Menu

Tense In Bengali; Tense কাকে বলে?

Tense In bengali : আজকে আমাদের আলোচনার বিষয় হল Tense In Bengali  বা ক্রিয়ার কাল। প্রথমেই আমরা জানবো tense বা ক্রিয়ার কাল বলতে কি বোঝায় এবং কাকে বলে এরপর জানবো tense বা ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি। সবার শেষে জানবো এদের প্রত্যেকটির গঠন সম্পর্কে, এবং উদাহরণ সহকারে প্রত্যেকটি Tense নিয়ে আলোচনা করবো।

বাক্যের কর্মের সাথে সময়ের যে সম্পর্ক তাকেই Tense বা ক্রিয়ার কাল বলে। অর্থাৎ কোনো একটি কাজ ঠিক কোন সময়ে ঘটছে সেই প্রকৃতি অনুযায়ী বাক্যগুলিকে আলাদা আলাদা Tense এর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তাহলে চলো দেখে নেওয়া যাক Tense In Bengali পুরো বিষয়টাকে সরলভাবে।

Table of Contents

Tense In Bengali এই অধ্যায়ে আমরা দেখবো tense বা ক্রিয়ার কালকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি, এগুলি হল- Present Tense, past Tense, and Future Tense. এবারে চলো এদের প্রত্যেকের সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. বর্তমান কাল (present tense) অর্থাৎ যে কাজটি এখন বা বর্তমানে ঘটছে তাকেই present tense বা বর্তমান কাল বলে। যেমন তোমরা এখন https://artsschool.in এর blog এ এই article টি পড়ছো।

২. অতীতকাল (past tense) মানে যেটা আগে ঘটে গেছে অর্থাৎ একটা উদাহরণ এর সাহায্যে যদি ব্যাপারটা বোঝা যায়। যেমন আমি কালকে একটা আর্টিকেল তৈরি করেছি https://artsschool.in blog এর জন্য, এখানে কিন্তু কাজটি কালকে করা হয়ে গেছে তায় এটি past tense বা অতীত কাল।

৩. ভবিষ্যৎকাল (future tense) যে কাজটি অতীতে ঘটেনি বা বর্তমানেও ঘটছে না কিন্তু আগামীতে ঘটবে তাকেই সাধারণত আমরা ভবিষ্যৎ কাল বা Future Tense বলে থাকি। যেমন তোমরা আগামী কাল আবার আমরা এই https://artsschool.in blog এ ফিরে আসবে এবং নতুন নতুন বিষয়ে বিভিন্ন আর্টিকেল পরবে।

Tense In Bengali; Tense কাকে বলে?
Tense In Bengali; Tense কাকে বলে?

তাহলে আমরা জানলাম Tense In Bengali এর এই আর্টিকেলে Tense বা ক্রিয়ার কালকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এদের প্রত্যেককে আবার চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলি হল –

  1. Indefinite Tense(Present/Past/Future). (সাধারণ )
  2. Continuous Tense(Present/Past/Future). (ঘটমান)
  3. Perfect tense(Present/Past/Future). (পুরাঘটিত)
  4. Perfect Continuous Tense(Present/Past/Future). (পুরাঘটিত বর্তমান)

 

তো সবমিলিয়ে আমরা দেখতে পেলাম Tense কে মোট বারোটি ভাগে ভাগ করা হয়। তবে আজকে আমরা এখানে প্রধান আটটি ভাগের গঠন সম্পর্কে জানবো, কারন আমরা পরে দেখতে পারবো যে আমাদের নিত্য দিনে এই আটটি tense এর ব্যবহারই বেশি এবং অন্যগুলির তেমন গুরুত্ব নেই।

Present Tense (বর্তমানকাল) 

১. Present Indefinite Tense : এটি সাধারণ বর্তমানকাল। কোনো বাক্যের ক্রিয়ার শেষে যখন অ, আ, ই, ঈ, উ, ঊ, ও, এ, ঐ ইত্যাদি স্বরবর্ণ ও য় উচ্চারিত হয় তখন বাক্যটিকে  Present Indefinite Tense এ লিখতে হয়। এছাড়াও চীরন্তন সত্য ঘটনা এবং প্রতিদিনের অভ্যাস বোঝাতেও এই Tense এর ব্যাবহার করা হয়।

RULE-subject+verb+object

Example-  I eat rice/they do the sum/He goes to school

***কোনো বাক্যের subject যদি 3rd person singular number হয় তবে verb এর সাথে (s/es) যোগ করতে হয়। 3rd person singular number গুলি হল He, She, It এবং বাকি যে কোনো এক জনের নাম বোঝায়।

২. Present Continuous Tense: কোন বাক্যের ক্রিয়ার শেষে যদি তেছি, তেছে, তেছো ইত্যাদি উচ্চারণ তবে Present Continuous Tense হবে, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ চলছে এমন কোনো ঘটনা বোঝাতেই present Continuous Tense ব্যবহার করা হয়ে থাকে।

RULE-Subject+am/is/are+verb+ing+object

Example-  I am going to market/The boys are playing in the field/ the bird is flying in the sky.

