Menu

ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর

ঔপনিবেশিক ভারতের শাসন,  আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল দ্বাদশ শ্রেণীর ইতিহাসে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর। 

কিন্তু এবারও সেই একই অনুরোধ তোমাদের কাছে তোমরা যদি দ্বাদশ শ্রেণীর ছাত্র হয়ে থাকো তবে দয়া করে আগে WBCHSE BOARD নির্দেশিত ইতিহাসের পাঠ্যবইটি থেকে পঞ্চম অধ্যায়টি( ঔপনিবেশিক ভারতের শাসন )  ভালো করে পড়ে নিও তার পর এই ঔপনিবেশিক ভারতের শাসন এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন গুলি দেখো ও পারলে খাতায় নোট করে নিও।

তাহলে চলো দেখে নেওয়া যাক ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ 

 

১. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার–ই– হিন্দ উপাধি ত্যাগ করেন?

উত্তরঃ মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার – ই – হিন্দ উপাধি ত্যাগ করেন।

২. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে  নাইট উপাধি ত্যাগ করেন।

৩. কোথায় প্রথম মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ঢাকায়, প্রথম মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়।

৪. কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়?

উত্তরঃ ‘লাহোর ষড়যন্ত্র’ মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়।

৫. কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল?

উত্তরঃ ১৯১৯ খ্রিষ্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল।

৬. কবে মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়।

৭. কে ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা করেন?

উত্তরঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা করেন।

আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

৮. ভাইসরয়ের কার্জনির্বাহি পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?

উত্তরঃ ভাইসরয়ের কার্জনির্বাহি পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা।

৯. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়?

উত্তরঃ মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করা হয়।

১০. কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন?

উত্তরঃ হায়দ্রাবাদ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন।

১১. মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়?

উত্তরঃ মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইন ১৯১৯ খ্রিষ্টাব্দে পাশ হয়।

১২. নবান্ন নাটকের রচয়িতা কে?

উত্তরঃ নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য।

ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর
ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর

১৩. ‘আকালের সন্ধানে’ গ্রন্থের রচয়িতা হলেন?

উত্তরঃ ‘আকালের সন্ধানে’ গ্রন্থের রচয়িতা হলেন অমলেন্দু চক্রবর্তী।

১৪. পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটির নাম লেখ।

উত্তরঃ পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটির নাম ‘অশনি সংকেত’।

১৫. কবে পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ ১৯৩২ খ্রিষ্টাব্দে ‘পুনা চুক্তি’ সাক্ষরিত হয়েছিল।

১৬. ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিলেন?

উত্তরঃ ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিলেন শ্রী নারায়ণ গুরু।

আরো পড়ুন দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর

১৭. কবে দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫ খ্রিষ্টাব্দে দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠিত হয়।

১৮. AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।

১৯. ভারতে প্রথম কবে মে দিবস পালন করা?

উত্তরঃ ১৯২৩ খ্রিষ্টাব্দে ভারতে প্রথম ‘মে দিবস’ পালন করা।

২০. কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট–ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উত্তরঃ ১৮৫৮ খ্রিষ্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ইস্ট–ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

২১. ভারতের প্রথম ভাইসরয় কে হয়েছিলেন?

উত্তরঃ ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং।

২২. সিডিশন কমিটি কী?

উত্তরঃ ভারতে বৈপ্লবিক কাজকর্ম রোধ করার জন্য ১৯১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট যে কমিটি গঠন করেছিল তা সিডিশন কমিটি বা রাওলাট কমিটি নামে পরিচিত ছিল।

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

২৩. রাওলাট আইন কী?

উত্তরঃ ১৯১৭ সালে বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ১৯১৯ সালে যে দমনমূলক বিল কেন্দ্রীয় আইনসভায় এনেছিল এবং আইনে পরিণত হলে তা রাওলাট আইন নামে পরিচিত হয়।

২৪. AITUC কবে গঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ ১৯২০ খ্রিষ্টাব্দে AITUC গঠিত হয় এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।

২৫. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন?

