Menu

Madhyamik History Test paper page 300 SaQ & Mcq Solved

Madhyamik History Test paper page 300 SaQ & Mcq Solved সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস ২২০ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস ২০২৪

Madhyamik History Test paper page 300 SaQ & Mcq Solved

বিভাগ– ‘

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:                                                                   1×20=20

১.১ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় (ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চ (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে ৮ মার্চ (গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে ৮ মার্চ (ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে ৮ মার্চ।’

উত্তরঃ () ১৯৭৫ খ্রিস্টাব্দে মার্চ

১.২ ‘জীবনের ঝরাপাতা’ হল একটি (ক) উপন্যাস (খ) স্মৃতিকথা (গ) আত্মজীবনী (ঘ) নাটক।

উত্তরঃ () আত্মজীবনী।

১.৩ হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হত – (ক) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা (খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা (গ) সোমপ্রকাশ পত্রিকা (ঘ) বঙ্গদর্শন পত্রিকা।

উত্তরঃ () গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা।

১.৪ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল- (ক) হিন্দু কলেজ (খ) স্কটিশচার্য কলেজ (গ) বিদ্যাসাগর কলেজ (ঘ) বেথুন কলেজ।

উত্তরঃ () বেথুন কলেজ।

১.৫ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন (ক) কেশবচন্দ্র সেন (খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রামমোহন রায়।

উত্তরঃ () হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

১.৬ ‘উলঘুলান’ শব্দের অর্থ হল – (ক) ভয়ঙ্কর বিশৃঙ্খলা (খ) বিপ্লব (গ) বিদ্রোহ (ঘ) গণসংগ্রাম।

উত্তরঃ () ভয়ঙ্কর বিশৃঙ্খলা।

১.৭ ‘জমি হল আল্লাহর দান’- কথাটি বলেছিলেন- (ক) তিতুমির (খ) নোয়া মিঞা (গ) দুদু মিঞা (ঘ) শরিয়ৎ উল্লাহ্।

উত্তরঃ () দুদু মিঞা।

১.৮ ‘এইটটিন ফিফটি সেভেন’ গ্রন্থটি রচনা করেন- (ক) ড. রমেশচন্দ্র মজুমদার (খ) ড. সুরেন্দ্রনাথ সেন (গ) ড. এ মাহাতো (ঘ) পি সি যোশি।

উত্তরঃ () . সুরেন্দ্রনাথ সেন।

১.৯ ‘জমিদার সভার’ সভাপতি ছিলেন- (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) রাজা রাধাকান্ত দেব (গ) প্রসন্নকুমার ঠাকুর (ঘ) দুর্গাপ্রসাদ পঞ্চানন।

উত্তরঃ () রাজা রাধাকান্ত দেব।

১.১০ ‘বন্দে মাতরম’ সংগীতটি রচিত হয় – (ক) ১৮৭০ খ্রিস্টাব্দ (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দ (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দ।

উত্তরঃ () ১৮৮২ খ্রিস্টাব্দ।

১.১১ প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল- (ক) শিশু শিক্ষা (খ) অন্নদামঙ্গল (গ) প্রতাপাদিত্য চরিত্র (ঘ) বর্ণপরিচয়।

উত্তরঃ () অন্নদামঙ্গল।

১.১২ ‘ভারতের বিজ্ঞানাচার্য’ বলা হয়- (ক) সত্যেন্দ্রনাথ বসুকে (খ) প্রফুল্লচন্দ্র রায়কে (গ) মেঘনাদ সাহাকে (ঘ) জগদীশচন্দ্র বসুকে।

উত্তরঃ () সত্যেন্দ্রনাথ বসুকে।

১.১৩ ‘মোপালা কৃষক বিদ্রোহ’ হয়েছিল (ক) ১৯২১ খ্রিস্টাব্দ (খ) ১৯২৩ খ্রিস্টাব্দ (গ) ১৯২৫ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দ।

উত্তরঃ () ১৯২১ খ্রিস্টাব্দ।

১.১৪ ভারতের ‘দ্বিজ’ পার্টি বলে পরিচিত – (ক) জাতীয় কংগ্রেস (খ) কমিউনিস্ট পার্টি (গ) মুসলিম লিগ (ঘ) র‍্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি।

উত্তরঃ () কমিউনিস্ট পার্টি।

১.১৫ AITUC এর প্রথম সম্পাদক ছিলেন- (ক) জয়প্রকাশ নারায়ণ (খ) আর এস নিম্বকার (গ) দেওয়ান চমনলাল (ঘ) লালা লাজপত রায়।

উত্তরঃ () লালা লাজপত রায়।

১.১৬ ‘বাংলার অগ্নিকন্যা’ নামে খ্যাত ছিলেন- (ক) বীণা দাস (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) মাতঙ্গিনী হাজরা (ঘ) কল্পনা দত্ত।

