Menu

অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী, অষ্টম শ্রেণীwbbse board নির্দেশিত syllabus এর অন্তর্গত ভূগোল পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় হল অস্থিত পৃথিবী। যেখানে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যকলাপ  সম্পর্কে জানবো।

আজকের আমাদের এই আর্টিকেলে মূল আলোচ্য বিষয় হল এই অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়  অস্থিত পৃথিবী অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর। আশা করি এই অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর গুলি তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে।

কিন্তু প্রতি বারের মতো এবারও তোমাদের কাছে একটিই অনুরোধ অস্থিত পৃথিবী অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর গুলি পড়ার আগে তোমাদের পাঠ্যবই থেকে অস্থিত পৃথিবী অধ্যায়টি ভালো করে পড়ে নিও যাতে কোনো প্রশ্ন উত্তর বুঝতে কোনোরকম অসুবিধা না হয়।

অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

তাহলে দেখে নেওয়া যাক অষ্টম শ্রেণীর অস্থিত পৃথিবী অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ

 

১) মহিসঞ্চারন মতবাদের প্রবক্তা কে?

উঃ মহিসঞ্চারন মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড অয়েগনার।

২) কে পাত সংস্থানের সার্থক প্রয়োগ ঘটায়?

উঃ লিয়োপিচ পাত সংস্থানের সার্থক প্রয়োগ ঘটায়।

৩) পাত শব্দটি প্রথম কে প্রয়োগ করে?

উঃ  পাত শব্দটি প্রথম J.T.উইলসন প্রয়োগ করে।

৪) পাতগুলি চলমানতার কারন কী?

উঃ পরিচলন স্রোত হল পাতগুলির চলমানতার কারন ।

৫) দুটি পাত পরস্পরের মুখোমুখি চলমান হলে তাদের কী বলে?

উঃ দুটি পাত পরস্পরের মুখোমুখি চলমান হলে তাদের  অভিসারি পাত বলে।

আরো পড়ুন সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা দশম শ্রেণী ছোট প্রশ্ন ও উত্তর।

৬) দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে কী বলে?

উঃ দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে অপসারি পাত বলে।

৭) ভূ-অভ্যন্তরস্থ গলিত সান্দ্র পদার্থকে কী বলে?

উঃ ভূ-অভ্যন্তরস্থ গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে ।

৮) জাপানের ফুজিয়ামা কোন শ্রেণির আগ্নেয় গিরি?

উঃ জাপানের ফুজিয়ামা সুপ্ত আগ্নেয় গিরি ।

৯) ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয় গিরির নাম লেখ?

উঃ ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয় গিরি ব্যরেন।

১০) পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত কোনটি?

উঃ পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত হিমালয়।

আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

১১) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি?

উঃ পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত আন্দিজ।

১২) সৌরজগতের সর্বচ্চ আগ্নেয় গিরির নাম লেখ?

উঃ সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয় গিরির নাম মঙ্গলের অলিপ্পাস, মনন্স।

১৩) হট প্লেট গঠিত হয় কোথায়?

উঃ হট প্লেট গঠিত হয় ভূত্বকে।

১৪) পাতগুলি কিসের ওপর ভাসমান?

উঃ পাতগুলি অ্যাসথেনো স্ফিয়ারের ওপর ভাসমান।

১৫) পৃথিবীতে বিরাট/বড় আকারের পাতের সংখ্যা কটি?

উঃ পৃথিবীতে বিরাট/বড় আকারের পাতের সংখ্যা ৬টি।

আরো পড়ুন একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

১৬) পাত সংস্থানের জনক কে?

উঃ পাত সংস্থানের জনক পিঁচো।

১৭) একটি আগ্নেয় পর্বতের নাম লেখ?

উঃ একটি আগ্নেয় পর্বত হল জাপানের ফুজিয়ামা।

১৮) কোন পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া অঙ্কুরদগম ঘটে?

উঃ অপসারি ও নিরপেক্ষ পাত সীমানায় পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া অঙ্কুরদগম ঘটে।

১৯) একটি সুপ্ত আগ্নেয় গিরির নাম লেখ?

উঃ জাপানের ফুজিয়ামা হল একটি সুপ্ত আগ্নেয়গিরি।

২০) একটি মৃত আগ্নেয় গিরির নাম লেখ?

উঃ সেস্কিকোর, পারকুটিন হল মৃত আগ্নেয় গিরি ।

আরো পড়ুন  উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

২১) হাওয়াই দ্বীপের ভাষায় পাতলা লাভাকে কী বলে?

উঃ হাওয়াই দ্বীপের ভাষায় পাতলা লাভাকে পা হো হো বলে ।

২২) ভমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত গভীরে থাকে?

উঃ ভমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫০ থেকে ১০০ কিমি গভীরে থাকে ।

২৩) ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় রিখটার স্কেলের সাহায্যে ।

২৪) পৃথিবীর বেশীরভাগ ভূমিকম্প কোথায় হয়?

উঃ পৃথিবীর বেশীরভাগ ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে হয়ে থাকে ।

২৫) দীর্ঘ ফাটল বরাবর যে অগ্নুপাত হয় তাকে কী বলে?

উঃ দীর্ঘ ফাটল বরাবর যে অগ্নুপাত হয় তাকে বিদার অগ্নুগম বলে।

আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021

২৬) আগ্নেয় গিরি কত প্রকার ও কী কী?

উঃ আগ্নেয় গিরি তিন প্রকার – সক্রিয়, সুপ্ত ও মৃত আগ্নেয়গিরি।

২৭) ভুমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ ভুমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ।

২৮) পাত কী?

উঃ পাত হল সিয়াল ও সীমা সহ পৃথিবীর অসমন্ডলিত্ত স্তর যা ছোট-বড়ো পাতলা অনমনীয় ও কঠিন এগুলি গুরুমন্ডলের ওপর ভাসমান বিভিন্ন কারনে এই পাতগুলি সচল।

আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী

আরো পড়ুন দশমশ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর মান ৩

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

আরো পড়ুন দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে অস্থিত পৃথিবী অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরের এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে অস্থিত পৃথিবী অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরের মতো আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

 

বিঃ দ্রঃ এই আর্টিকেলের পুরো অস্থিত পৃথিবী অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর গুলি  কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!