উত্তরঃ ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে ঘটা ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের’ প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন।

২৬. মাহাদ মার্চ কী?

উত্তরঃ বি. আর. আম্বেদকরের নেতৃত্বে ১৯২৭ খ্রিষ্টাব্দে অস্পৃশ্যরা যাতে সাধারণ জলাশয় থেকে জল নিতে পারে তার দাবিতে যে আন্দোলন করেছিলেন, তা মাহাদ মার্চ নামে পরিচিত।

২৭. সিমলা দৌত্য কী?

উত্তরঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে ১লা অক্টোবর আগা খানের নেতৃত্বে ৩৫ জন অভিজাত মুসলিম প্রতিনিধিদল মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষার দাবীতে লর্ড মিন্টোর সাথে দেখা করে যে স্মারকলিপি দিয়েছিলেন তা সিমলা দৌত্য নামে পরিচিত।

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

২৮. মীরাট ষড়যন্ত্র মামলা কী?

উত্তরঃ ভারতে শ্রমিক আন্দোলন ধ্বংস করার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা সাজিয়েছিলেন তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

২৯. সাম্রদায়িক বাঁটোয়ারা নীতি কী?

উত্তরঃ ১৯৩২ খ্রিষ্টাব্দে র‍্যামসে ম্যাকডোনাল্ড ভারতের সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করা ও জাতীয় আন্দোলন দুর্বল করার জন্য ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান, এমনকি ভারতে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের জন্য যে পৃথক নির্বাচন নীতি ঘোষণা করেছিলেন তা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি নামে পরিচিত।

৩০. পুনাচুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ ১৯৩২ খ্রিষ্টাব্দে মহাত্মা গান্ধি ও বি.আর.আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল।

৩১. স্বত্ববিলোপ নীতি কে প্রয়োগ করেন এবং কোন কোন রাজ্য দখল করেন এই নীতি প্রয়োগের মাধ্যমে?

উত্তরঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন। এর মাধ্যমে তিনি সাঁতারা, নাগপুর, ঝাঁসি প্রভৃতি দখল করে নেন।

আরো পড়ুন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভুমিকা বা অবদান লেখ

৩২. অধীনতা মূলক মিত্রতা নীতি কে প্রয়োগ করেন এবং কোন রাজ্যের রাজা প্রথম এই নীতি গ্রহন করেন?

উত্তরঃ  লর্ড ওয়েলেসলি অধীনতা মূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহন করেন।

৩৩. কে কবে মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে ঢাকার নবাব সলিমউল্লাহ মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন।

৩৪. ভাইকম সত্যাগ্রহ কি?

উত্তরঃ কেরালায় ভাইকম মন্দিরে প্রবেশের দাবীতে শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে ১৯২৪ খ্রিষ্টাব্দে ইজাভা সম্প্রদায়ের মানুষরা যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।

আরো পড়ুন সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা দশম শ্রেণী ছোট প্রশ্ন ও উত্তর।

৩৫. মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ভারতীয়ের নাম লেখ?

উত্তরঃ মুজফফর আহমেদ ও এস.এ. ডাঙ্গে।

৩৬. মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশী ব্যক্তির নাম লেখ?

উত্তরঃ বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।

৩৭. রাওলাট আইনকে কে মারাত্মক ভুল বলে অভিহিত করেছেন?

উত্তরঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

৩৮. কুনবি বা পতিদার নামে কারা পরিচিত ছিল?

উত্তরঃ ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা অঞ্চলের কৃষকরা পূর্বে পতিদার নামে পরিচিত ছিল এবং পরে এরা কুনবি নামে পরিচিত হয়।

আরো পড়ুন একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

অবশেষে আপনাকে/আপনাকে  অসংখ্য ধন্যবাদ সময় করে এই ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর এর মতো আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

বিঃ দ্রঃ এই আর্টিকেলের ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!