উত্তরঃ () কল্পনা দত্ত।

১.১৭ ‘অলিন্দ যুদ্ধ’ হয়েছিল – (ক) ১৯৩০ খ্রিস্টাব্দ (খ) ১৯৩২ খ্রিস্টাব্দ (গ) ১৯৪০ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দ।

.উত্তরঃ () ১৯৩০ খ্রিস্টাব্দ।

১.১৮ ভারতে দলিত আন্দোলনের ‘পথপ্রদর্শক’ ছিলেন- (ক) ড. বি আর আম্বেদকর (খ) জ্যোতিবা ফুলে (গ) মহাত্মা গান্ধী (ঘ) শ্রী নারায়ণ গুরু।

উত্তরঃ () . বি আর আম্বেদকর।

১.১৯ দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন – (ক) জওহরলাল নেহেরু (খ) ড. রাজেন্দ্র প্রসাদ (গ) চক্রবর্তী রাজা গোপালাচারি (ঘ) বল্লভভাই প্যাটেল।

উত্তরঃ () বল্লভভাই প্যাটেল।

১.২০ ‘দ্য মার্জিন্যাল মেন’ গ্রন্থটির রচয়িতা হলেন – (ক) খুশবন্ত সিং (খ) প্রফুল্লকুমার চক্রবর্তী (গ) অতীন বন্দ্যোপাধ্যায় (ঘ) সলমন রুশদি।

উত্তরঃ () প্রফুল্লকুমার চক্রবর্তী।

Read More: Madhyamik History Test paper page 220 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘

২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও:                                                          ১৬x১৬=১৬
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও):                       ×=                                       
উপবিভাগ: . একটি বাক্যে উত্তর দাও:

(..) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা কে ছিলেন?

উত্তরঃ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা ছিলেন রাজা রামমোহন রায়।

(..) ‘দামিন কোহকথাটির অর্থ কী?

উত্তরঃ ‘দামিন-ই কোহ’ কথাটির অর্থ পাহাড়ের প্রান্তদেশ।

(..) ‘ভারতমাতাচিত্রটির পূর্ব নাম কী ছিল?

উত্তরঃ ‘ভারতমাতা’ চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা।

(..) ‘ফরওয়ার্ড ব্লককত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ নেতাজী সুভাষ চন্দ্র বসু ১৯৩৯ সালের ৩রা মে মাসে ‘ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

Read More: Madhyamik History Test paper page 269 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . ঠিক বা ভুল নির্ণয় করো

(..) ‘সোম প্রকাশপত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ ভুল।

(..) ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।

উত্তরঃ ঠিক।

(..) হিকিরবেঙ্গল গেজেটছিল একটি মাসিক পত্রিকা।

উত্তরঃ ভুল।

(..) ‘মতুয়া মহাসংঘপ্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik History Test paper page 248 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: .স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাও :                                   ×=
স্তম্ভ স্তম্ভ
(২.৩.১) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (১) ‘একা’ আন্দোলন ( ৩)
(২.৩.২) গগনেন্দ্রনাথ ঠাকুর (২) দীপালি সংঘ (৪)
(২.৩.৩) মাদারি পাশি (৩) নীল বিদ্রোহ (১)
(২.৩.৪) লীলা নাগ রায় (৪) ব্যঙ্গ চিত্র  (২)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

 

 

উপবিভাগ : . প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো:

(২.৪.১) মুণ্ডা বিদ্রোহের এলাকা। (২.৪.২) মহাবিদ্রোহের কেন্দ্র – ঝাঁসি (২.৪.৩) আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি (২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।

*** এই বিভাগের উত্তরগুলির জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে পাঠ্য বইয়ের ম্যাপ গুলি ভালো করে অনুশীলন করার জন্য।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১) বিবৃতি: সোমপ্রকাশ ছিল বাংলাভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা। ব্যাখ্যা-১: এই পত্রিকার সম্পাদক ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা। ব্যাখ্যা-২: সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে। ব্যাখ্যা-৩: এই পত্রিকা রাজনৈতিক নেতাদের সমালোচনা করত।

উত্তরঃ ব্যাখ্যা: সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে।

(২.৫.২) বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা-১: এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না। ব্যাখ্যা-২: এই আন্দোলন ব্রিটিশরা সমর্থন করেনি। ব্যাখ্যা- ৩: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

উত্তরঃ ব্যাখ্যা: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

(২.৫.৩) বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন। ব্যাখ্যা-২: তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার উপর জোর দিতেন। ব্যাখ্যা-৩: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।

উত্তরঃ ব্যাখ্যা: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।

(২.৫.৪) বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দের মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik History Test paper page 300 SaQ & Mcq
Madhyamik History Test paper page 300 SaQ & Mcq

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik History Test paper page 300 SaQ & Mcq ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!