Menu

উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর – আঞ্চলিক ভূগোল

উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল WBBSE Board এর অষ্টম শ্রেণির আঞ্চলিক ভূগোলের উত্তর আমেরিকা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নোত্তর, যা তোমাদের আগামী পরিক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর গুলি –

 

অষ্টম শ্রেণির ভূগোল (আঞ্চলিক)

উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর

 

) পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম লেখ?

উঃ পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন।

) উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে।

) পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম লেখ?

উঃ পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম নায়াগ্রা জলপ্রপাত।

) পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের নাম লেখ?

উঃ পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের নাম কানাডিয়ান শিল্ড।

) পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী লেখ?

উঃ পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড।

) কর্ডিলেরা শব্দের অর্থ কী?

উঃ কর্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল।

আরো পড়ুন শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণী ভূগোল

) পৃথিবীর ব্যস্ততম বন্দর কোনটি?

উঃ পৃথিবীর ব্যস্ততম বন্দর আটলানটা।

) কানাডিয়ান শিল্ড কোথায় অবস্থিত?

উঃ মধ্যভাগের সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেস্টন করে কানাডিয়ান শিল্ড অবস্থিত।

) পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কী লেখ?

উঃ পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম সুপিরিয়র।

) পঞ্চহ্রদ কোন কোন হ্রদকে নিয়ে গড়ে উঠেছে?

উঃ সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও এই পাঁচটি হ্রদ নিয়ে পঞ্চহ্রদ গড়ে উঠেছে।

১০) ভুপ্রাকৃতিক বৈচিত্র অনুসারে সমভূমি অঞ্চলকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী?

উঃ ভু-প্রাকৃতিক বৈচিত্র অনুসারে সমভূমি অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, এগুলি হল-সেন্ট লরেন্স নদী অববাহিকা, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি এবং মিসিসিপি-মিসৌ্রির সমভূমি।

উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর
উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর

১১) কোন নদী এপালেসিয়ান লরেন্সিও নদীকে পৃথক করেছে?

উঃ সেন্ট লরেন্স নদী এপালেসিয়ান ও লরেন্সিও নদীকে পৃথক করেছে।

১২) কানাডীও শিল্ড কাকে বলে?

উঃ উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ন উচ্চভূমি অবস্থিত এই উচ্চভূমিকেই কানাডীয় শিল্ড বলা হয়।

আরো পড়ুন পৃথিবীর অন্দরমহল এর ছোট প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণি

১৩) কানাডীয় শিল্ডের উচ্চভূমি কী নামে পরিচিত?

উঃ কানাডীয় শিল্ডের উচ্চভূমি লরেন্সিও মালভূমি নামে পরিচিত।

১৪) এই মহাদেশ ভারতীয় আয়তনের কতগুন?

উঃ এই মহাদেশ ভারতীয় আয়তনের ৬ গুন।

১৫) উত্তর আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন?

উঃ উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন আমেরিগো ভেসপুচি।

১৬) কোণ খাল দ্বারা উত্তর আমেরিকা দক্ষিন আমেরিকা পৃথক করা হয়েছে?

উঃ পানামা খাল দ্বারা উত্তর আমেরিকা ও দক্ষিন আমেরিকা পৃথক করা হয়েছে।

১৭) কোণ প্রণালি দ্বারা উত্তর আমেরিকা দক্ষিন আমেরিকাকে পৃথক করা হয়েছে?

উঃ বেরিং প্রনালি দ্বারা উত্তর আমেরিকা ও দক্ষিন আমেরিকাকে পৃথক করা হয়েছে.

Read More মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর

 

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর গুলি পুরোপুরি পড়ার জন্য, এছাবেই আর্টস স্কুল ডট ইন এর পাশে থেক তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর গুলির মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলো পরে তোমরা তোমাদের আগামী পরিক্ষার জন্য তৈরি হতে পারো।

 

বিঃ দ্রঃ উত্তর আমেরিকা ছোট প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ ও পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে, যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, তাই এই প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: