Menu

Madhyamik History Test paper page 248 SaQ & Mcq Solved

Madhyamik History Test paper page 248 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ www.artsschool.in  নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস  ৯৩   নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস ২০২৪

Madhyamik History Test paper page 248 SaQ & Mcq

বিভাগ-‘

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:                                                                   ×২০=২০

১.১ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল- (ক) চাকুরিজীবী সম্প্রদায় (খ) সাধারণ সম্প্রদায় (গ) ভদ্রলোক সম্প্রদায় (ঘ) বুদ্ধিজীবী সম্প্রদায়।

উত্তরঃ () সাধারণ সম্প্রদায়।

১.২ নীলকর বিরোধী পত্রিকা ছিল- (ক) দিগদর্শন (খ) বঙ্গদর্শন (গ) সোমপ্রকাশ (ঘ) সমাচার দর্পন।

উত্তরঃ () সোমপ্রকাশ।

১.৩ “কুলীন কুল সর্বস্ব” নাটকটি রচনা করেছিলেন- (ক) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) অমৃতলাল বসু (ঘ) রামনারায়ণ তর্করত্ন।

উত্তরঃ () রামনারায়ণ তর্করত্ন।

১.৪ ‘হেয়ার স্কুল’ প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮২০ খ্রিস্টাব্দে (খ) ১৮১৮ খ্রিস্টাব্দে (গ) ১৮১৬ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৮১৮ খ্রিস্টাব্দে।

১.৫ কোন বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র ‘নীলদর্পন’ রচনা করেন?- (ক) নীল (খ) শ্রমিক (গ) ছাত্র (ঘ) কৃষক।

উত্তরঃ () নীল বিদ্রোহের প্রেক্ষাপটে।

১.৬ ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে- (ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৬ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৮৬৬ খ্রিস্টাব্দে।

১.৭ চিল নায়েক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন- (ক) সাঁওতাল (খ) কৈচর (গ) কোল (ঘ) ভিল।

উত্তরঃ () ভিল।

১.৮ ‘পেশোয়া’ পদ লুপ্ত করেন- (ক) লর্ড অকল্যান্ড (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) লর্ড ক্যানিং।

উত্তরঃ () লর্ড ডালহৌসি।

১.৯ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস- (ক) আনন্দমঠ (খ) বিষবৃক্ষ (গ) দুর্গেশনন্দিনী (ঘ) চন্দ্রশেখর।

উত্তরঃ () আনন্দমঠ।

১.১০ ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’-এর প্রতিষ্ঠাতা ছিলেন- (ক) নন্দলাল বসু (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গুনেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ () অবনীন্দ্রনাথ ঠাকুর।

১.১১ বাংলায় ছাপাখানার সূচনা হয়- (ক) হুগলীতে (খ) বর্ধমানে (গ) কলকাতায় (ঘ) হাওড়ায়।

উত্তরঃ () হুগলীতে।

১.১২ কী আবিষ্কারের জন্য সি ভি রমন নোবেল পুরস্কার পান- (ক) ইলেকট্রন (খ) পরমাণু (গ) বেতারতরঙ্গ (ঘ) রমন এফেক্ট।

উত্তরঃ () রমন এফেক্ট।

১.১৩ বাংলা ভাগ করা হয় ১৯০৫ খ্রিস্টাব্দের- (ক) ১০ই অক্টোবর (খ) ২০শে অক্টোবর (গ) ১৫ই অক্টোবর (ঘ) ১৬ই অক্টোবর।

উত্তরঃ () ১৬ই অক্টোবর।

১.১৪ ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন- (ক) সিঙ্গারা ভেলু চেট্টিয়ার (খ) নলিনী গুপ্ত (গ) মুজফ্ফর আহমেদ (ঘ) এস এ ডাঙ্গে।

উত্তরঃ () মুজফ্ফর আহমেদ।

১.১৫ স্বরাজ্য দলের সভাপতি ছিলেন- (ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) মতিলাল নেহরু (গ) চিত্তরঞ্জন দাশ (ঘ) সুভাষচন্দ্র বসু।

উত্তরঃ () চিত্তরঞ্জন দাশ।

১.১৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময় কার নির্দেশে সারা বাংলায় অরন্ধন দিবস পালিত হয়- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (গ) অরবিন্দ ঘোষ। (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ () রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

১.১৭ ‘গুলাম গিরি’ গ্রন্থটি রচনা করেন- (ক) এম সি রাজা (খ) জ্যোতিবা ফুলে (গ) বি আর আম্বেদকর (ঘ) রামস্বামী নাইকার।

উত্তরঃ () জ্যোতিবা ফুলে।

১.১৮ “চট্টগ্রাম অভ্যুত্থান” গ্রন্থটি লেখেন- (ক) শান্তা সেন (খ) কল্পনা দত্ত (গ) সূর্য সেন (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।

