Menu

Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ২৭২ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

মাধ্যমিক ভূগোল ২০২৪

Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq

বিভাগ-‘

১। বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ×১৪=১৪

১.১ উচ্চ ভূ-ভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল – (ক) প্লাবনভূমি (খ) স্বাভাবিক বাঁধ (গ) পললপাখা (ঘ) নদী চর।

উত্তরঃ () পললপাখা।

১.২ কোটি জৈব বর্জ্য – (ক) প্লাস্টিক (খ) কাঁচ (গ) ধানের খড় (ঘ) কম্পিউটার।

উত্তরঃ () ধানের খড়।

১.৩ ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্রস্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হল (ক) ক্যানারি স্রোত (খ) মৌসুমী স্রোত (গ) কুরোশিও স্রোত (ঘ) বেঙ্গুয়েলা স্রোত।

উত্তরঃ () মৌসুমী স্রোত।

১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়- (ক) থার্মোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) ব্যারোমিটার (ঘ) অ্যানিমোমিটার।

উত্তরঃ () অ্যানিমোমিটার।

১.৫ মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলে- (ক) প্লায়া (খ) বাজাদা (গ) ক্যালডেরা (ঘ) দুন।

উত্তরঃ () প্লায়া।

১.৬ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল – (ক) সোমালি স্রোত (খ) হামবোল্ড স্রোত (গ) বেঙ্গুয়েলা স্রোত (ঘ) কুরোশিও স্রোত।

উত্তরঃ () বেঙ্গুয়েলা স্রোত।

১.৭ ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে- (ক) ম্যাকমোহন লাইন (খ) র‍্যাডক্লিক লাইন (গ) আন্তর্জাতিক লাইন (ঘ) মাউনব্যাটন লাইন।

উত্তরঃ () ম্যাকমোহন লাইন।

১.৮ ভারতের জীবনরেখা বলা হয়- (ক) সড়কপথ (খ) পাতালরেল (গ) রেলপথ (ঘ) জলপথকে।

উত্তরঃ () রেলপথ।

১.৯ ভারতের বৃহত্তম হিমবাহ হল – (ক) বলটেরো (খ) রিয়াফো (গ) হিমপার (ঘ) সিয়াচেন।

উত্তরঃ () সিয়াচেন।

১.১০ প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় – (ক) অমাবস্যা (খ) অষ্টমী (গ) দ্বাদশী (ঘ) পূর্ণিমা।

উত্তরঃ () পূর্ণিমা।

১.১১ ভারতের ‘city of Spices’ বা মশলার শহর বলা হয়- (ক) ঔরঙ্গবাদ (খ) জয়পুর (গ) সেকেন্দ্রাবাদ (ঘ) কোঝিকোড়।

উত্তরঃ () কোঝিকোড়।

১.১২ ভারতের একমাত্র করমুক্ত বন্দর হল – (ক) কান্দালা (খ) মুম্বাই (গ) চেন্নাই (ঘ) হলদিয়া।

উত্তরঃ () কান্দালা।

১.১৩ ভারতের মূল ভূ-খণ্ডের দক্ষিণতম স্থূলবিন্দু হল – (ক) কন্যাকুমারিকা অন্তরীপ (খ) রামেশ্বরম (গ) গুহারমতি (ঘ) ইন্দিরা পয়েন্ট।

উত্তরঃ () কন্যাকুমারিকা অন্তরীপ।

১.১৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শীটের বিস্তার- (ক) ৪০×৪° (খ) ১০×১° (গ) ৩০°০×৩০° (ঘ) ১৫০×১৫’।

উত্তরঃ () ১৫০×১৫

Read More: Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘২।

. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলেলেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):

২.১.১ হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হল অপসারণ।

উত্তরঃ ভুল।

২.১.২ উপসাগরীয় ও লাব্রাডার স্রোতের মিলনস্থলে গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়া সৃষ্টি হয়েছে।

উত্তরঃ ঠিক।

২.১.৩ আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

উত্তরঃ ঠিক।

২.১.৪ ছদ্মরঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয়।

উত্তরঃ ভুল।

২.১.৫ পলি মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে।

উত্তরঃ ঠিক।

২.১.৬ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি।

উত্তরঃ ঠিক।

২.১.৭ লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : x=

.. নদীখাতে সৃষ্ট গর্তকে —- বলে।

উত্তরঃ নদীখাতে সৃষ্ট গর্তকে মন্থকূপ বলে।

.. ওজন স্তর দেখা যায় বায়ুমণ্ডলেরস্তরে।

উত্তরঃ ওজন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে।

২.২.৩ নদী বান ডাকার জন্য বিখ্যাত।

উত্তরঃ হুগলী নদী বান ডাকার জন্য বিখ্যাত।

.. ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল

উত্তরঃ ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র।

.. ভারতের ব্যারেন হল —- আগেয়গিরি।

উত্তরঃ ভারতের ব্যারেন হল জীবন্ত আগ্নেয়গিরি।

.. ভারতপাকিস্তানের সীমারেখার নাম।

উত্তরঃ ভারত-পাকিস্তানের সীমারেখার নাম র‍্যাডক্লিফ লাইন।

..শহরকে ভারতের সবুজ নগর বলা হয়।

উত্তরঃ চেন্নাই শহরকে ভারতের সবুজ নগর বলা হয়।

Read More: Madhyamik Geography Test paper page 193 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. একটি বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ×=

.. পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কী বলে?

উত্তরঃ পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে বার্গস্রুন্ড বলে।

.. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত?

উত্তরঃ সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ ১০১৩.২৫ মিলিবার।

.. কোন্ বায়ুপ্রবাহে Index cycle দেখা যায়?

উত্তরঃ জেট বায়ু প্রবাহে Index cycle দেখা যায়।

.. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি দেরাদুনে অবস্থিত।

.. কোন্ মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে?

উত্তরঃ জুন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে।

.. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়?

উত্তরঃ ভারতে সবুজ বিপ্লবের ফলে গম উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়।

.. কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কী বলে?

উত্তরঃ কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে তাল বলে।

..চেরি ব্লসমকোন রাজ্যে দেখা যায়?

উত্তরঃ ‘চেরি ব্লসম কর্নাটক রাজ্যে দেখা যায়।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

. বামদিকের সাথে ডানদিকগুলি মিলিয়ে লেখো: ×=
বামদিক ডানদিক
২.৪.১ মাজুলি (১) জলজ প্রাণীর মৃত্যু (৩)
২.৪.২ সড়ক পথ (২) মরুবসতি যুক্ত অঞ্চল (৪)
২৪.৩ ইউট্রোফিকেশন (৩) সোনালী চর্তুভুজ (২)
২.৪,৪ মরুদ্যান (৪) বৃহত্তম নদী দ্বীপ (১)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq
Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 272 SaQ & Mcq Solved) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!