Menu

আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা সন্মন্ধে লেখ

আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা; আজকের এই আর্টিকেলে আমরা নিয়ে হাজির হয়েছে WBCHSE BOARD এর একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান অর্থাৎ Education এর শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর যা হল আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা সন্মন্ধে তোমার নিজস্ব বক্তব্য লেখো। তাহলে চলো দেখে নেওয়া যাক –

আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা সন্মন্ধে তোমার নিজস্ব বক্তব্য লেখো।

 

উত্তরঃ জাতীয় পাঠক্রমের রূপরেখা, ২০০৫ অনুযায়ী পরিবর্তনশীল সমাজে শিক্ষার্থীরদের চাপমুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্য অংশ গ্রহণকারী প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকাগুলি হল –

 

ক) নান্দনিক উপলব্ধি এবং সৃজনশীল শিক্ষা গ্রহনে সহায়তা করা।

খ) শ্রেণীকক্ষে প্রতিটি শিশুকে পাঠে যুক্ত করা।

গ) শিশুর জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করা।

 

আধুনিক বিদ্যালয় শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে –

 

ক) বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তাঃ

আধুনিক শিক্ষায় শিক্ষক নিজে শিক্ষার্থীকে কোনো জ্ঞান দান করেন না। শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সাহায্য করেন মাত্র। তিনি শিক্ষার্থীকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেন।

খ) শিক্ষার পরিকল্পনা রচনাঃ

শিক্ষার্থী যাতে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তার সুষ্ঠ পরিকল্পনা করেন।

গ) ব্যাক্তিসত্তার সর্বাঙ্গীণ বিকাশঃ

শুধু পাঠ্য পুস্তক ভিত্তিক বৌদ্ধিক বিকাশ নয়, তার সাথে সাথে যোগ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ ঘটাবেন।

ঘ) শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষাঃ

শিক্ষার্থীদের পাঠদানের সাথে সাথে অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে শিক্ষা ব্যাবস্থায় সুবিধা অসুবিধা দূর করবেন।

ঙ) পাঠক্রম নির্ধারণঃ

আধুনিক শিক্ষকের আর একটি গুরুত্বপূর্ণ কাজ হল পাঠ ক্রম নির্ধারণ। যা শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুসারে গঠন করবেন।

চ) বিদ্যালয়ের পরিবেশ রচনাঃ

প্রত্যেকটি বিদ্যালয় হবে সমাজ জীবনের প্রতিচ্ছবি (School is a miniature of society)। শিক্ষকের কাজ হবে বিদ্যালয়কে সমাজ জীবনের অনুরূপ নীতি অনুসারে সাজিয়ে তোলা।

ছ) শিক্ষা মূলক নির্দেশনাঃ

আধুনিক শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ কাজ হল শিক্ষার্থীদের বৃত্তি মূলক ও শিক্ষা মূলক নির্দেশ দান করা।

জ) সামাজিকীকরণ ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী গ্রহণঃ 

শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করা ও সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ গ্রহণের জন্য সাহিত্য ও সংস্কৃতিমূলক কাজের ক্ষেত্র তৈরি করা।

ঝ) শিক্ষক শিক্ষণঃ

শিক্ষক তার শিক্ষাগত মান, বিষয়গত জ্ঞানের দক্ষতা বৃদ্ধিকরনে এবং পেশাগত মান উৎকর্ষণে সচেষ্ট হবেন।

সবশেষে বলা যায়, সিক্ষাস্তম্ভের ভিত্তি হলেন শিক্ষক। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। তিনি মানুষ তৈরি করেন। অ্যাডামস এর ভাষায় ,’The Teacher is a maker of man’ তিনি শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক।

 

আরো পড়ুন শিক্ষার উদ্দেশ্য সংগতি বিধান বা অভিযোজন উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করো?

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা এর এই আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চিরদিন আর্টস স্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকার মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলো পরে তোমরা তোমাদের আগামী পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।

 

বিঃ দ্রঃ  আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা এর এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক দের পরামর্শ নিয়ে এবং তার সাথে সাথে কিছু পাঠ্য বইয়ের ও সাহায্য নেওয়া হয়েছে। যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!