Menu

বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়

বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল, এই আর্টিকেলের আলোচনার বিষয় হল WBBSE Board এর মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বারিমন্ডল। এই অধ্যায় থেকে আমরা আজকের এই বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল পর্বটি তৈরি করেছি। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল পর্বটি বিশেষ ভাবে সহায়ক হয়ে উঠবে।

যেকথাটা আমি প্রত্যেক বারি বলে থাকি, এবারও বলছি তোমরা যদি তোমাদের মাধ্যমিক ভূগোল পাঠ্য বইটি থেকে বারিমন্ডল অধ্যায়টি না পরে থাকো তবে বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল পর্বটি পড়ার আগে একটি বার ভালো করে পাঠ্যবই থেকে বারিমন্ডল অধ্যায়টি ভালো করে পরে নিয়ে তার পর বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল আর্টিকেলটি পরো যাতে প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝে নিতে পারো।

বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়
বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়

তাহলে দেখে নেওয়া যাক বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল পর্বটি

 

) পৃথিবীর মোট জলরাশির কত ভাগ সমুদ্রজল?

উঃ পৃথিবীর মোট জলরাশির ৯৭ ভাগই সমুদ্রজল।

) উপকূলের জলবায়ু কার দ্বারা প্রভাবিত হয়?

উঃ উপকূলের জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রবাভিত হয়।

) মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূলের কোন স্রোতের প্রভাবে উষ্ণতা কমে যায়?

উঃ শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের স্রোতের প্রভাবে উষ্ণতা কমে।

) সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রক কে?

উঃ সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রক নিয়ত বায়ুপ্রবাহ।

) লাব্রাডর স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়?

উঃ আটলান্টিক মহাসাগরে লাব্রাডর স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়।

) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি?

উঃ গ্র্যান্ড ব্যাংক হল পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া।

) পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোতের নাম কী?

উঃ পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোত উপসাগরীয় সমুদ্রস্রোত।

) কোন দুটি স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে?

উঃ উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে।

) দিনে কবার জোয়ারভাটা হয়?

উঃ দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়।

আরো পড়ুন দশমশ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর মান ৩

১০) পৃথিবী থেকে চাঁদের  দূরত্ব কত?

উঃ পৃথিবী থেকে  চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।চাঁদের

১১) ভরা কোটাল কোন তিথিতে হয়?

উঃ অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়।

১২) সর্বোচ্চ জোয়ার কোনটি?

উঃ ভরা কোটাল হল সর্বোচ্চ জোয়ার।

১৩) বেরিং স্রোত কাকে বলে?

উঃ উত্তরের সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরু বায়ুর প্রভাবে বেরিং প্রণালির মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, একেই বেরিং স্রোত বলে।

১৪) কী কী কারনে জোয়ার ভাটা হয়?

উঃ যে দুটি কারনে জোয়ার ভাঁটা হয় সেই দুটি কারন হল – পৃথিবীর আবর্তন গতি ও পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারনে জোয়ার ভাঁটা হয়ে থাকে। তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় প্রধানত চাদের আকর্ষণের ফলেই জোয়ার ভাঁটা হয়।

১৫) কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

১৬) পৃথিবীর একই স্থানে দিনে বার জোয়ার ভাঁটা হয়?

উঃ পৃথিবীর একই স্থানে দিনে দুবার জোয়ার ভাঁটা হয়।

১৭) সমুদ্রস্রোত বলতে কী বোঝ?

উঃ সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহকে বলে স্মুদ্রস্রোত।

আরো পড়ুন Madhyamik English Syllabus 2021

১৮) আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়?

উঃ উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়।

১৯) সি জি গি কী?

উঃ পৃথিবী চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি বলে?

২০) সৌর জোয়ার কাকে বলে?

উঃ সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়।

২১) চান্দ্র জোয়ার কাকে বলে?

উঃ চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয়। (২৭ দিনে পৃথিবীর চারিদিকে চাদের একবার পরিক্রমাকে বলা হয় চান্দ্রমাস)।

২২) কোন স্থানে একটি জোয়ার একটি ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান ৬ ঘণ্টা ১৩ মিনিট।

২৩) মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?

উঃ ভারত মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায়।

২৪) কেন্দ্রাতিগ বল কাকে বলে?

উঃ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিগ বল বলে।

২৫) হিমপ্রাচীর কোন মহাসগরে দেখা যায়?

উঃ হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর – পশ্চিম অংশে দেখা যায়।

আরো পড়ুন “বায়ুমণ্ডল” মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

২৬) পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম লেখো?

উঃ পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বান ডাকে।

২৭) আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখ?

উঃ আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম হল – উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত।

২৮) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর।

২৯) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর।

৩০) অন্তঃস্রোত কাকে বলে?

উঃ সমুদ্রের নীচের অংশ দিয়ে প্রবাহিত স্রোতকে বলে আন্তঃস্রোত।

৩১) কোণ স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে?

উঃ কুরোশিয়ো স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে।

৩২) কুরোশিয় স্রোত কাকে বলে?

আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় স্রোতটির মীলনে যে স্রোতের সৃষ্টি হয়েছে তাকে কুরোশিয় স্রোত বলে।

 

আরো পড়ুন সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা দশম শ্রেণী ছোট প্রশ্ন ও উত্তর।

আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

আরো পড়ুন The trend of history ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর

 

অবশেষে আপনাকে বা তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই www.artsschool.in এর পাশে থেকে সাপোর্ট দেখিয়ো যাতে আমরা ভবিষ্যতে বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল এর মতো উন্নত মানের study msterial বা notes তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারো।

 

বিঃদ্রঃ বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল এই আর্টিকেলটি কিছু অভিজ্ঞ শিক্ষক ও বই এর সাহায্যে তৈরি করা হয়েছে।  যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু প্রকাশকদের কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া সম্ববপর হয়ে ওঠেনি। তাই বারিমন্ডল প্রশ্নোত্তর মাধ্যমিক ভূগোল এর এই আর্টিকেল নিয়ে কারও যদি কোনো রকম সমস্যা থাকে।  আপনাদের সমস্যার কথা আমাদের জানান এই ঠিকানায় [email protected] ইমেল এর মাধ্যমে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!