Menu

The trend of history ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর

Madhyamik History: The trend of history ইতিহাসের ধারা 

 

) ইতিহাসের (history)  বিষয়বস্তু কী?

উঃ ইতিহাসের বিষয়বস্তু হল অতীতের কর্মকাণ্ড।

) নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার দুইজন ইতিহাস গবেষকের নাম বলো

উঃ নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার দুইজন ইতিহাস গবেষকের নাম হল রণজিৎ গুহ এবং পার্থ চট্রোপাধ্যায়।

) ব্রিটিশ সোসাইটি অব হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৮২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সোসাইটি অব হিস্ট্রি  প্রতিষ্ঠিত হয়।

) ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন কে?

উঃ ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সৌমেন মিত্র, ১৯৮৮ খ্রিষ্টাব্দে।

) খেলাধুলার ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য কাজ করেছেন এমন দুজনের নাম লেখ

উঃ খেলাধুলার ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য কাজ করেছেন এমন দুজনের নাম আশিস নন্দি ও রামচন্দ্র গুহ।

) ইতিহাস চর্চার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখ

উঃ ইতিহাস চর্চার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম বোরিয়া মজুমদারের লেখা টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম; আশিস নন্দীর লেখা দ্য ডেস্টিন অব গেমস।

The trend of history ইতিহাসের ধারা
The trend of history ইতিহাসের ধারা

) কী কী কারনে মানুষের খাদ্যাভ্যাস আলাদা হয়?

উঃ জলবায়ুর তারতম্যের কারনে মানুষের খাদ্যাভ্যাস আলাদা হয়।

) ইন্ডিয়ান ফুডঃ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন গ্রন্থটি কার লেখা?

উঃ কে টি আচয় ইন্ডিয়ান ফুডঃ এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন গ্রন্থটি  রচনা করেন।

) এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি গ্রন্থটি কার রচনা?

উঃ রজতকান্ত রায় এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি গ্রন্থটি  রচনা করেন।

The rise of regional power আঞ্চলিক শক্তির উত্থান  এর ছোট প্রশ্ন উত্তর পরতে click Here 

 

১০) ভারতীয় চিত্রকলার গুরু কাকে বলা হত?

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভারতীয় চিত্রকলার গুরু বলা হত ।

১১) ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হত কাকে?

উঃ উদয়শংকরকে ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হত ।

১২) জেমস মীলের লেখা বইটির নাম কী?

উঃ জেমস মীলের লেখা বইটির নাম History of British India.

১৩) কোন শব্দ থেকে History শব্দের সূচনা হয়?

উঃ Histor শব্দ থেকে History শব্দের সূচনা হয়।

১৪) সুলতানি যুগে হিন্দুস্থানি সংগীতের পথিকৃৎ কে ছিলেন?

উঃ সুলতানি যুগে হিন্দুস্থানি সংগীতের পথিকৃৎ  ছিলেন আমির খসরু।

১৫) ইতিহাস চর্চার পেশাদারি পর্বের সূচনা কবে হয়?

উঃ ইতিহাস চর্চার পেশাদারি পর্বের সূচনা হয় উনিশ শতকে।

১৬) ইতিহাস পাঠের উদ্দেশ্য কী?

উঃ অতীত অভিজ্ঞতা থেকে বর্তমানের চলার পথ মসৃণ করা ও সুন্দর ভবিষ্যৎ তৈরি করা।

১৭) Hindu Poity গ্রন্থটির রচয়িতার নাম কী?

উঃ Hindu Poity গ্রন্থটির রচয়িতা কে পি জয়সোয়াল।

১৮) কে পেনিসিলিন আবিষ্কার করেন?

উঃ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

১৯) Department of Environment দপ্তরটি কবে চালু হয়?

উঃ Department of Environment দপ্তরটি  ১৯৮১ খ্রিষ্টাব্দে চালু হয় ।

২০) কে ভারতীয় স্থাপত্যের চর্চা করেন?

উঃ জেমস ফার্গুসন ভারতীয় স্থাপত্যের চর্চা করেন।

২১) বিশ্বের প্রাচীনতম ফটোগ্রাফার কে?

উঃ বিশ্বের প্রাচীনতম ফটোগ্রাফার লিওনার্দো দ্য ভিঞ্চি।

২২) ঢাকার ইতিহাস এর লেখক কে?

উঃ ঢাকার ইতিহাস এর লেখক যামিনী মোহন রায়।

২৩) কেন পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে?

উঃ গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে।

২৪) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ।

২৫) চিপকো আন্দোলন কাদের দ্বারা কোথায় ঘটেছিল?

উঃ উত্তরপ্রদেশে (১৯৭৩ খ্রিষ্টাব্দে) মেয়েদের উদ্যোগে গাছ বাঁচানোর উদ্দেশ্যে চিপকো আন্দোলন সংঘটিত হয়েছিল।

২৬) ইতিহাস কথার অর্থ কী?

