Menu

Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ৯৬ পেজের ছোট প্রশ্নের গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ভূগোল

Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq

বিভাগ-‘

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:                             ×১৪=১৪

১.১ গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহনক্ষমতা বৃদ্ধি পায় (ক) ২০ গুণ (খ) ২৪ গুণ (গ) ৫০ গুণ (ঘ) ৬৪ গুণ।

উত্তরঃ (ঘ) ৬৪ গুণ।

১.২ লবনযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল- (ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয় (গ) জলপ্রবাহক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়।

উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়।

১.৩ কোনটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ (ক) পশ্চিমাবায়ু (খ) ঘূর্ণ বায়ু (গ) মৌসুমী বায়ু (ঘ) জেট বায়ু।

উত্তরঃ (ঘ) জেট বায়ু।

১.৪ যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হল – (ক) কুয়াশা (খ) শিলাবৃষ্টি (গ) তুষারপাত (ঘ) বৃষ্টিপাত।

উত্তরঃ (ক) কুয়াশা।

১.৫ বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে (খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে (গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে (ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে।

উত্তরঃ (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

১.৬ সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে-(ক) বায়ুপ্রবাহ (খ) পৃথিবীর পরিক্রমণ (গ) মগ্নচড়া (ঘ) সবকটিই প্রযোজ্য।

উত্তরঃ (ঘ) সবকটিই প্রযোজ্য।

১.৭ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল (ক) মিথেন (খ) নাইট্রোজেন (গ) অ্যামোনিয়া (ঘ) কোনটিই নয়।

উত্তরঃ (ক) মিথেন।

১.৮ শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত। হয়েছে তাকে বলে- (ক) খাদার (খ) ভাঙ্গার (গ) ভাবর (ঘ) বেট।

উত্তরঃ (গ) ভাবর।

১.৯ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল (ক) কূপ ও নলকূপ (খ) জলাশয় (গ) খাল (ঘ) ফোয়ারা।

উত্তরঃ (ক) কূপ নলকূপ।

১.১০ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল- (ক) কালবৈশাখী (খ) আঁধি (গ) পশ্চিমা ঝঞ্ঝা (ঘ) লু।

উত্তরঃ (খ) আঁধি।

১.১১ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল- (ক) জলসেচ (খ) ঝুম চাষ (গ) ফালি চাষ (ঘ) পশুচারণ।

উত্তরঃ (গ) ফালি চাষ।

১.১২ সামুদ্রিক লবনাক্ত বাতাস প্রয়োজন হয়- (ক) ইক্ষু চাষে (খ) চা চাষে (গ) পাট চাষে (ঘ) কফি চাষে।

উত্তরঃ (ঘ) কফি চাষে।

১.১৩ ভারতে একটি শুল্কমুক্ত বন্দর হল- (ক) পারাদ্বীপ বন্দর (খ) কান্দালা বন্দর (গ) কোচি বন্দর (ঘ) মার্মাগাঁও বন্দর।

উত্তরঃ (খ) কান্দালা বন্দর।

১.১৪ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল (ক) বাদামী (খ) কালো (গ) লাল (ঘ) নীল।

উত্তরঃ (ক) বাদামী

Read More: Madhyamik Bengali Test paper page 64 SaQ & Mcq Solved for Madhyamik 2024 Wbbse Board Final Examination, West Bengal Board Of Secondary Education Madhyamik Examination 2024. 

বিভাগ-‘

. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলে পাশেলেখো: (যে কোনো ছটি):                                                                                                  x=

২.১.উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে।

উত্তরঃ ঠিক।

২.১.ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

উত্তরঃ ঠিক।

২.১.মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।

উত্তরঃ ঠিক।

২.১.নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে।

উত্তরঃ ভুল।

২.১.বর্জ্য পৃথককরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ।

উত্তরঃ ঠিক।

 ২.১.মরু অঞ্চলের মাটির নাম পডসল।

উত্তরঃ ভুল।

২.১.উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।

উত্তরঃ ভুল।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved; West Bengal Board Of Secondary Education Madhyamik Examination 2024. 

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছটি):                    x=

২.২.নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে।

উত্তরঃ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে পটহোল বলা হয়।

২.২.হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে বলে।

উত্তরঃ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়।

২.২.ভারতের শীতল মরুভূমির উদাহরণ –

উত্তরঃ লাদাখ হল ভারতের অন্যতম একটি শীতল মরুভূমি।

২.২.জলীয়বাষ্প ঘণীভূত হওয়ার সময় ত্যাগ করে।

উত্তরঃ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লীনতাপ ত্যাগ করে।

২.২.ভারত চীন সীমারেখা কি নামে পরিচিত?

উত্তরঃ ভারত ও চিন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত।

২.২.বল উইভিল পোকার আক্রমণে কোন চাষ ক্ষতিগ্রস্ত হয়?

উত্তরঃ বল উইভিল পোকার আক্রমণে তুলো চাষ ক্ষতিগ্রস্ত হয়।

২.২.উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কোন শহরকে?

উত্তরঃ কানপুরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

Read More: Madhyamik Bengali Test paper page 64 SaQ & Mcq Solved

. একটি বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও):        ×=

২.৩.সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উত্তরঃ সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত।

২.৩.বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেটবিমান যাতায়াত করে?

উত্তরঃ স্ট্যাটোস্ফিয়ার স্তরে জেটবিমান যাতায়াত করে।

২.৩.একটি গ্রীণ হাউস গ্যাসের নাম লেখো?

উত্তরঃ মিথেন হল একটি গ্রীণ হাউস গ্যাস।

২.৩.বায়ুচাপ মাপার একক কী?

উত্তরঃ বায়ুচাপ মাপার একক মিলিবার।

 ২.৩.মরা জোয়ার বা মরা কোটাল কোন্ তিথিতে দেখা যায়?

উত্তরঃ কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কোটাল দেখা যায়।

২.৩.ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উত্তরঃ ভারতের উর্বর লবণাক্ত হালকা দোয়াস মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ।

২.৩.ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?

উত্তরঃ NH44 – হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ।

২.৩.উপগ্রহচিত্র কোন রূপে প্রকাশ করা হয়?

উত্তরঃ উপগ্রহচিত্র সংখ্যাকারে প্রকাশ করা হয়।

Read More:  Madhyamik Bengali Test paper page 9 SaQ & Mcq Solved

. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:                                      ×=
বামদিক

 

ডানদিক

 

২.৪.১ হিমালয়ে খরস্রোত নদী

 

(১) মহাকাশ গবেষণা সংস্থা (৩)

 

২.৪.২ কফি গবেষণা কেন্দ্র

 

(২) শিলিগুড়ি (৪)

 

২.৪.৩ ISRO

 

(৩) আলকানন্দা (১)

 

২.৪.৪ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার

 

(৪) চিকমাগালুর (২)

 

*** এই বিভাগের উত্তর গুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Write a letter to the editor of an English daily expensing your concern for the increasing number of roads accident.

Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved
Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 96 SaQ & Mcq ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। , আর্টস  স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!