Menu

Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ২৫০ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

মাধ্যমিক ভূগোল ২০২৪

Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq

বিভাগ-‘১।

বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ×১৪=১৪

১.১ নদী ক্ষয়ের শেষ সীমা হল- (ক) ভৌমজলস্তর (খ) সমুদ্রতল (গ) নদীর জলতল (ঘ) মৃত্তিকার উপরিস্তর।

উত্তরঃ () সমুদ্রতল।

১.২ শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত- (ক) আর্গ নামে (খ) কুম নামে (গ) সেরীর নামে (ঘ) হামাদা নামে পরিচিত।

উত্তরঃ () হামাদা নামে পরিচিত।

১.৩ মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হল – (ক) সিরক্কো (খ) খামসিন (গ) গিবলি (ঘ) লেভেচে।

উত্তরঃ () খামসিন।

১.৪ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হল – (ক) অল্টোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) থার্মোমিটার (ঘ) ব্যারোমিটার।

উত্তরঃ () হাইগ্রোমিটার।

১.৫ একটি ঋতুভিত্তিক সমুদ্রস্রোত হল- (ক) মৌসুমী স্রোত (খ) আগুলহাস স্রোত (গ) সুসামি স্রোত (ঘ) বেরিং স্রোত।

উত্তরঃ () মৌসুমী স্রোত।

১.৬ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে – (ক) পেরিজি (খ) অ্যাপোজি (গ) অপসূর (ঘ) সিজিগি।

উত্তরঃ () সিজিগি।

১.৭ পারদ দূষণে সৃষ্ট রোগ হল – (ক) ব্ল্যাকফুট (খ) ফ্লুরোসিস (গ) ইটাই-ইটাই (ঘ) মিনামাটা।

উত্তরঃ () মিনামাটা।

১.৮ ভারত-পাকিস্তান সীমারেখা হল (ক) ডুরান্ড লাইন (খ) র‍্যাডক্লিফ লাইন (গ) ম্যাকমোহন লাইন (ঘ) লাইন অব কন্ট্রোল।

উত্তরঃ র‍্যাডক্লিফ লাইন।

১.৯ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ – (ক) অমরকন্টক (খ) দোদাবেতা (গ) আনাইমুদি (ঘ) আর্মাকোন্ডা।

উত্তরঃ () আনাইমুদি।

১.১০ এশিয়ার বৃহত্তম লেগুন- (ক) ভেম্বনাদ (খ) পুলিকট (গ) লোকটাক (ঘ) চিল্কা।

উত্তরঃ () চিল্কা।

১.১১ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়- (ক) শীতকালে (খ) বর্ষাকালে (গ) গ্রীষ্মকালে (ঘ) শরৎকালে।

উত্তরঃ () শীতকালে।

১.১২ ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে- (ক) রেগুর মাটি (খ) পলি মাটি (গ) ল্যাটেরাইট মাটি (ঘ) লোহিত মাটি।

উত্তরঃ () পলি মাটি।

১.১৩ ভারতের শেফিল্ড নামে পরিচিত শহর হল – (ক) হাওড়া (খ) মুম্বাই (গ) চেন্নাই (ঘ) কলকাতা।

উত্তরঃ () হাওড়া।

১.১৪ Survey of India-র সদর দপ্তর অবস্থিত – (ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) দেরাদুনে (ঘ) চেন্নাইতে।

উত্তরঃ () দেরাদুনে।

Read More: Madhyamik Geography Test paper page 226 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘২।

. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলেলেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : x=

২.১.১ হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে।

উত্তরঃ ঠিক।

২.১.২ থার্মোস্ফিয়ারের নীচের অংশকে বলে আয়নোস্ফিয়ার।

উত্তরঃ ভুল।

২.১.৩ লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।

উত্তরঃ ভুল।

২.১.৪ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়।

উত্তরঃ ঠিক।

২.১.৫ নেফা (NEFA) এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে।

উত্তরঃ ঠিক।

২.১.৬ লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।

উত্তরঃ ভুল।

২.১.৭ সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik Geography Test paper page 193 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ×=

 

.. হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরাজি অক্ষরের মত হয়।

উত্তরঃ হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরাজি U অক্ষরের মত হয়।

.. সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ুপ্রকৃতির।

উত্তরঃ সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু- সমভাবাপন্ন প্রকৃতির।

.. পৃথিবীর বলের প্রভাবে গৌন জোয়ার সৃষ্টি হয়।

উত্তরঃ পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে গৌন জোয়ার সৃষ্টি হয়।

.. ফ্লাই অ্যাশ এক ধরনের বর্জ্য।

উত্তরঃ ফ্লাই অ্যাশ এক ধরনের শিল্প বর্জ্য।

..৫ ভারতের বৃহত্তম হিমবাহ।

উত্তরঃ সিয়াচেন হল ভারতের বৃহত্তম হিমবাহ।

.. উত্তর ভারতের নতুন পলিমাটিকে হল

উত্তরঃ উত্তর ভারতের নতুন পলিমাটিকে হল খাদার।

.. রিমোট সেন্সিং কথাটির অর্থ হল

উত্তরঃ রিমোট সেন্সিং কথাটির অর্থ হল দূর সংবেদন।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

. একটি বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ×=

.. নিউমূর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ নিউমূর দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।

.. বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়?

উত্তরঃ বর্ষাকালে দক্ষিন পশ্চিম জেট বায়ু প্রবাহিত হয়।

.. ক্রান্তীয় সমুদ্রে কোন্ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

উত্তরঃ ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয়।

.. বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে?

উত্তরঃ বৃষ্টির জল সংরক্ষণ করলে পানীয় জল তথা জলসংকট দেখা দেবে না এবং ভৌম জলের সম্ভার বাড়বে।

.. রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ?

উত্তরঃ ২.৩.৫ রডোডেনড্রন আল্পীয় অরণ্যের উদ্ভিদ।

.. ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো।

উত্তরঃ ভারতের একটি আধুনিক প্রযুক্তির বন্দর হল নভসেবা।

.. ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি?

উত্তরঃ ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ হল জিটি রোড বা গ্রান্ড ট্রাক রোড।

.. ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি?

উত্তরঃ ভারতের প্রথম সফলতম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট।

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ×=
বামদিক ডানদিক
২.৪.১ মরুদ্যান (১) জলজ প্রাণীর মৃত্যু (৩)
২.৪.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার (২) টর্নেডো (৪)
২.৪.৩ ইউট্রোফিকেশন (৩) মরু বসতি অঞ্চল (১)
২.৪.৪ ক্রান্তীয় ঘূর্ণবাত (৪) পুসা (২)

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq
Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 250 SaQ & Mcq Solved) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!