উত্তরঃ () কল্পনা দত্ত।

১.১৯ কোন দেশীয় রাজ্যের বিপুল সংখ্যক মানুষ গণভোটের মধ্যমে ভারতে যোগদানের পক্ষে মতপ্রকাশ করে- (ক) ভোপাল (খ) হায়দ্রাবাদ (গ) জুনাগড় (ঘ) কাশ্মীর।

উত্তরঃ () জুনাগড়।

১.২০ ‘কেয়া পাতার নৌকো’ রচনা কে করেন- (ক) অতীন বন্দ্যোপাধ্যায় (খ) প্রফুল্ল রায় (গ) অন্নদাশঙ্কর রায় (ঘ) দক্ষিণারঞ্জন বসু।

উত্তরঃ () প্রফুল্ল রায়।

Read More: Madhyamik History Test paper page 220 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘

২। যে কোনো যোলোটি প্রশ্নের উত্তর দাও : ১০১৬=১৬
 (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে): ×=

Read More: Madhyamik History Test paper page 190 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ : . একটি বাক্যে উত্তর দাও :

(..) কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ শিল্ড জয় করে?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করে।

.. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

উত্তরঃ ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী।

.. রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কী?

উত্তরঃ রবীন্দ্রনাথের স্ত্রীর নাম মৃণালিনী দেবী।

.. কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠা করেন।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . ঠিক ভুল নির্ণয় করো:

(২.২.১) ব্রাহ্মসমাজ ছিল একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান।

উত্তরঃ ভুল।

(২.২.২) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ।

উত্তরঃ ভুল।

(২.২.৩) মুণ্ডারা বিরশাকে ‘সিঙ বোঙা’ বা ‘সূর্য দেবতা’ বলে মনে করতেন।

উত্তরঃ ঠিক।

(২.২.৪) টিপু গারো পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।

উত্তরঃ ভুল।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: .স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাও:                                             ×=
বামদিক ডানদিক
(২.৩.১) হজরত মহল (১) একা আন্দোলন ( ৩)
(২.২.২) আজ এই ভারতবর্ষের সকল জাতই আমার জাত ‘ (২) ভারত মহিলা পরিষদ ( ৪)

 

(২.৩.৩) বাবা গরিব দাস (৩) গোরা (২)
(২.৩.৪) রমাবাঈ রানাডে (৪) অযোধ্যা (১)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হয়েছে।

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ : . প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো নাম লেখো:

(২.৪.১) গোয়ালিয়র (২.৪.২) আসাম চা বাগান (২.৪.৩) ঢাকা (২.৪.৪) পণ্ডিচেরি।

*** এই বিভাগের উত্তরগুলির জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে পাঠ্য বইয়ের ম্যাপ গুলি ভালো করে অনুসরন করতে।

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

(২.৫.১) বিবৃতি: ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল। ব্যাখ্যা-১: ভারতে আরবি-ফারসি চর্চার উন্নতি করতে হবে এই বিষয়ে। ব্যাখ্যা- ২: ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে এই বিষয়ে। ব্যাখ্যা-৩: ভারতে দেশীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করতে হবে।

উত্তরঃ বিষয়ে। ব্যাখ্যা: ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে এই বিষয়ে।

(২.৫.২) বিবৃতি: স্বৈরাচারী ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে সন্ন্যাসী-ফকিররা বিদ্রোহ করেছিল। ব্যাখ্যা- ১: ইংরেজ সরকার সন্ন্যাসী-ফকিরদের কাছ থেকে উচ্চহারে রাজস্ব এবং তীর্থকর আদায় করত। ব্যাখ্যা-২: ইংরেজ সরকার সন্ন্যাসী-ফকিরদের কৃষিকাজে বাধা দিত। ব্যাখ্যা-৩: সন্ন্যাসী-ফকিররা খ্রিস্টান মিশনারি দ্বারা আক্রান্ত হয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা: ইংরেজ সরকার সন্ন্যাসীফকিরদের কাছ থেকে উচ্চহারে রাজস্ব এবং তীর্থকর আদায় করত।

(২.৫.৩) বিবৃতি: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ শামিল হয়নি। ব্যাখ্যা-১: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো কর্মসূচি নেওয়া হয় নি। ব্যাখ্যা-২: কৃষক সমাজ বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। ব্যাখ্যা-৩: কৃষক সমাজের রাজনৈতিক চেতনা ছিল না।

উত্তরঃ ব্যাখ্যা: কৃষক সমাজের রাজনৈতিক চেতনা ছিল না।

(২.৫.৪) বিবৃতি: শচীন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। ব্যাখ্যা-১: সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থার করার জন্য। ব্যাখ্যা-২: বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট স্কুল-কলেজ টিকিয়ে রাখার জন্য। ব্যাখ্যা-৩: গ্রামে-গঞ্জে স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা: সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থার করার জন্য।

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik History Test paper page 248 SaQ & Mcq Solved
Madhyamik History Test paper page 248 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik History Test paper page 248 SaQ & Mcq Solved ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!