Menu

Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ২২৬ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ভূগোল

Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq

বিভাগ-‘

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:                             ×১৪=১৪

১.১ যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে- (ক) আরোহন প্রক্রিয়া (খ) নগ্নীভবন প্রক্রিয়া (গ) পর্যায়ন (ঘ) অবরোহন প্রক্রিয়া।

উত্তরঃ () আরোহন প্রক্রিয়া।

১.২ মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে- (ক) মন্থকূপ (খ) ‘V’ আকৃতির উপত্যকা (গ) ক্যানিয়ন (ঘ) ওয়াদি।

উত্তরঃ () ক্যানিয়ন।

১.৩ পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে- (ক) সিন্ধুনদের মোহনায় (খ) নীলনদের মোহনায় (গ) মিসিসিপি- মিসৌরীর মোহনায় (ঘ) হোয়াংহোর মোহনায়।

উত্তরঃ () মিসিসিপিমিসৌরীর মোহনায়।

১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়- (ক) থার্মোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) ব্যারোমিটার (ঘ) অ্যানিমোমিটার।

উত্তরঃ () হাইগ্রোমিটার।

১.৫ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে- (ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) কালবৈশাখী।

উত্তরঃ () হ্যারিকেন।

১.৬ সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে – (ক) হিমশৈল (খ) মগ্নচড়া (গ) হিমপ্রাচীর (ঘ) শৈবাল সাগর।

উত্তরঃ () হিমশৈল।

১.৭ একটি ই-বর্জ্যের উদাহরণ হল- (ক) ওষুধের শিশি (খ) ভাঙ্গা মোবাইল (গ) ফলের খোসা (ঘ) কাগজ।

উত্তরঃ () ভাঙ্গা মোবাইল।

১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল- (ক) তেলেঙ্গানা (খ) গোয়া (গ) ঝাড়খন্ড (ঘ) ছত্তিশগড়।

উত্তরঃ () তেলেঙ্গানা।

১.৯ আম্রবৃষ্টি দেখা যায়- (ক) উত্তর ভারতে (খ) দক্ষিণ ভারতে (গ) পশ্চিম ভারতে (ঘ) মধ্য ভারতে।

উত্তরঃ () দক্ষিণ ভারতে।

১.১০ ভারতের বৃহত্তম মহানগরটি হল – (ক) মুম্বাই (খ) নতুন দিল্লি (গ) কলকাতা (ঘ) চেন্নাই।

উত্তরঃ () মুম্বাই।

১.১১ ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়- (ক) বেঙ্গালুরু (খ) চেন্নাই (গ) কলকাতা (ঘ) দিল্লি।

উত্তরঃ () বেঙ্গালুরু।

১.১২ ভারতের করমুক্ত বন্দর- (ক) কান্দালা (খ) মুম্বাই (গ) কলকাতা (ঘ) চেন্নাই।

উত্তরঃ () কান্দালা।

১.১৩ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল – (ক) ভাকরা নাঙ্গাল। (খ) দামোদর (গ) রিহান্দ (ঘ) হীরাকুঁদ।

উত্তরঃ () ভাকরা নাঙ্গাল।

১.১৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার রঙ থাকে – (ক) বাদামী (খ) সবুজ (গ) নীল (ঘ) লাল।

উত্তরঃ () বাদামী।

Read More: Madhyamik Geography Test paper page 193 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘২।

. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলে পাশেলেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : x=

২.১.১ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়।

উত্তরঃ অশুদ্ধ।

২.১.২ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৩ আর্সেনিক দূষণ হল একপ্রকার জলদূষণ।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৪ ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৫ গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৬ কোচিকে ‘আরবসাগরের রানী’ বলে।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৭ ISRO-এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।

উত্তরঃ শুদ্ধ।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছয়টি):    ×=

.. থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে।

উত্তরঃ থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।

.. জলীয় বাষ্প ঘণীভূত হওয়ার সময় ত্যাগ করে।

উত্তরঃ জলীয় বাষ্প ঘণীভূত হওয়ার সময় লীনতাপ ত্যাগ করে।

.. সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ।

উত্তরঃ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ নিয়ত বায়ুপ্রবাহ।

.. যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে।

উত্তরঃ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে।

.. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ

উত্তরঃ কন্যাকুমারিকা অন্তরীপ হল ভারতের মূল ভূ-খণ্ডের দক্ষিণতম অংশ।

.. এর চা স্বাদে গন্ধে অতুলনীয়।

উত্তরঃ দার্জিলিং এর চা স্বাদে গন্ধে অতুলনীয়।

.. জোয়ার, বাজরা রাগিকে একত্রে  বলে। 

উত্তরঃ জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে   মিলেট বলে।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :   x=

.. সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?

উত্তরঃ সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত।

.. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়?

উত্তরঃ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে আভাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়।

.. কুরোশিয়ো স্রোত কোন্ মহাসাগরে দেখা যায়?

উত্তরঃ কুরোশিয়ো স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়।

.. প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য?

উত্তরঃ প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য।

.. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল শিলং।

.. ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

উত্তরঃ আউশ ধান হল ভারতের একটি জায়িদ ফসল।

.. ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো।

উত্তরঃ ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম বিশাখাপত্তনম।

.. R.F স্কেলের পুরো কথা কী?

উত্তরঃ R.F স্কেলের পুরো কথা Representation Fraction.

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:                                                 ×=
বামদিক ডানদিক
২.৪.১ জেট বায়ু (১) রাজস্থান
২.৪.২ আঁধি (২) বৃহত্তম কয়াল
২.৪.৩ ভেম্বনাদ (৩) তথ্য প্রযুক্তি
২.৪.৪ আউটসোর্সিং (৪) দ্রুতগামী বায়ুপ্রবাহ

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved
Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!