Menu

Madhyamik History Test Paper page 50 Answer

Madhyamik History Test Paper page 50 Answer; সামনেই 2023 সালের মাধ্যমিক পরীক্ষা West Bengal Madhyamik 2023,  ইতিমধ্যে সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে।  তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের এই নিবেদন- Madhyamik History Test Paper page 50 Answerযা তোমাদের আগামী Madhyamik 2023  পরীক্ষার জন্য বিশেষ সহযোগী হবে.

Madhyamik 2023

Madhyamik History Test Paper page 50 Answer

বিভাগ ‘ক’ ১  সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ

১.১  সাইলেন্ট স্প্রিং  গ্রন্থের রচয়িতা হলেন – ক)  রামচন্দ্র গুহ খ)  মাধব গেট গ্রিল গ)  রাচেল কারসন ঘ)  রিচার্ড গ্রোভ।

উত্তরঃ গ)  রাচেল কারসন।

১.২  ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন – ক)  ফরাসিরা খ)  ইংরেজরা গ)  ওলন্দাজরা ঘ)  পর্তুগিজরা।

উত্তরঃ খ)  ইংরেজরা।

১.৩  বামাবোধিনী  পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – ক)  উমেশচন্দ্র দত্ত খ)  গিরিশচন্দ্র ঘোষ গ)  হরিশচন্দ্র মুখার্জী ঘ) কালীপ্রসন্ন সিংহ।

উত্তরঃ ক) উমেশচন্দ্র দত্ত 

১.৪ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন – ক)  রামমোহন রায় খ)  দেবেন্দ্রনাথ ঠাকুর গ)  কেশব চন্দ্র সেন ঘ)  বিজয় কৃষ্ণ গোস্বামী।

উত্তরঃ খ) দেবেন্দ্রনাথ ঠাকুর।

১.৫  সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময় – ক) ওয়ারেন হেস্টিংস খ)  লর্ড কর্নওয়ালিস গ)  উইলিয়াম বেন্টিং ঘ)  লর্ড ডালহৌসি।

উত্তরঃ গ) উইলিয়াম বেন্টিং।

১.৬ ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় – ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে খ) ১৮৬০ খ্রিস্টাব্দে গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৮৬৫ খ্রিস্টাব্দে।

১.৭ কাকে  বিদ্রোহীদের রাজা  বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয়? – ক)  ঈশান চন্দ্র রায় খ)  শম্ভুনাথ পাল গ) অনুপ নারায়ন ঘ) কৃপা নাথ।

উত্তরঃ ক)  ঈশান চন্দ্র রায়।

১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন – ক)  ফারুক শিয়র খ)  দ্বিতীয় শাহ আলম গ)  দ্বিতীয় বাহাদুর শাহ ঘ)  জাহান্দার শাহ।

উত্তরঃ গ) দ্বিতীয় বাহাদুর শাহ

১.৯  হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন – ক)  রাধাকান্ত দেব খ)  রামমোহন রায় গ)  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘ)  নবগোপাল মিত্র।

উত্তরঃ ঘ)  নবগোপাল মিত্র।

১.১০  ভারতমাতা চিত্র টি অঙ্কন করেন – ক)  রবীন্দ্রনাথ ঠাকুর খ)  অবনীন্দ্রনাথ ঠাকুর গ)  গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।

 উত্তরঃ  অবনীন্দ্রনাথ ঠাকুর।

১.১১  ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স  প্রতিষ্ঠা করেন – ক)  প্রফুল্ল চন্দ্র রায় খ)  জগদীশচন্দ্র বসু গ)  নীলরতন সরকার ঘ)  মহেন্দ্রলাল সরকার।

 উত্তরঃ ঘ) মহেন্দ্রলাল সরকার

১.১২  ইতিহাসমালা রচনা করেন – ক)  ডেভিড হেয়ার খ)  উইলিয়াম কেরি গ)  আলেকজান্ডার ডাফ ঘ)  উইলিয়াম জোন্স।

 উত্তরঃ খ) উইলিয়াম কেরি।

১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় – ক) ১৯৩১ খ্রিস্টাব্দে খ) ১৯৩২ খ্রিস্টাব্দে গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

 উত্তরঃ ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

১.১৪  আল্লুরি সীতারাম  রাজু  কোন আন্দোলনের সাথে জড়িত ছিল? – ক)  রম্পা বিদ্রোহ খ)  একা আন্দোলন গ) বকস্ত  আন্দোলন ঘ)  তানা ভগৎ আন্দোলন।

 উত্তরঃ ক)  রম্পা বিদ্রোহ।

১.১৫  হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন  প্রতিষ্ঠা করেন – ক)  মুজাফফর আহমেদ খ)  মানবেন্দ্রনাথ রায় গ)  এস এ ডাঙ্গে ঘ) ভগৎ সিং।

 উত্তরঃ ঘ)  ভগৎ সিং।

১.১৬  বীরাষ্টমী ব্রত সূচনা করেন – ক)  সরোজিনী নাইডু খ)  সরলা দেবী চৌধুরানী গ)  অ্যানি বেসান্ত ঘ)  কমলাদেবী চট্টোপাধ্যায়।

 উত্তরঃ খ) সরলা দেবী চৌধুরানী।

১.১৭ ধারাসানা  লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন – ক)  বাসন্তী দেবী খ)  কল্পনা দত্ত গ)  সরোজিনী নাইডু ঘ)  লীলা নাগ।

 উত্তরঃ  গ) সরোজিনী নাইডু।

১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন – ক)  বি আর আম্বেদকর খ)  জ্যোতিরাও ফুলে গ)  রামস্বামী নায়কার ঘ)  শ্রী নারায়ণ গুরু।

 উত্তরঃ খ) জ্যোতিরাও ফুলে।

১.১৯  মার্জিনাল ম্যান  গ্রন্থের রচয়িতা হলেন – ক)  বিপান চন্দ্র খ)  হিরণময় বন্দোপাধ্যায় গ)  জ্যোতির্ময় সেন গুপ্ত ঘ)  প্রফুল্ল চক্রবর্তী।

 উত্তরঃ ঘ) প্রফুল্ল চক্রবর্তী।

১.২০  ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল – ক)  কাশ্মীর খ)  হায়দ্রাবাদ গ)  জুনাগর ঘ)  ত্রিবাঙ্কুর।

 উত্তরঃ খ)  হায়দ্রাবাদ।

বিভাগ ‘খ’ ২ নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও)

উপবিভাগ – ২.১  একটি বাক্যে উত্তর দাও

২.১.১  বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?

