Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে; তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক। সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল। আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ১২১ নম্বর পেজের ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।
ভূগোল
Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq
বিভাগ-‘ক‘
১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১×১৪=১৪
১.১ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কতগুণ? (ক) ৪ গুণ (খ) ৮ গুণ (গ) ১৬ গুণ (ঘ) ৬৪ গুণ।
উত্তরঃ (ঘ) ৬৪ গুণ।
১.২ ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়- (ক) জলপ্রপাত (খ) গিরিখাত (গ) হিমশৈল (ঘ) মিয়েন্ডার।
উত্তরঃ (ক) জলপ্রপাত।
১.৩ একটি গ্রীণ হাউস গ্যাস হল (ক) NO₂ (খ) Co, (গ) H₂ (ঘ) O₂।
উত্তরঃ (খ) Co,
১.৪ অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান (ক) ক্রমশ বাড়ে (খ) ক্রমশ কমে (গ) সবস্থানে একই থাকে (ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (ক) ক্রমশ বাড়ে।
১.৫ সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় – (ক) ভারত মহাসাগরে (খ) আটলান্টিক মহাসাগরে (গ) প্রশান্ত মহাসাগরে (ঘ) সুমেরু মহাসাগরে।
উত্তরঃ (খ) আটলান্টিক মহাসাগরে
১.৬ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়- (ক) জৈব সার (খ) রাসায়নিক সার (গ) উচ্চফলনশীল বীজ (ঘ) শিল্পজাত পদার্থ।
উত্তরঃ (ক) জৈব সার।
১.৭ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল- (ক) সিকিম (খ) মিজোরাম (গ) ত্রিপুরা (ঘ) গোয়া।
উত্তরঃ (ঘ) গোয়া।
১.৮ বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়- (ক) নর্মদা (খ) তাপ্তি (গ) ব্রহ্মপুত্র (ঘ) গঙ্গা নদীর অববাহিকায়।
উত্তরঃ (ঘ) গঙ্গা নদীর অববাহিকায়।
১.৯ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে- (ক) ভাঙ্গার (খ) খাদার (গ) বেট (ঘ) তরাই।
উত্তরঃ (ক) ভাঙ্গার।
১.১০ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল (ক) কূপ ও নলকূপ (খ) জলাশয় (গ) সেচ খাল (ঘ) ফোয়ারা।
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ।
১.১১ কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় – (ক) গাঙ্গেয় সমভূমিতে (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে (গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে (ঘ) সুন্দরবনে।
উত্তরঃ (গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে।
১.১২ ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত – (ক) চিকমাগালারুতে (খ) পুষাতে (গ) দেরাদুনে (ঘ) নাগপুরে।
উত্তরঃ (ক) চিকমাগালারুতে।
১.১৩ ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয়- (ক) চেন্নাই (খ) বেঙ্গালুরু (গ) মুম্বাই (ঘ)কলকাতাকে।
উত্তরঃ (খ) বেঙ্গালুরু।
১.১৪ যে সংস্থা ভারতে ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হল – (ক) NASA (খ) SOI (গ) NATMO (ঘ) ISRO।
উত্তরঃ (গ) NATMO
Read more: Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved for Madhyamik 2024
বিভাগ-‘খ‘
২। নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু‘ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ‘ লেখো।
২.১ যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও: ১×৬=৬
২.১.১ উৎপাটন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.২ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে।
উত্তরঃ শুদ্ধ।
২.১.৩ ভূ–মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৪ একই সময়ে মূখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌন জোয়ারের সৃষ্টি হয়।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৫ ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ হয়।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৬ ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে।
উত্তরঃ অশুদ্ধ।
২.১.৭ রেডার হল প্যাসিভ সেন্সর।
উত্তরঃ অশুদ্ধ।
Read more: Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved for Madhyamik 2024
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও): ১x৬=৬
২.২.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ–পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে।
উত্তরঃ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বর্হিজাত প্রক্রিয়া বলে।
২.২.২ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি।
উত্তরঃ বাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি।
২.২.৩ বৈপরিত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের স্তরে।
উত্তরঃ বৈপরিত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে।
২.২.৪ সমুদ্রতরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল
উত্তরঃ সমুদ্রতরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল নিয়ত বায়ু।
২.২.৫ কে কমলা লেবুর শহর বলা হয়।
উত্তরঃ নাগপুরকে কমলা লেবুর শহর বলা হয়।
২.২.৬ ‘শিল্পের শিল্প‘ বলা হয় শিল্পকে।
উত্তরঃ ‘শিল্পের শিল্প’ বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে।
২.২.৭ এক কোটির বেশি জনসংখ্যার শহরকে বলে।
উত্তরঃ এক কোটির বেশি জনসংখ্যার শহরকে মেগাসিটি বলা হয়।
Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved for Madhyamik 2024
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছটি): ১x৬=৬
২.৩.১ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো।
উত্তরঃ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয়কাজ।
২.৩.২ উচ্চ পার্বত্য অঞ্চলে কোন্ সময়ে বৈপরিত্য উত্তাপ ঘটে?
উত্তরঃ উচ্চ পার্বত্য অঞ্চলে রাতের বেলায় বৈপরিত্য উত্তাপ ঘটে।
২.৩.৩ বান ডাকলে নৌপরিবহণ বিপজ্জনক হয় কেন?
উত্তরঃ প্রবল জলোচ্ছ্বাসের কারনে বান ডাকলে নৌপরিবহণ বিপজ্জনক হয়।
২.৩.৪ বর্জ্য পদার্থ কী?
উত্তরঃ আমাদের দৈনন্দিন ব্যাবহারের ফলে যে সকল উপজাত পদার্থ উৎপন্ন হয় যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক বা ক্ষতিকারক নাও হতে পারে তাকেই সাধারণত বর্জ্য পদার্থ বলা হয়ে থাকে।
২.৩.৫ পৃথিবীর বৃহত্তম ব–দ্বীপের নাম লেখো।
উত্তরঃ গঙ্গা-ব্রহ্মপুত্রের বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
২.৩.৬ চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কী?
উত্তরঃ চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম ম্যানগ্রোভ।
২.৩.৭ কোন দ্রুতগামী রেল পরিবহণ ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কোলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে?
হীরক চতুর্ভুজের মাধ্যমে মুম্বাই, দিল্লি, কোলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
২.৩.৮ Pixel কি?
উত্তরঃ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ হল পিক্সেল।
Read More: Madhyamik Bengali Test paper page 64 SaQ & Mcq Solved for madhyamik 2024
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ প্লায়া | (১) হীরাকুঁদ বাঁধ ( 4)_ |
২.৪.২ স্যাডলপিক | (২) ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর (3) |
২.৪.৩ নভসেবা | (৩) বায়ু ও জলধারা ১) |
২.৪.৪ মহানদী প্রকল্প | (৪) আন্দামান (২) |
*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।
Read More: Madhyamik Bengali Test paper page 9 SaQ & Mcq Solved for madhyamik 2024
মাধ্যমিক টেস্ট পেপার সলভের (Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে। সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।