Menu

ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর অষ্টম শ্রেণী

ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর, wbbse board এর অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় হল ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকেই এই ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তরটি তৈরি করেছি। আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ ভাবে সহায়ক হবে এই ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বটি।

শুরু করার আগে তোমাদের কাছে আমার একটিই অনুরোধ তোমরা যদি তোমাদের পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া টি পুরোটা না পরে থাকো তবে একবার ভালো করে পড়ে নাও যাতে আমাদের এই ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বটি বুঝতে কোনোরকম কোনো অসুবিধা না হয়।

ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর
ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর

 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তরঃ 

) মধ্যবিত্ত কাকে বলে?

উঃ আর্থিক সচ্চলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন সাধারণভাবে তাঁদেরকে মধ্যবিত্ত বলা হয়।

) ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলে কাদের উল্লেখ করা হয়েছে?

উঃ হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের ও মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলা হয়েছে।

) বিধবা বিবাহ আইন কে প্রবর্তন করেন?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬খ্রিস্টাব্দে)বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন।

) কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেছিলেন?

উঃ লর্ড ওয়েলেসলি (১৮০৩ খৃষ্টাব্দে) কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন।

) কে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিংক (১৮২৯ খৃষ্টাব্দে) সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন।

) কার চেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়?

উঃ রাজা রামমোহন রায়-এর চেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়।

) ইয়ংবেঙ্গল কে গঠন করেন?

উঃ ডিরোজিও ইয়ংবেঙ্গল গঠন করেন।

) ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?

উঃ ডিরোজিও কোলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন।

আরো পড়ুন শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণী ভূগোল

) ভারতের আধুনিক পুরুষ কাকে বলা হয়?

উঃ ভারতের আধুনিক পুরুষ রাজারামমোহন রায়কে বলা হয় ।

১০) কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়?

উঃ বীরেশ নিঙ্গম পান্ডুলুর নেতৃত্বে (মাদ্রাস পেসিডেন্সিতে) বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়।

১১) ভারতের সমাজ সংস্কার আন্দোলনের শুকতারা কাকে বলা হয়?

উঃ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের শুকতারা রাজা রামমোহন রায়কে বলা হয়।

১২) কে কত খ্রিষ্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন?

উঃ রাজা রামমোহন রায় ১৮১৫ খ্রিষ্টাব্দে কোলকাতায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন।

১৩) গ্রাম সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ গ্রাম সমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন।

১৪) আর্জ সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ আর্জ সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিষ্টাব্দে।

১৫) জাতীয়মেলা কে বা কারা প্রতিষ্ঠা করেন?

উঃ জাতীয়মেলা রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেন।

১৬) রামকৃষ্ণের প্রিয় শিস্যের নাম কি ছিল?

উঃ রামকৃষ্ণের প্রিয় শিস্যের নাম স্বামী বিবেকানন্দ।

আরো পড়ুন প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ প্রশ্নোত্তর

১৭) সাঁওতাল বিদ্রোহ কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫ থেকে ১৮৫৬ খ্রিষ্টাব্দে ঘটেছিল ।

১৮) সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত নেতার নাম লেখ?

উঃ সাঁওতাল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা হলেন সিধু, কানহু, চাঁদ, ভৈরব।

১৯) হুল শব্দের আক্ষরিক অর্থ কী?

উঃ হুল শব্দের আক্ষরিক অর্থ বিদ্রোহ।

২০) ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কার নেতৃত্বে?

উঃ ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আব্দুল ওয়াহাব – এর নেতৃত্বে।

২১) ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন কে প্রচলিত করেন?

উঃ ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন প্রচলিত করেন সৈয়দ আহমেদ নামের এক ব্যক্তি।

২২) তিতুমীরের প্রকৃত নাম কী?

উঃ তিতুমীরের প্রকৃত নাম মীর নিশার আলি।

২৩) তিতুমীর যে দুর্গ নির্মাণ করেছিল তাঁর নাম কি ছিল?

উঃ তিতুমীর যে দুর্গ নির্মাণ করেছিল তাঁর নাম ছিল বাঁশের কেল্লা ( নারকেল বেড়িয়া বা বারাসাতে অবস্থিত ছিল)।

২৪) মুন্ডা বিদ্রহ কবে ঘটেছিল?

