Menu

Madhyamik Geography Test Paper page 56 Answer 2023

Madhyamik Geography Test Paper page 56 Answer; সামনেই 2023 সালের মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের (WBBSE) সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের এই নিবেদন- Madhyamik Geography Test Paper page 56 Answer যা তোমাদের আগামী Madhyamik 2023  পরীক্ষার জন্য বিশেষ সহযোগী হবে.

মাধ্যামিক ২০২৩ – Madhyamik 2023

Madhyamik Geography Test Paper page 56 Answer

বিভাগ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ ১৪X=১৪

১.১ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন – ক) এল সি কিং খ) ডব্লিউ পেঙ্ক গ) জে ডব্লিউ  পাওয়েল ঘ)  ডব্লিউ এস  ডেভিস।

উত্তরঃ ) জে ডব্লিউ পাওয়েল।

১.২ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ,  আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে  বলা হয় – ক)  এসকার খ) কেম গ)  ড্রামলিন ঘ) কেটল।

উত্তরঃ ) এসকার।

১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত  ফিলিপাইনস-এ  যে নামে পরিচিত- ক)  টুইস্টার খ) তাইফুন গ)  হ্যারিকেন ঘ) ব্যাগুই।

উত্তরঃ ) ব্যাগুই।

১.৪ পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে- ক) ক্যাটাবেটিক বায়ু খ) অ্যানাবেটিক বায়ু গ)  পশ্চিমা বায়ু ঘ)  আয়ন বায়ু।

উত্তরঃ ) অ্যানাবেটিক বায়ু।

১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে- ক) আটলান্টিক মহাসাগর খ) প্রশান্ত মহাসাগর গ)  ভারত মহাসাগর ঘ)  উত্তর সাগর।

উত্তরঃ ) প্রশান্ত মহাসাগর।

১.৬ পৃথিবীর বৃহত্তম মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে যে দুই ধরনের সমুদ্র স্রোতের মিলনস্থলে তা হল- ক) দুটি উষ্ণ স্রোতের খ)  উষ্ণ ও শীতল স্রোতের গ)  দুটি শীতল স্রোত এর ঘ)  কোনটাই নয়।

উত্তরঃ ) উষ্ণ শীতল স্রোতের মিলন স্থলে।

১.৭ বজ্র সৃষ্টি হয় না নিচের যে উৎস থেকে- ক) বায়ু বিদ্যুৎ কেন্দ্র খ)  সৌর বিদ্যুৎ কেন্দ্র গ)  জোয়ার ভাটা শক্তি কেন্দ্র ঘ)  সবগুলোই প্রযোজ্য।

উত্তরঃ সবগুলোই প্রযোজ্য।

১.৮  গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী নবীন পলিমাটি কে বলে- ক) ভাবর খ)  ভুর গ) খাদার ঘ)  ভাঙ্গড়।

উত্তরঃ ) খাদার।

১.৯  পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ  যা নীলগিরি পর্বত এর নিকটবর্তী  তা হল – ক) থলঘাট খ) ভোরঘাট গ)  পলঘাট ঘ)  কাসারাঘাট।

উত্তরঃ ) পলঘাট।

১.১০  গোদাবরী নদীর একটি উপনদীর হল- ক)  ধানসিঁড়ি খ)  তুঙ্গ ভদ্রা গ)  কোশি ঘ) ইন্দ্রাবতী।

উত্তরঃ ) ইন্দ্রাবতী।

১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো- ক)  জলসেচ খ)  ঝুম চাষ গ)  ফালি চাষ ঘ)  পশুচারণ।

উত্তরঃ ফালি চাষ।

১.১২  উত্তর ভারতের একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল- ক) কানপুর খ)  কাপুরথালা গ)  বারানসি ঘ)  গুরগাঁও।

উত্তরঃ বারানসি।

১.১৩  পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দর টি হল- ক)  চেন্নাই খ)  তুতিকোরিন গ)  পারাদ্বীপ ঘ)  বিশাখাপত্তনম।

উত্তরঃ ) তুতিকোরিন।

১.১৪  নিচের যেটি  জিওস্টেশনারি উপগ্রহ নয়,  সেটি হল- ক) INSAT খ) LANDSAT গ) GOES ঘ) METEOSAT

উত্তরঃ ) LANDSAT

বিভাগ .  নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু  এবং  অশুদ্ধ হলে   লেখ। ( যেকোনো ছয়টি)

২.১.১  সমপ্রায় ভূমিতে ইনসেলবার্জ দেখা যায় শুদ্ধ।

২.১.২  পর্বতের  অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘাটে অশুদ্ধ।

২.১.৩   চিলকা  হল ভারতের বৃহত্তম উপহ্রদ শুদ্ধ।

২.১.৪  দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান  24 ঘন্টা শুদ্ধ।

২.১.৫  মরু অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ দেখা যায় অশুদ্ধ।

২.১.৬  এক নং  জাতীয় জলপথটি  হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত শুদ্ধ।

২.১.৭  মৌজা ম্যাপ হল  একটি বৃহৎ স্কেল এর মানচিত্র শুদ্ধ।

*** এই বিভাগের উত্তরগুলি প্রতিটি প্রশ্নের পাশেই শুদ্ধ এবং অশুদ্ধ হিসেবে লিখে দেওয়া হল।

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ( যেকোনো 6টি)

২.২.১ ম্যালাসপিনা হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।

২.২.২ ঘনীভবনের সময় লীন তাপ  নির্গত হয়।

২.২.৩  পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে সংযোগ বলে।

২.২.৪  জৈব ভঙ্গুর  বর্জের  জীবানু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়া কে কম্পোস্টিং বলা হয়।

২.২.৫  অনুস্রাবন  প্রক্রিয়াটি  গুরুত্বপূর্ণ – ল্যাটেরাইট মৃত্তিকার  উৎপত্তিতে

২.২.৬ বস্ত্রবয়ন  হল একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প।

২.২.৭  উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় –  কোলকাতা শহরকে। 

*** শূন্যস্থান গুলির উত্তর সরাসরি প্রশ্নের মধ্যেই লিখে দেয়া  হয়েছে খাতায় লেখার সময় দেখে ভালো করে লিখে নেবে। 

.  একটি বা দুটি বাক্যে উত্তর দাও। (যেকোনো ছয়টি  প্রশ্নের উত্তর দাও)

..  হিমবাহের উপর সমান্তরাল আড়াআড়ি ফাটল কে  কি বলা হয়?

উত্তরঃ  হিমবাহের উপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটল কে বলে ক্রেভাস।

.. রকি পর্বত এর পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি?

উত্তরঃ রকি পর্বত এর পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ বায়ু হলো চিনুক।

..  ঋতু পরিবর্তনের  সাথে সাথে কোন সমুদ্রস্রোতের  দিক পরিবর্তন  ঘটে?

উত্তরঃ  ঋতু পরিবর্তনের  সাথে সাথে মৌসুমী স্রোতের দিক পরিবর্তন ঘটে।

..  কালবৈশাখী আসামে কি নামে পরিচিত?

উত্তরঃ  কালবৈশাখী আসামে বরদৈছলা নামে পরিচিত।

..  পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম লেখ।

উত্তরঃ পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোত হল উপসাগরীয় স্রোত।

.. কোন ক্ষতিকারক ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়?

উত্তরঃ সীসার প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়।

.. সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান হয়?

উত্তরঃ নাথুলা গিরিপথ এর মাধ্যমে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান হয়।

.. ISRO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ISRO- এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু শহর।

. বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখঃ
বাম দিক  ডান দিক
২.৪.১  আনাইমুদি ৩.  মোটরগাড়ি
২.৪.২  বল উইভিল ৪. গম
২.৪.৩  গুরগাঁও ১.  আনাইমালাই
২.৪.৪  সোনালিকা ২.  কার্পাস

***  এই বিভাগের উত্তরগুলি খোপের মধ্যেই নাম্বার অনুযায়ী মিলিয়ে দেয়া হয়েছে তোমরা পড়ার সময় একটু দেখে পড়ে নেবে। 

Read More: Madhyamik History Test Paper page 50 Answer- মাধ্যমিক টেস্ট পেপার ইতিহাস ৫০ পেজের প্রশ্নোত্তর। 

Madhyamik Geography Test Paper page 50 Answer 2023 PDF আকারে পেতে হলে নীচে ক্লিক করুন।

To Download The PDF Click Here

বিঃ দ্রঃ Madhyamik GeographyTest Paper page 50 Answer আগামী Madhyamik 2023-মাধ্যমিক ২০২৩ এর কথা মাথায় রেখে এই টেস্ট পেপার সলভ অপশনটি আমরা নিয়ে এসেছি যেখানে প্রতিদিন আলাদা আলাদা বিষয় এর এক একটি পেজ সলভ করে আমরা এই পেজে আপলোড করব যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে তাই  আজকের Madhyamik GeographyTest Paper page 50 Answer  গুলো ভালো করে দেখে তোমাদের খাতায় লিখে নাও  এবং আমাদের এই আর্টস স্কুল ডট ইন  ব্লগ ভিজিট করতে থাকো আরো নতুন নতুন প্রশ্ন উত্তর গুলি পাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!