Menu

WBCHSE class 12 result2020 date announced

WBCHSE class 12 result2020 date: বর্তমানে আমরা সকলেই একটা pandemic এর মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু আমরা নয় পুরো বিশ্বই এর দ্বারা প্রভাবিত। যার ফলে এবছরের আমাদের wbchse class 12 এক্সাম গুলো  ভালো ভাবে শেষ করা জায়নি। আমরা এও জানি ১২ ক্লাসের ছাত্রদের কার ১ টা কারো ২ টো করে পরীক্ষা বাকি থেকে গেছে। WBCHSE BOARD থেকে বার বার পরীক্ষার date দিলেও তা পুনরায় বাতিল করতে হয়েছে পরিস্থিতির চাপে পরে।

বর্তমান পরিস্থিতিতে WBCHSE class 12 result2020 Date –  মূলত utmost student দের মাথায় বর্তমানে  একটায় সংশয় কাজ করছে যে তারা কবে তাদের WBCHSE class 12 result জানতে পারবে। তবে হয়তো তাদের আর অপেক্ষা করতে হবে না। সরকার ও WBCHSE board এর তরফ থেকে একটা notification জারি করা হয়েছে এবং সেখানেই তাদের রেজাল্টের দিন ঘোষণা করা হয়েছে।

WBCHSE class 12 result2020
WBCHSE class 12 result2020

আমরা সকলি জানি গত কাল অর্থাৎ ১৫/০৭/২০২০ wbbse board তাদের Madhyamik Result 2020 ঘোষণা করে দিয়েছে। এবং যেখান পাসে হার যথেষ্ট ভালো যদিও মাধ্যমিকের তো সকল পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল এবং তারা তাদের মেরিট অনুযায়ীই নম্বর পেয়েছে। কিন্তু WBCHSE class 12 result2020 এর  ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারন তাদের দুটো পরীক্ষা তো নেওয়া হয়ে ওঠেনি। যার ফলে তাদের ক্ষেত্রে অন্য বিষয়ের নম্বর বিবেচনা করে নাম্বার প্রদান করা হবে। যার ফলে অনেক ছাত্র ছাত্রী অসন্তুষ্টও হতে পারে।

রেজাল্টের আগে জেনে নেওয়া যাক H.S exam এবং এর পরিচালনার দায়িত্বে থাকা WBCHSE board এর বিষয়ে কিছু কথা। WBCHSE যার অর্থ হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যেটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এবং স্বশাসিত একটি শিক্ষা Board. আর এর প্রধান কার্যালয় কোলকাতাতেই অবস্থিত। পশ্চিমবঙ্গের ১১-১২ ক্লাসের পরীক্ষার দায়িত্ব থাকে এই সংস্থার ওপর। তবে প্রতিবছরের মতো এবছর কিন্তু পুরো পরীক্ষাটি সম্পন্ন করা যায়নি Corona Pandemic এর জন্য।

এবার আসা যাক WBCHSE class 12 result2020 date এর কথায়। wbchse board ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী কাল অর্থাৎ ১৭/০৭/২০২০ শুক্রবারেই ঘোষণা করা হবে WBCHSE class 12 result, যেটি হবে অনলাইন মাধ্যমে। ছাত্রদের ওরিজিনাল marksheet পরে প্রদান করা হবে নির্দিষ্ট স্কুল থেকে। যেক্ষেত্রে ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট নিয়ম ও social distancing মেনে তাদের  WBCHSE class 12 result এর Marksheet  সংগ্রহ করতে হবে।

এবারে আশা যাক কীভাবে আমরা আমাদের রেজাল্টটি জানতে পারবো। যার জন্য প্রধানত দুটি অনলাইন উপায় মানে দুটো official website রয়েছে, যেখান থেকে আমরা আমাদের নিজের নিজের রেজাল্ট জেনে নিতে পারবো।

তাহলে আশা যাক মূল প্রস্নে যে কি ভাবে আমরা WBCHSE class 12 result জানতে পারবো। এর জন্য প্রথমেই আমদের visit korte hobe wbchse.nic.in অথবা wbresult.nic.in এর ওয়েবসাইটে, তারপর সেখান থেকে WBCHSE class 12 result2020 option টি বেছে নিতে হবে, এরপর নিজের নিজের রোলনং ও জন্মতারিখ দিয়ে সাবমিট করতে হবে, ব্যাস এরপরেই তোমাদের রেজাল্ট show করবে। তারপর তুমি চাইলে তার একটা প্রিন্ট করে রাখতে পারো ভবিষ্যতের জন্য।

এছাড়াও হয়তো দেখতে পাবে তোমাদের মোবাইলে sms আসবে নানা ধরণের যে নিজের রেজাল্ট জানতে অমুক নম্বরে তোমাদের জন্মতারিখ, রোল লিখে পাঠাও আবার বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে আগাম resistration করতে বলছে WBCHSE class 12 result দেখার জন্য। কিন্তু আমার মতে এসব এড়িয়ে শুধু official website টাই follow করা ভালো তোমাদের WBCHSE class 12 result2020 জানার জন্য।

এরকম আরো রেজাল্টের খবর বা Information মূলক তথ্য বা study material বা আর্টসের বিভিন্ন বিষয়ের নোট্‌স পেতে নিয়মিত ভিসিট করো আমাদের এই ব্লগ https://artsschool.in আমাদের এই ব্লগের সন্মন্ধে কোনো উপদেশ বা অভিযোগ থাকলে জানাতে ভুলবেন না।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!