Menu

উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠাঃ আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে। যা wbbse এর syllabus এর অন্তর্গত ক্লাস eight বা অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা থেকে যেগুলো তোমরা যারা অষ্টম শ্রেণিতে পড়ো তাদের কাছে বিশেষ উপযোগী হবে। কিন্তু প্রত্যেক বারের মতো এবারো তোমাদের সকলকে অনুরোধ করবো আগে তোমাদের পাঠ্য বইয়ের উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়টিকে ভালো ভাবে পড়ো তার পর এই প্রশ্ন উত্তগুলি দেখো।

যদি তুমি আগে তোমাদের পাঠ্যবই থেকে উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়টি ভালোভাবে না পরে নাও তাহলে অনেক ক্ষেত্রে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের মনে সন্দেহ জাগতে পারে। তাই বার বার এই অনুরোধ যে বই থেকে আগে text টা ভালোভাবে পরে নাও। শুধু এক্ষেত্রে নয় সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর পড়ার আগে তার Text টা পড়ে নেওয়া আবশ্যক।

উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা
উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা

আশা করি তোমরা সকলেই আগে পাঠ্য বই থেকে উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়টিকে ভালো ভাবে পরে নিয়েছো, তাহলে চলো এবার প্রশ্ন উত্তর পালা শুরু করা যাক।

কিছু গুরুত্ব পূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণীর ইতিহাসের উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অধ্যায় থেকে-

১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি ঘাটির নাম লেখ?

উঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি ঘাটির নাম মাদ্রাস বোম্বাই ও কোলকাতা।

২) ব্রিটিশ পেসিডেন্সি ব্যবস্তা তৈরি হয়েছিল কোন কোন ঘাটিকে কেন্দ্র করে?

উঃ ব্রিটিশ পেসিডেন্সি ব্যবস্তা তৈরি হয়েছিল মাদ্রাস বোম্বাই ও কোলকাতা কে কেন্দ্র করে।

৩) ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাটি কি ছিল?

উঃ ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাটি ছিল কোলকাতা।

৪) ভারত শাসন আইন কত খ্রিঃ রচিত হয়?

উঃ ভারত শাসন আইন ১৭৮৪ খ্রিঃ রচিত হয়।

৫) রেগুলেটিং এক্ট কত খ্রিঃ প্রচলন হয়?

উঃ রেগুলেটিং এক্ট ১৭৮৩খ্রিঃ প্রচলিত হয়।

৬) দ্বৈত শাসন ব্যবস্তা কোম্পানি কত খ্রিষ্টাব্দে তুলে দিয়ে বাংলার শাসন ভার গ্রহন করে?

উঃ দ্বৈত শাসন ব্যবস্তা কোম্পানি ১৭৭২ খ্রিঃ তুলে দিয়ে বাংলার শাসন ভার গ্রহন করে।

৭) সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?

উঃ সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা-ইম্পে।

৮) মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন?

উঃ মহলওয়ারি বন্দোবস্ত লর্ড উইলিয়াম বেন্টিক চালু করেছিলেন।

৯) বাংলায় মন্বন্তর দেখা দিয়েছিল কত খ্রিষ্টাব্দে?

উঃ বাংলায় মন্বন্তর দেখা দিয়েছিল ১৭৭০খ্রিঃ (১১৭৬ বঙ্গাব্দে)

১০) পুলিশ থানা ব্যবস্তা চালু হয় কত খ্রিষ্টাব্দে?

উঃ পুলিশ থানা ব্যবস্তা চালু হয় ১৭৯৩ খ্রিষ্টাব্দে, লর্ড কর্ণওয়ালিশ।

 

আরো পড়ুন শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা  আলোচনা করো উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা  এর মতো এখানেও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে।

 

১১) উপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার কী ছিল?

উঃ উপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার আমলাতন্ত্র(অসামরিক শাসন ব্যবস্তার ক্ষেত্রে)।

১২) সিভিল সার্ভিস ব্যবস্তা কে চালু করেন(অসামরিক প্রশাসন ব্যবস্তা)?

উঃ সিভিল সার্ভিস ব্যবস্তা চালু করেন লর্ড কর্ণওয়ালিশ।

১৩) ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উঃ ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

১৪) কার প্রচেষ্টায় ভারতবর্ষে এক বিশেষ ধরণের শিক্ষা ব্যবস্তার উদ্যোগ নেওয়া হয়েছিল?

উঃ ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে ভারতবর্ষে এক বিশেষ ধরণের শিক্ষা ব্যবস্তার উদ্যোগ নেওয়া হয়েছিল।

১৫) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উঃ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স (১৭৮৪ সালে কোলকাতায়)।

১৬) কত সালে কোলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়?

উঃ ১৮১৭ সালে কোলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়।

১৭) কত খ্রিঃ বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয়?

উঃ ১৮৪৩ সালে বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয়।

১৮) পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ।

১৯) বাংলার নদীপথগুলির জরিপ কে করেন?

উঃ বাংলার নদীপথগুলির জরিপ করেন জেমস রেনেল।

 

উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের মতো অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর গুলি এখান থেকে দেখে নাও। 

 

২০) ব্রিটিশ কোম্পানি কত খ্রিষ্টাব্দে জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন?

উঃ ব্রিটিশ কোম্পানি ১৭৭৬ খ্রিষ্টাব্দে জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন।

২১) ভূমিরাজস্য বন্দোবস্ত চালু হয় কত খ্রিষ্টাব্দে?

উঃ ভূমিরাজস্য বন্দোবস্ত চালু হয় ১৭৭২ খ্রিঃ( ওয়ারেন হেস্টিং নদীয়া জেলায়)

২২) পাঁচশালা বন্দোবস্ত বলতে কি বোঝ?

উঃ ইজারাদারি ব্যবস্তার মেয়াদ ৫ বছরের জন্য ছিল বলে তাকে পাঁচশালা বন্দবস্ত বলা হত।

২৩) দশসালা বন্দোবস্ত কবে চালু হয়?

উঃ দশসালা বন্দোবস্ত ১৭৯০ খ্রিষ্টাব্দে চালু হয়।

২৪) চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিষ্টাব্দে প্রচলিত হয়?

উঃ চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ খ্রিষ্টাব্দে প্রচলিত হয়, লর্ড কর্ণওয়ালিশ।

এই সব প্রশ্ন গুলি যদি তুমি ভালো ভাবে ফলো করো বিশেষ করে যদি খাতায় নোট করে নিতে পারো, তাহলে আশা করবো তোমাদের এই তৃতীয় অধ্যায় উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা এর ছোটো প্রশ্ন ও উত্তর নিয়ে আর কোনও সমস্যা থাকার কথা নয়। আর যদি থেকে থাকে কোনো রকম কোনো সমস্যা তাহলে আমাদের জানাতে ভুলো না, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার।

এরকম সব আর্টসের বিষয়ের ছোট প্রশ্ন ও উত্তর বা আলোচনা ভিত্তিক তথ্য বা বড়ো প্রশ্নের উত্তর নিয়মিত পেতে তোমাদেরকে ভিসিট করতে হবে https://artsschool.in এর এই ব্লগে। কারন আমরা প্রতিদিন নিয়মিত ভাবে এই ব্লগে যোগ করে চলেছি বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্ন ও উত্তর তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে। তবে মনে রাখতে হবে কোনো কিছুই পারফেক্ট হয় না সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি হতেই পারে, একটু মানিয়ে নিও সেক্ষেত্রে। আবারও বলবো Text Book বা পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই তায় আগে পাঠ্য বইগুলি ভালো ভাবে খুঁটিয়ে পরতে হবে।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!