উঃ ইতিহাস কথার অর্থ হল অতীতের কথা।

Some aspects of the French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক 

 

২৭) চিত্রকথা এর লেখক কে?

উঃ চিত্রকথা এর লেখক বিনোদবিহারী মুখোপাধ্যায়।

২৮) The historical dictionary of Indian food এর লেখক কে?

উঃ The historical dictionary of Indian food এর লেখক – কে টি আচয়।

২৯) কোচবিহারের ইতিহাস এর লেখক কে?

উঃ কোচবিহারের ইতিহাস এর লেখক – ভবানীচরন বন্দ্যোপাধ্যায়।

৩০) শরীরচর্চার অঙ্গ হিসাবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কোন নৃত্য শুরু করেন?

উঃ শরীরচর্চার অঙ্গ হিসাবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে মণিপুরি নৃত্য শুরু করেন।

৩১) মনিপুরী নৃত্য কোথায় হত?

উঃ মনিপুরী নৃত্য ইম্ফলে গোবিন্দজি মন্দিরে হত।

৩২) বঙ্গ ভঙ্গ আন্দোলন কবে হয়?

উঃ বঙ্গ ভঙ্গ আন্দোলন  ১৯০৫ খ্রিষ্টাব্দে হয় ।

৩৩) বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় কবে?

উঃ ১৯১১ খ্রিষ্টাব্দে  বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় ।

৩৪) ভারতীয় জাদুঘর কত খ্রিষ্টাব্দে স্থাপিত হয়?

উঃ ১৮১৪ খ্রিষ্টাব্দে ভারতীয় জাদুঘর  খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।

৩৫) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কী?

উঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা দিগদর্শন।

৩৬)দ্য স্ট্যাডি অব ড্রেস হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে?

উঃ দ্য স্ট্যাডি অব ড্রেস হিস্ট্রি গ্রন্থের রচয়িতা – এল টেলার।

৩৭) এরোপ্লেন কে আবিষ্কার করেন?

উঃ রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন।

৩৮) নেচার কালচার কার লেখা?

উঃ ডেভিড আর্নল্ড এর লেখা নেচার কালচার ।

৩৯) ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৭৯২ খ্রিষ্টাব্দে।

৪০) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা কে করেন?

উঃ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা  করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

৪১) ইতিহাস হল বর্তমান অতীতের নিরন্তন কথোপকথন এটি কার কথা?

উঃ ইতিহাস হল বর্তমান ও অতীতের নিরন্তন কথোপকথন – এটি ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেটকার কথা ।

৪২) ধ্রুপদী সংগীত চর্চা রাগ রাগিণীর চর্চার পীঠস্থান কোনটি?

উঃ প্রাচীন ভারত হল ধ্রুপদী সংগীত চর্চা ও রাগ রাগিণীর চর্চার পীঠস্থান ।

৪৩) ইউরোপে ইতিহাস চর্চা কখন শুরু হয়?

উঃ বিংশ শতকের আটের দশকে ইউরোপে ইতিহাস চর্চা শুরু হয়।

৪৪) জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা?

উঃ সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা ।

৪৫) সত্তর বছর নামক আত্মজীবনীটি কার লেখা?

উঃ সত্তর বছর নামক আত্মজীবনীটি বিপিনচন্দ্র পালের লেখা ।

৪৬) জীবনস্মৃতি নামক আত্মজীবনী কার লেখা?

উঃ জীবনস্মৃতি নামক আত্মজীবনী রাবিন্দ্রনাথ ঠাকুরের লেখা।

৪৭) যুগান্তর দল কবে গঠিত হয়?

১৯০৬ খ্রিষ্টাব্দে যুগান্তর দল গঠিত হয়।

৪৮) কে ইতিহাসের জনক নামে পরিচিত?

উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত।

৪৯) নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয় কবে?

উঃ ১৯৬০-৭০এর দশকে নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়।

৫০) আধুনিক ভারতের ইতিহাস চর্চার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখ?

উঃ আধুনিক ভারতের ইতিহাস চর্চার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল সরকারি চিঠিপত্র, সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা।

৫১) যুগান্তর দল কবে গঠিত হয়?

উঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে যুগান্তর দল গঠিত হয়।

৫২) ভারতের প্রথম সচল ছবি কবে নির্মিত হয়েছিল?

উঃ ১৮৯৬ খ্রিষ্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল।

৫৩) সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় তাকে কী বলে?

উঃ সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় তাকে মহাফেজখানা বলে।

৫৪) ভারতের নারী ইতিহাসচর্চার ক্ষেত্রে একজন গবেষিকার নাম লেখ?

উঃ ভারতী রায়, রত্নাবলী চট্রোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

If you willing to read more and want to gain a lot of knowledge Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!