্প (খ) বস্তুবয়ন শিল্প (গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প (ঘ) তথ্য প্রযুক্তি শিল্প।
উত্তরঃ (খ) বস্তুবয়ন শিল্প।
১.১৪ ভারত থেরে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল- (ক) IRS (খ) LANDSAT (গ) SPOT (ঘ) NATMO
উত্তরঃ (ক) IRS
Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE
বিভাগ-‘খ‘
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু‘ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ‘ লেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.১.১ ট্রোপোস্ফিয়ারে ধুলিকণার উপস্থিতি সর্বাধিক।
উত্তরঃ শুদ্ধ।
২.১.২ এল নিনোর বছরগুলিয়ে ভারতে বন্যার সৃষ্টি হয়।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৩ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাড্নক বলে।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৪ বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৫ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৬ আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
উত্তরঃ অশুদ্ধ।
Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১x৬=৬
২.২.১ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে।
উত্তরঃ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে।
২.২.২ মরুস্থলী শব্দের অর্থ –।
উত্তরঃ মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ।
২.২.৩ পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ শতাংশ।
উত্তরঃ পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ ৬৬ শতাংশ।
২.২.৪ সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে।
উত্তরঃ সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে।
২.২.৫ এ কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত।
উত্তরঃ নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত।
২.২.৬ কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি চাষের জন্য বিখ্যাত।
উত্তরঃ কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত।
২.২.৭ জামনগর শিল্পের জন্য বিখ্যাত।
উত্তরঃ জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত।
Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.৩.১ নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?
উত্তরঃ নদী বাঁকের অবতল দিকে ক্ষয় বেশি ঘটে।
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
উত্তরঃ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান চলাচল করে।
২.৩.৩ ওজোন গহ্বর কী?
উত্তরঃ ওজন স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যেখানে ওজন গ্যাসের ঘনত্ব কম এবং যেখান দিয়ে সূর্যের অতিবেগুনী রশ্মি প্রবেশ করে তাকে ওজোন গহ্বর বলা হয়।
২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ ইউরেনিয়াম হল একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ।
২.৩.৫ মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো।
উত্তরঃ মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত।
২.৩.৬ 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
উত্তরঃ 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ৫৩টি।
২.৩.৭ উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়?
উত্তরঃ উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙের সাহায্যে দেখানো হয়।
২.৩.৮ কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহণ ব্যবস্থাকে?
উত্তরঃ মেট্রো রেলকে কলকাতার জীবনরেখা বলা হয়।
Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ লু | (১) ব্লোআউট (২) |
২.৪.২ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত | (২) হাড়িয়াভাঙ্গা ( ৩) |
২.৪.৩ পূর্বাশা | (৩) মৃত্তিকাক্ষয় (৮) |
২.৪,৪ ঝুমচাষ | (৪) উত্তর পশ্চিম ভারত (১) |
*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।
Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE
Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE
মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 193 ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে। সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।