যদি noun কাকে বলে এবং এর প্রকারভেদ সম্পর্কে না জেনে থাকো তাহলে এই article টি দেখে নিতে পারো। Classification of Noun কাকে বলে ও কয়প্রকার? আর এই আর্টিকেলটি পড়ার পরেই যদি Tense In Bengali এই আর্টিকেলটি পড়ো তাহলে ভালো ভাবে বুঝতে পারবে।

৩. Present Perfect Tense: কোনো বাক্যের ক্রিয়ার শেষে যখন আছি, এছো, এছে ইত্যাদি উচ্চারণ হয় তখন সেই বাক্যটিকে present perfect tense এ লিখতে হয় অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ কিছুক্ষন আগে বা কিছু সময় আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেশ এখনো বজায় আছে তাকে Present Perfect Tense বলে।

 Rule- Subject+have/has+verb(3rd) from+object

Example- Ram has killed the tiger/ I have bought the pen

৪. Present Perfect Continuous Tense: বর্তমানে কোনো একটি কাজ কিছুক্ষন আগে বা কিছুদিন আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে এমন বোঝালে Present Perfect Tense হয়। অর্থাৎ এখানে আমরা Continious এবং perfect Tense এর একটা সংমিশ্রণ দেখতে পাবো।

Rule- Subject+have/has+been+verb+ing+object

Example-Amit hasbeen suffring in feber for five day/ It has been raining since Monday

*** তবে এই tense এ বাক্য লেখার সময় আমদের একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে যে, নির্দিষ্ট করে যখন সময় বলা থাকবে তখন আমরা বাক্যে Since এর ব্যবহার করবো আর যদি কোন সময় নির্দিষ্ট করা না থাকে সেক্ষত্রে since এর বদলে আমদের for বসাতে হবে।

অতীতকাল (Past Tense)

৫. Past Indefinite Tense:কোনো বাক্যের ক্রিয়ার শেষে যদি এছিলাম, এছিলো, এছিলে ইত্যাদির উচ্চারণ হয় তবে সেই বাক্যটিকে Past Indefinite Tense এ লিখতে হয়। অর্থাৎ অতীতের কোনো সাধারণ ঘটনা এবং অতীতের কোনো প্রতিদিনের অভ্যাস বোঝাতেও এই Tense এর ব্যবহার করা হয়ে থাকে।

Rule- subject+verb(past)+object

Example- I ate rice/He went to market/He gave me a pen

৬. Past Continuous Tense: যখন কোনো বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদির উচ্চারণ হয় তখন সেই বাক্যটিকে Past Continuous Tense এ লিখতে হয়। অর্থাৎ অতীতের কোনো কাজ চলছে এমন বোঝাতে Past Continuous Tense হয়।

Rule- Subject+was/were+verb+ing+object

Example- The cow was gazing in the field/ the boys were fighting among them

৭. Past Perfect Tense: যখন অতীতে দুটি কাজ একই সঙ্গে ঘটে যায় তখন তাকে বাক্যে প্রকাশের জন্য মূলত দুটি Tense এর সাহায্য নেওয়া হয়ে থাকে। যে কাজটি আগে ঘটেছে সেটিকে লেখা হয় Past Perfect Tense এ আর যে কাজটি পরে ঘটে সেটাকে লিখতে হয় Past indefinite Tense এ।

Rule- Subject+had+verb (3rd) +object

Example- The patient had died before the doctor came/ Sachin had bowled out before he made his century.

PART OF SPEECH কাকে বলে? এখান থেকে দেখে নাও যদি না পরে থাকো, আগে এটা পড়ো তার পর Tense In Bengali Article টি পড়ো তবে ভালো বুজতে পারবো।

ভবিষ্যৎকাল(Future Tense)

Future Indefinite Tense: কোনো বাক্যের ক্রিয়ার শেষে যদি বি, বো, বে ইত্যাদির উচ্চারণ হয় তবে সেই বাক্যটি Future Indefinite Tense এ লিখতে হয়। অর্থাৎ ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা বোঝালে এই Tense হয়।

Rule- Subject+shall/will+verb+object

Example- I shall do the sum/ Ram will go to delhi next Sunday/ sita will sing a song/ we shall obey our parents

*** এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার I ও We এর পরে সর্বদা shall বসে এবং বাকি ক্ষেত্রে will বসাতে হয় তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। যখন কোনো কিছুর উপর জোর দিয়ে বলা হয় তখন I এর পরে will বসে। 

 

আজকে তাহলে Tense In Bengali এর এই আর্টিকেলে জানলাম যে Tense কাকে বলে এটি কয়প্রকার ও কি কি? এছাড়াও এদের প্রত্যেকর গঠন উদাহরণ সহ জানলাম। আমার মনে হয় পুরো আর্টিকেলটি ভালো ভাবে পড়লে তোমাদের Tense সন্মন্ধে আর কোনো Doubt থাকবে না, আর যদি কিছু থেকেও থাকে তবে যোগাযোগ করতে পারো আমাদের সাথে।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে  Tense In Bengali এর এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!