Menu

উপনিবেশিক অর্থনীতির চরিত্র অষ্টম শ্রেণী ছোট প্রশ্নোত্তর

উপনিবেশিক অর্থনীতির চরিত্র প্রশ্নোত্তর, wbbse board এর অন্তর্গত অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় হল উপনিবেশিক অর্থনীতির চরিত্র। যেখানে  আমরা ব্রিটিশ ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে পড়বো।

তবে আজকের এই আর্টিকেলে আমরা উপনিবেশিক অর্থনীতির চরিত্র অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়েই আলোচনা করবো। পরে অন্য কোনো  এক আর্টিকেলে আমরা উপনিবেশিক অর্থনীতির চরিত্র  অধ্যায়ের ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তর গুলি  দেখবো।

কিন্তু প্রতিবারের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে পর্ষদ নির্দেশিত পাঠ্য বইটি থেকে আগে উপনিবেশিক অর্থনীতির চরিত্র অধ্যায় টি ভালো করে দেখে নিও যাতে কোনো প্রশ্নের উত্তর বুঝতে কোনো রকম অসুবিধা না হয়।

তাহলে চলো দেখে নেওয়া যাক উপনিবেশিক অর্থনীতির চরিত্র অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তরঃ

উপনিবেশিক অর্থনীতির চরিত্র
উপনিবেশিক অর্থনীতির চরিত্র

 

উপনিবেশিক অর্থনীতির চরিত্র ছোট প্রশ্নোত্তর 

১) বাংলায় কত খৃষ্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল?

উঃ বাংলায় ১৭৭০ খ্রিষ্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে) ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল।

২) কে কত খ্রিষ্টাব্দে রাজস্য আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্তা চালু করেন?

উঃ ওয়ারেন হেস্টিং ১৭৭২ খ্রিষ্টাব্দে রাজস্য আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্তা চালু করেন।

৩) বাংলায় কত খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়?

উঃ বাংলায় ১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।

৪) উপনিবেশিক শাসনে ভারতের অর্থনৈতিক দিক কী ছিল?

উঃ উপনিবেশিক শাসনে ভারতের অর্থনৈতিক দিক ছিল বানিজ্যীকরন।

আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021

৫) বাংলায় নীল বিদ্রোহ কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল ১৮৫৯-৬০ খ্রিষ্টাব্দে।

৬) দাক্ষিণাত্য হাঙ্গামা কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ দাক্ষিণাত্য হাঙ্গামা ১৮৭৫ খ্রিষ্টাব্দে ঘটেছিল।

৭) ভারতে কত খ্রিষ্টাব্দে কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়?

উঃ ভারতে প্রথম হুগলীর রিষড়ায়, ১৮৫৫ খৃষ্টাব্দে পাটের কারখানা চালু হয়।

) কার আমলে এবং কত খ্রিষ্টাব্দে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?

উঃ ডালহৌসির আমলে ১৮৫৩ খ্রিষ্টাব্দে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়।

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

৯) কত খ্রিষ্টাব্দে ভারতে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়?

উঃ ১৮৫১ খ্রিষ্টাব্দে ভারতে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়।

১০) বার্মার রাজধানীর নাম কী?

উঃ বার্মার রাজধানীর নাম রেঙ্গুন।

১১) কোন ব্যবস্তার ফলে জমিদারদের জমির উপর স্থায়ী অধিকার জন্মায়?

উঃ চিরস্থায়ী বন্দবস্তের ফলে জমিদারদের জমির উপর স্থায়ী অধিকার জন্মায়।

১২) দক্ষিন ভারতে কোন জমিব্যবস্তা প্রচলিত ছিল?

উঃ দক্ষিন ভারতে রায়তওয়ারি বন্দবস্ত প্রচলিত ছিল।

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

১৩) কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য কী ছিল?

উঃ কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য ছিল কাচা সুতো।

১৪) পাঁচশালা বন্দবস্ত কবে চালু হয়?

পাঁচশালা বন্দবস্ত ১৭৭২ খ্রিষ্টাব্দে চালু হয়।

১৫) দাদন বলতে কি বোঝায়?

উঃ দাদন বলতে অগ্রিম অর্থকে বোঝানো হয় ।

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

আরো পড়ুন অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীত

এই উপনিবেশিক অর্থনীতির চরিত্র  প্রশ্ন গুলি যদি তুমি ভালো ভাবে ফলো করো বিশেষ করে যদি খাতায় নোট করে নিতে পারো, তাহলে আশা করবো তোমাদের এই চতুর্থ অধ্যায় উপনিবেশিক অর্থনীতির চরিত্র এর ছোটো প্রশ্ন ও উত্তর নিয়ে আর কোনও সমস্যা থাকার কথা নয়। আর যদি থেকে থাকে কোনো রকম কোনো সমস্যা তাহলে আমাদের জানাতে ভুলো না, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার।

 

এরকম সব আর্টসের বিষয়ের ছোট প্রশ্ন ও উত্তর বা আলোচনা ভিত্তিক তথ্য বা বড়ো প্রশ্নের উত্তর নিয়মিত পেতে তোমাদেরকে ভিসিট করতে হবে https://artsschool.in এর এই ব্লগে। কারন আমরা প্রতিদিন নিয়মিত ভাবে এই ব্লগে যোগ করে চলেছি বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্ন ও উত্তর তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে। তবে মনে রাখতে হবে কোনো কিছুই পারফেক্ট হয় না সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি হতেই পারে, একটু মানিয়ে নিও সেক্ষেত্রে। আবারও বলবো Text Book বা পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই তায় আগে পাঠ্য বইগুলি ভালো ভাবে খুঁটিয়ে পরতে হবে।

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই উপনিবেশিক অর্থনীতির চরিত্র ছোট প্রশ্ন উত্তর  পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!