উত্তরঃ  বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রটি হল দিকদর্শন।

২.১.২  এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  এশিয়াটিক  সোসাইটি প্রতিষ্ঠা  করেন  উইলিয়াম জোন্স।

২.১.৩  সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তরঃ সুই মুন্ডা  কোল বিদ্রোহের নেতা ছিলেন।

২.১.৪  ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি?

উত্তরঃ  ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ।

উপবিভাগ ২.২  ঠিক না ভুল নির্ণয় করো

২.২.১  সিপাহী বিদ্রোহকে  ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে  প্রথম উল্লেখ করেন  বিনায়ক দামোদর সাভারকর। সত্য।

২.২.২  বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। সত্য।

২.২.৩  বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। মিথ্যা।

২.২.৪ ১৯৪৬ সালের  12 ই ফেব্রুয়ারি  রশিদ আলী দিবস পালিত হয়। সত্য।

 উপবিভাগ ২.৩ ক  স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও।
ক স্তম্ভ খ স্তম্ভ 
২.৩.১ ক্রিকেট খেলা ২. মধুসূদন গুপ্ত
২.৩.২  শব ব্যবচ্ছেদ ৪.  স্বামী বিবেকানন্দ
২.৩.৩  সংস্কৃত প্রেস ১.  ইংরেজ
২.৩.৪  বর্তমান ভারত ৩.  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

***তোমাদের সুবিধার্থে উত্তরগুলি খোপের মধ্যেই নম্বর অনুযায়ী মিলিয়ে দেওয়া হয়েছে.

উপবিভাগ ২.৪  প্রদত্ত ভারতবর্ষের  রেখা মানচিত্রে  নিম্নলিখিত স্থানগুলি  চিহ্নিত  ও  নামাঙ্কিত করো।

২.৪.১  চুয়াড় বিদ্রোহ এলাকা।

২.৪.২  সাঁওতাল বিদ্রোহের এলাকা।

২.৪.৩  সিপাহী বিদ্রোহের কেন্দ্র  কানপুর।

২.৪.৪  দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।

*** ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে পাঠ্যবইয়ের মানচিত্র দেখে এই প্রশ্নের উত্তর গুলি অভ্যাস করার জন্য।

উপবিভাগ ২.৫  নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো

২.৫.১  বিবৃতি- উনিশ শতক  ছিল বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ।

ব্যাখ্যা-১  ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়।  ব্যাখ্যা-২  ভারতে পাশ্চাত্য আদর্শে উদ্বুদ্ধ  নব্য প্রজন্মের উন্মেষ ঘটে।  ব্যাখ্যা-৩ সাহিত্য,  সংস্কৃতি, শিল্প ,  বিজ্ঞানে জোয়ার আসে।

২.৫.২ বিবৃতি-  বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এ  কৃষকরা তেমন সক্রিয় ছিল না।

ব্যাখ্যা-১  ব্রিটিশদের অত্যাচার এর ভয়ে তারা অংশ নেয় নি।  ব্যাখ্যা-২  আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।  ব্যাখ্যা-৩  সামাজিক ভেদাভেদ এর জন্য তারা আন্দোলনে সামিল হয়নি। 

২.৫.৩ বিবৃতি-  কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল – 

ব্যাখ্যা-১  শিক্ষক আন্দোলন দমন করতে।  ব্যাখ্যা-২  ব্যবসায়ীদের আন্দোলন বন্ধ করতে।  ব্যাখ্যা-৩  ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখতে।

২.৫.৪  বিবৃতি-  বিংশ শতকে দলিত শ্রেণীর রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে।

ব্যাখ্যা-১  দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে।  ব্যাখ্যা-২  দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভ কে গুরুত্ব দেয়। ব্যাখ্যা-৩  দলিতরা ভোটাধিকার লাভ করে।

***ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই বিভাগের উত্তর গুলি কে মোটা হরফে করে দেওয়া হলো।

আমাদের আজকের এই Madhyamik History Test Paper page 50 Answer টিকে Download করতে নীচে ক্লিক করুন।

To Download The PDF Click Here

Read More: রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা বিশ্লেষণ করো।

বিঃ দ্রঃ Madhyamik History Test Paper page 50 Answer আগামী Madhyamik 2023  এর কথা মাথায় রেখে এই টেস্ট পেপার সলভ অপশনটি আমরা নিয়ে এসেছি যেখানে প্রতিদিন আলাদা আলাদা বিষয় এর এক একটি পেজ সলভ করে আমরা এই পেজে আপলোড করব যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে তাই  আজকের Madhyamik History Test Paper page 50 Answer  গুলো ভালো করে দেখে তোমাদের খাতায় লিখে নাও  এবং আমাদের এই আর্ট স্কুল ডট ইন  ব্লগ ভিজিট করতে থাকো আরো নতুন নতুন প্রশ্ন উত্তর গুলি পাওয়ার জন্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!