উঃ মুন্ডা বিদ্রহ ১৮৯৯-১৯০০ খ্রিষ্টাব্দে ঘটেছিল ।

আরো পড়ুন তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নোত্তর একাদশ শ্রেণী

২৫) মুন্ডা বিদ্রোহের মহান নেতার নাম লেখ?

উঃ মুন্ডা বিদ্রোহের মহান নেতা ছিলেন বিরসা মুন্ডা।

২৬) নীল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতার নাম লেখ?

উঃ নীল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।

২৭) নীল বিদ্রোহ কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ ১৮৫৯-১৮৬০ খ্রিষ্টাব্দে নীল বিদ্রোহ খ্রিষ্টাব্দে ঘটেছিল।

২৮) নীল দর্পণ নাটকটি কে লেখেন?

উঃ দীনবন্ধু মিত্র (১৮৬০ খ্রিষ্টাব্দে) নীল দর্পণ নাটকটি লেখেন।

২৯) নীল দর্পণ নাটকটি কে প্রকাশ করেন?

উঃ লং সাহেব নীল দর্পণ নাটকটি প্রকাশ করেন।

৩০) সিপাহী বিদ্রোহ কত খ্রিষ্টাব্দে ঘটেছিল?

উঃ সিপাহী বিদ্রোহ ১৮৫৭ খ্রিষ্টাব্দে ঘটেছিল ।

৩১) আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ ১৮৭৫ খ্রিষ্টাব্দে।

৩২) হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?

উঃ হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৩৩) সিপাহি বিদ্রোহের সূত্রপাত কোথায় ঘটেছিল?

উঃ সিপাহি বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল ব্যারাকপুরে।

৩৪) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?

উঃ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গলপান্ডে।

আরো পড়ুন উপনিবেশিক অর্থনীতির চরিত্র অষ্টম শ্রেণী ছোট প্রশ্নোত্তর

৩৫) কোন রাইফেলের টোটা কে ঘিরে গুজব রটিয়েছিল?

উঃ এনফিল্ড রাইফেলের টোটা কে ঘিরে গুজব রটিয়েছিল।

৩৬) মোঘল সম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?

উঃ মোঘল সম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

৩৭) কত খ্রিষ্টাব্দে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে শাসনভার গ্রহন করেছিলেন?

উঃ ১৮৫৮ খ্রিষ্টাব্দে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে শাসনভার গ্রহন করেছিলেন।

৩৮) কত খ্রিষ্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উঃ ১৮৫৭ খ্রিষ্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

৩৯) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।

৪০) সিপাহি বিদ্রোহকে কে জাতীয় বিদ্রোহ নামে আখ্যা দেন?

উঃ সিপাহি বিদ্রোহকে কার্ল মার্কস জাতীয় বিদ্রোহ নামে আখ্যা দেন।

৪১) ঐতিহাসিকরা কোন বিদ্রোহকে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে ব্যখ্যা করে থাকেন?

উঃ ঐতিহাসিকরা ১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে ব্যখ্যা করে থাকেন।

৪২) সিপাহী বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

উঃ সিপাহী বিদ্রোহের কয়েকজন নেতা হলেন ঝাঁসির রানি লক্ষিবাই, নানা সাহেব, তাতিয়া টোপি প্রভৃতি।

 

আরো পড়ুন তেলেনাপোতা আবিষ্কার ছোট প্রশ্নোত্তর একাদশ শ্রেণী

 

অবশেষে তোমাকে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বের সমস্ত প্রশ্ন ও উত্তর গুলি পড়ার জন্য। এভাবেই চিরকাল www.artsschool.in ব্লগের পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো, যাতে ভবিষ্যতে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বের মতো আরো উন্নত মানের study material / notes তোমাদের সামনে তুলে ধরতে পারি।

 

বিঃদ্রঃ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্য নিয়ে। শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া সম্ভব হলেও কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর পর্বটি নিয়ে আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে জানান [email protected] এই ঠিকানায় email এর মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!